Advertisment

WBBSE Madhyamik Class 10 result 2022 Updates: মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার, সাফল্যের নিরিখে সামান্য পিছিয়ে মেয়েরা

WBBSE Class 10 Madhyamik results 2022 Live Updates: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। সাফল্যের নিরিখে এবারও শহরকে টেক্কা জেলার।

author-image
IE Bangla Web Desk
New Update
একাদশ শ্রেণীর নিয়ম, WBCHSE guidelines

একাদশ শ্রেণীর নিয়ম

প্রকাশিত এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। সাফল্যের হারে এবারও শহরকে টেক্কা জেলার। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এবছরের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজারেরও বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সাফল্যের হারে ছাত্রদের চেয়ে এবছর সামান্য পিছিয়ে রয়েছেন ছাত্রীরা।

Advertisment

এবারও মাধ্যমিকে সাফল্যের নিরিখে শহর কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন ২ জন। প্রথম হয়েছেন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়াই। তাঁরই সঙ্গে প্রথম স্থানে রয়েছেন বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল নামে আরও দুই পড়ুয়া। তাঁদের দু'জনের প্রাপ্ত নম্বর হল ৬৯২। এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু'জন। অনন্যা দাশগুপ্ত ও দেবশিখা প্রধান মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

আরও পড়ুন- WBBSE Class 10 Madhyamik results 2022: এই ওয়েবসাইট থেকে জানা যাবে মাধ্যমিকের ফলাফল

এবছরের মাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচিও। এবছর পরীক্ষার ৭৯ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ। মাধ্যমিকের প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। পর্ষদ সভাপতি জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। এই বছর পাশের হার দাঁড়িয়েছে ৮৬.০৬ শতাংশ। করোনা অতিমারীর পর এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল।

এবারও মাধ্যমিকে শহরকে ছাপিয়ে জেলার জয়জয়কার। সাফল্যের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। পূর্ব মেদিনীপুরের ঠিক পরেই সাফল্যের হারে দ্বিতীয় উত্তরবঙ্গের কালিম্পং। এই জেলায় পাশের হার ৯৪.৭১ শতাংশ, এরপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশ, ঝাড়গ্রামে পাশের হার ৯২.০৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৯১.৯৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৭৮ ও মালদহে পাশের হার ৮৭.১১ শতাংশ।

  • Jun 03, 2022 14:32 IST
    উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা

    জুন মাসের ১০ তারিখ ফল প্রকাশ উচ্চ-মাধ্যমিকের। বেলা ১১টা থেকে ফলপ্রকাশ করা হবে। এদিন বিদ্যাসাগর ভবন থেকেই অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হয়েছে রেজাল্টের খবর। পড়ুন বিস্তারিত



  • Jun 03, 2022 14:29 IST
    ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি

    ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। পড়ুন বিস্তারিত



  • Jun 03, 2022 14:28 IST
    মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মালদহের কৌশিকী

    মাধ্যমিকে এবার সার্বিকভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মালদহের গাজোল আদর্শবাণী হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। মেয়েদের মধ্যে কৌশিকীই এবার মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছেন। পড়ুন বিস্তারিত



  • Jun 03, 2022 14:27 IST
    ফেলুদার গল্প পড়তে ভালবাসে মাধ্যমিকে যুগ্ম প্রথম রৌনক

    মাধ্যমিকে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। কৃতী ছাত্র পেয়েছে ৬৯৩ নম্বর। ফেলুদার গল্প পড়তে ভালবাসে সে। আর কী বলল দেখুন। পড়ুন বিস্তারিত



  • Jun 03, 2022 14:26 IST
    NASA-য় রিসার্চে আগ্রহী কলকাতার প্রথম শ্রুতর্ষি

    রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছে কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠী। কলকাতার মধ্যে সে-ই প্রথম। ভবিষ্যতে NASA-তে রিসার্চ করতে চায় শ্রুতর্ষি। পড়ুয়ার বাবা সরশুনা কলেজের ফিজিক্সের অধ্যাপক। পড়ুন বিস্তারিত



  • Jun 03, 2022 13:16 IST



  • Jun 03, 2022 13:14 IST
    ফেলুদার গল্প পড়তে ভালবাসে মাধ্যমিকে যুগ্ম প্রথম রৌনক

