Advertisment

১০ টাকার কয়েন দিয়েই স্বপ্নপূরণ! বীরভূমের লটারি বিক্রেতার অসাধ্যসাধন তাক লাগাল

লটারি বিক্রেতার স্বপ্ন বাস্তবের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে বীরভূমের মল্লারপুরের হিরো গাড়ির শো-রুমে।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
West Bengal: Lottery Agent buys Motor Bike with rs 10 coin

এক বছর ধরে দশ টাকার কয়েন জমিয়ে লক্ষাধিক টাকার বিনিময়ে কিনে ফেললেন একটি মোটরবাইক।

নিজের স্বপ্নকে সত্যি করলেন এক লটারি বিক্রেতা। এক বছর ধরে দশ টাকার কয়েন জমিয়ে লক্ষাধিক টাকার বিনিময়ে কিনে ফেললেন একটি মোটরবাইক। লটারি বিক্রেতার স্বপ্ন বাস্তবের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে বীরভূমের মল্লারপুরের হিরো গাড়ির শো-রুমে। অবশ্যই লটারি বিক্রেতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছেন শো-রুমের কর্ণধার টুটুল মণ্ডল।

Advertisment

জানা গিয়েছে, ভারতের তামিলনাড়ুতে দশ টাকার কয়েন জমিয়ে চার চাকার গাড়ি কিনে তাক লাগিয়েছিলেন এক যুবক। এবার বাংলার বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের যুবক লটারি বিক্রেতা তাপস লেট। লটারি বিক্রেতা তাপস লেট জানান, "লটারি বিক্রি করতে গিয়ে প্রতিদিন বেশ কিছু ৫ ও ১০ টাকার কয়েন দিতেন। তখনই মনে হয়েছিল ১০ টাকার কয়েন জমিয়ে একটি মোটরবাইক কিনব। সেই মতো স্বপ্ন দেখতে শুরু করি। জমাতে শুরু করি কয়েন। সেই স্বপ্ন এতদিনে বাস্তবে রূপ দিতে পারলাম। খুব ভাল লাগছে পছন্দের গাড়ি কিনতে পেরে।"

বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের জয় জগন্নাথ হিরো শো-রুমে থেকে গাড়ি কেনেন তাপস। শো-রুমের কর্ণধার টুটুল মণ্ডল বলেন, “বেশ কিছুদিন ধরে তাপস আমাদের শো-রুমে ফোন করছিলেন। জানিয়েছিলেন লাল রঙের হিরো গ্ল্যামার ক্লাসিক গাড়ি নেবেন। কিন্তু টাকা নিতে হবে সব দশ টাকার কয়েন। প্রথমে লক্ষাধিক টাকার কয়েন নিতে অস্বীকার করি। তাপস ফের জানান, এটা তাঁর স্বপ্ন। এরপরেই তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কয়েন নিতে ইচ্ছে প্রকাশ করি। এরপরেই হাসি মুখে ঝোলা ভর্তি করে দশ টাকার কয়েন নিয়ে শো রুমে হাজির তাপসবাবু”।

আরও পড়ুন পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে ঢুকতে বাধা, অশিক্ষক কর্মীকে পিটিয়ে মারল ছাত্ররা

লক্ষাধিক টাকার কয়েন একার পক্ষে গোনা সম্ভব নয়, তাই শো-রুমের অন্যান্য কর্মীদের কাজে লাগিয়েছিলেন টুটুলবাবু। তিনি বলেন, “লটারি বিক্রেতা বলে তাঁর মোটরবাইকে চড়ার ইচ্ছে থাকবে না সেটা হতে পারে না। তাই কয়েন নিয়েই আমি ওনার হাতে পছন্দের গাড়ি তুলে দিই। ওই টাকা আমাকে কিছুটা বিড়ম্বনাও ফেলবে ঠিকই, তবে তাপসবাবুর মুখের হাসি আমার সব বিড়ম্বনাকে ম্লান করে দিয়েছে”।

West Bengal lottery
Advertisment