West Bengal Sambad Lottery Today Results:
জীবনের হিসেব না মেলাটাই দস্তুর হয়ে গেছে। রোজ রোজ হেরে গিয়ে বেঁচে নেওয়া শিখতে হয়, পড়ে গিয়ে ঘুরে দাঁড়ানোও শিখতে হয়। এই এত কিছু শিখে-বুঝে-মেনে আর মানিয়ে নেওয়ার মাঝে যদি হিসেবের বাইরে কিছু পেয়ে যান? মন্দ লাগবে না নিশ্চয়ই। পশ্চিমবঙ্গ লটারির ডিয়ার বঙ্গলক্ষ্মী রায়ডাকের ফলাফল আজই ঘোষণা করবে রাজ্য সরকার। প্রথম পুরস্কার ২৯ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ৯০০০ টাকা, তৃতীয় পুরস্কার ৫০০ টাকা। চতুর্থ পুরস্কার ২৫০ টাকা।
লটারি সংবাদে প্রতি দিন তিনবার লটারি হয়। লটারির টিকিট মূল্য মাত্র ৬ টাকা। তিনবার লটারি হলেও গ্র্যান্ড জ্যাকপট বিজেতা হন একজনই।
তিনবারের লটারির ফলাফল ঘোষণা হবে দিনের তিনটি আলাদা সময়ে।
লটারি সংবাদ সকালের ফলাফল- ১১ টা ৫৫ মিনিট
লটারি সংবাদ সন্ধের ফলাফল- বিকেল ৪ টে
লটারি সংবাদ রাতের ফলাফল- রাত ৮ টা
Read the full story in English