    মাধ্যমিকে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। কৃতী ছাত্র পেয়েছে ৬৯৩ নম্বর। ফেলুদার গল্প পড়তে ভালবাসে সে। আর কী বলল দেখুন।



  • Jun 03, 2022 13:11 IST
    ফেলুদার গল্প পড়তে ভালবাসে মাধ্যমিকে যুগ্ম প্রথম রৌনক

    মাধ্যমিকে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। কৃতী ছাত্র পেয়েছে ৬৯৩ নম্বর। ফেলুদার গল্প পড়তে ভালবাসে সে। আর কী বলল দেখুন।



  • Jun 03, 2022 11:43 IST
    ওয়েবসাইটে জানুন মাধ্যমিকের ফল

    http://www.wbresults.nic.in, wbbse.org, http://www.wbbse.wb.gov.in, wbresults.nic.in, http://www.exametc.com, Indiaresults.com, http://www.wbbse.org, wbbse.wb.gov.in, http://www.wbchse.nic.in, এই ওয়েবসাইটগুলি থেকে জেনে নিন মাধ্যমিকের ফল।



  • Jun 03, 2022 11:31 IST
    মাধ্যমিকের প্রথম থেকে দশম স্থানে মেধাতালিকায় মোট ১১৪

    প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধাতালিকায় মোট ১১৪ জন পড়ুয়া রয়েছেন।



  • Jun 03, 2022 10:10 IST
    মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

    এবারের মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এছাড়াও কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, ও কলকাতায় মাধ্যমিকে পাশের হার ৯৪ শতাংশেরও বেশি। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় এবছর মাধ্যমিকে পাশের হার ৯১.৯৮ শতাংশ। এরই পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। জঙ্গলমহলের ঝাড়গ্রামে এবারের মাধ্যমিকে পাশের হার ৯২.৫৯ শতাংশ।



  • Jun 03, 2022 10:03 IST
    মাধ্যমিকে পঞ্চম স্থানে ১১ জন

    ঝাড়গ্রামের পৌলমী বেরা পঞ্চম স্থানে। চতুর্থ পাঠভবন স্কুলের শ্রুতর্শি ত্রিপাঠী।



  • Jun 03, 2022 10:01 IST
    মাধ্যমিকে পঞ্চম স্থানে ১১ জন

    ঝাড়গ্রামের পৌলমী বেরা পঞ্চম স্থানে। চতুর্থ পাঠভবন স্কুলের শ্রুতর্শি ত্রিপাঠী ত্রিপাঠি।



  • Jun 03, 2022 09:49 IST
    মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছেন ১০ জন

    এবছর মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানে রয়েছেন মোট ১০ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৭।



  • Jun 03, 2022 09:49 IST
    এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬ শতাংশ

    এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পাশ করেছেন। কোনও ফলই অসম্পূর্ণ নেই। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা।



  • Jun 03, 2022 09:48 IST
    এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬ শতাংশ

    এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পাশ করেছেন। কোনও ফলই অসম্পূর্ণ নেই। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা।



  • Jun 03, 2022 09:43 IST
    এবার মাধ্যমিকে চতুর্থ স্থানে ৪ জন

    মাধ্যমিকে চতুর্থ হয়েছেন মোট চারজন। চারজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।



  • Jun 03, 2022 09:42 IST
    এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু'জন

    মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অনন্যা দাশগুপ্ত ও দেবশিখা প্রধান। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১।



  • Jun 03, 2022 09:41 IST
    এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অনন্যা দাশগুপ্ত

    মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অনন্যা দাশগুপ্ত। অনন্যার প্রাপ্ত নম্বর ৬৯১।



  • Jun 03, 2022 09:41 IST
    এবার মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন ৬ জন

    মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন মোট ৬ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৮।



  • Jun 03, 2022 09:39 IST
    এবার মাধ্যমিকে চতুর্থ স্থানে ৪ জন

    মাধ্যমিকে চতুর্থ হয়েছেন মোট চারজন। চারজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।



  • Jun 03, 2022 09:37 IST
    এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অনন্যা দাশগুপ্ত

    মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অনন্যা দাশগুপ্ত।



  • Jun 03, 2022 09:37 IST
    এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু'জন

    মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অনন্যা দাশগুপ্ত ও দেবশিখা প্রধান। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১।



  • Jun 03, 2022 09:36 IST
    মাধ্যমিকে নবম স্থানে রয়েছেন ১৫ জন

    এবছর মাধ্যমিক পরীক্ষায় নবম স্থানে রয়েছেন মোট ১৫ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৫।



  • Jun 03, 2022 09:35 IST
    মাধ্যমিকে পঞ্চম স্থানে ১১ জন

    ঝাড়গ্রামের পৌলমী বেরা পঞ্চম স্থানে। চতুর্থ পাঠভবন স্কুলের শ্রুতি ত্রিপাঠি।



  • Jun 03, 2022 09:34 IST
    মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন ৪০ জন

    এবছর মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানে রয়েছেন মোট ৪০ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৪।



  • Jun 03, 2022 09:33 IST
    মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন ২২ জন

    এবছর মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানে রয়েছেন মোট ২২ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৬।



  • Jun 03, 2022 09:31 IST
    মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

    এবারের মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এছাড়াও কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, ও কলকাতায় মাধ্যমিকে পাশের হার ৯৪ শতাংশেরও বেশি। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় এবছর মাধ্যমিকে পাশের হার ৯১.৯৮ শতাংশ। এরই পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। জঙ্গলমহলের ঝাড়গ্রামে এবারের মাধ্যমিকে পাশের হার ৯২.৫৯ শতাংশ।



  • Jun 03, 2022 09:30 IST
    মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন দুজন

    কৌশিকি সরকার এবং রৌনক মন্ডল যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯২।



  • Jun 03, 2022 09:29 IST
    মাধ্যমিকে প্রথম হয়েছেন দুজন

    মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘোড়াই। মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মন্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩।



  • Jun 03, 2022 09:28 IST
    মাধ্যমিকে পঞ্চম স্থানে ১১ জন

    ঝাড়গ্রামের পৌলমী বেরা পঞ্চম স্থানে। চতুর্থ পাঠভবন স্কুলের শ্রুতর্শি ত্রিপাঠী।



  • Jun 03, 2022 09:28 IST
    এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন

    মাধ্যমিকে প্রথম স্থানে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। একইসঙ্গে বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডলও এবার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন। তাঁরও প্রাপ্ত নম্বর ৬৯৩।



  • Jun 03, 2022 09:27 IST
    মাধ্যমিকে প্রথম হয়েছেন দুজন

    মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘোড়াই। মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের রউনক মণ্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩।



  • Jun 03, 2022 09:25 IST
    মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন দুজন

    কৌশিকি সরকার এবং রৌনক মন্ডল যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯২।



  • Jun 03, 2022 09:22 IST
    মাধ্যমিকে প্রথম হয়েছেন দুজন

    মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘোড়াই। মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের রউনক মণ্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩।



  • Jun 03, 2022 09:19 IST
    মাধ্যমিকে প্রথম হয়েছেন দুজন

    মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘোড়াই। মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মন্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩।



  • Jun 03, 2022 09:15 IST
    সাফল্যের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

    কলকাতা, কালিম্পং ও পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪ শতাংশের বেশি।



  • Jun 03, 2022 09:14 IST



  • Jun 03, 2022 09:14 IST
    সাফল্যের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

    কলকাতা, কালিম্পং ও পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪ শতাংশের বেশি।



  • Jun 03, 2022 09:12 IST
    কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি

    প্রায় ১১ লক্ষ পড়ুয়া এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯ শতাংশের বেশি।



  • Jun 03, 2022 09:11 IST
    মোট পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন

    পর্ষদের ইতিহাসে এই প্রথম এত বিপুল সংখ্যক পরীক্ষা দিয়েছে। ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৯০৭ জন। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।



  • Jun 03, 2022 09:11 IST
    কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি

    প্রায় ১১ লক্ষ পড়ুয়া এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯ শতাংশের বেশি।



  • Jun 03, 2022 09:11 IST
    মোট পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন

    পর্ষদের ইতিহাসে এই প্রথম এত বিপুল সংখ্যক পরীক্ষা দিয়েছে। ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৯০৭ জন। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।



  • Jun 03, 2022 09:04 IST
    সাফল্যের হারে সামান্য পিছিয়ে ছাত্রীরা

    পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি, তারপর রয়েছে কালিম্পং।



  • Jun 03, 2022 09:03 IST
    ৭৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ

    এবছর মাধ্যমিক শুরু হয় ৭ই মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ই মার্চ।



West Bengal Madhyamik 2022 madhyamik result
Advertisment