প্রকাশিত এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। সাফল্যের হারে এবারও শহরকে টেক্কা জেলার। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এবছরের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজারেরও বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সাফল্যের হারে ছাত্রদের চেয়ে এবছর সামান্য পিছিয়ে রয়েছেন ছাত্রীরা।
এবারও মাধ্যমিকে সাফল্যের নিরিখে শহর কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন ২ জন। প্রথম হয়েছেন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়াই। তাঁরই সঙ্গে প্রথম স্থানে রয়েছেন বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল নামে আরও দুই পড়ুয়া। তাঁদের দু’জনের প্রাপ্ত নম্বর হল ৬৯২। এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু’জন। অনন্যা দাশগুপ্ত ও দেবশিখা প্রধান মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।
আরও পড়ুন- WBBSE Class 10 Madhyamik results 2022: এই ওয়েবসাইট থেকে জানা যাবে মাধ্যমিকের ফলাফল
এবছরের মাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচিও। এবছর পরীক্ষার ৭৯ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ। মাধ্যমিকের প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। পর্ষদ সভাপতি জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। এই বছর পাশের হার দাঁড়িয়েছে ৮৬.০৬ শতাংশ। করোনা অতিমারীর পর এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল।
এবারও মাধ্যমিকে শহরকে ছাপিয়ে জেলার জয়জয়কার। সাফল্যের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। পূর্ব মেদিনীপুরের ঠিক পরেই সাফল্যের হারে দ্বিতীয় উত্তরবঙ্গের কালিম্পং। এই জেলায় পাশের হার ৯৪.৭১ শতাংশ, এরপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশ, ঝাড়গ্রামে পাশের হার ৯২.০৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৯১.৯৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৭৮ ও মালদহে পাশের হার ৮৭.১১ শতাংশ।
জুন মাসের ১০ তারিখ ফল প্রকাশ উচ্চ-মাধ্যমিকের। বেলা ১১টা থেকে ফলপ্রকাশ করা হবে। এদিন বিদ্যাসাগর ভবন থেকেই অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হয়েছে রেজাল্টের খবর। পড়ুন বিস্তারিত
রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছে কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠী। কলকাতার মধ্যে সে-ই প্রথম। ভবিষ্যতে NASA-তে রিসার্চ করতে চায় শ্রুতর্ষি। পড়ুয়ার বাবা সরশুনা কলেজের ফিজিক্সের অধ্যাপক। পড়ুন বিস্তারিত
মাধ্যমিকে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল। কৃতী ছাত্র পেয়েছে ৬৯৩ নম্বর। ফেলুদার গল্প পড়তে ভালবাসে সে। আর কী বলল দেখুন। পড়ুন বিস্তারিত
http://www.wbresults.nic.in, wbbse.org, http://www.wbbse.wb.gov.in, wbresults.nic.in, http://www.exametc.com, Indiaresults.com, http://www.wbbse.org, wbbse.wb.gov.in, http://www.wbchse.nic.in, এই ওয়েবসাইটগুলি থেকে জেনে নিন মাধ্যমিকের ফল।
প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধাতালিকায় মোট ১১৪ জন পড়ুয়া রয়েছেন।
মাধ্যমিকে এবার সার্বিকভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মালদহের গাজোল আদর্শবাণী হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। মেয়েদের মধ্যে কৌশিকীই এবার মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছেন। পড়ুন বিস্তারিত
এবছর মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানে রয়েছেন মোট ১০ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৭।
এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পাশ করেছেন। কোনও ফলই অসম্পূর্ণ নেই। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। পড়ুন বিস্তারিত
মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন মোট ৬ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৮।
মাধ্যমিকে চতুর্থ হয়েছেন মোট চারজন। চারজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।
মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অনন্যা দাশগুপ্ত ও দেবশিখা প্রধান। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১।
এবছর মাধ্যমিক পরীক্ষায় নবম স্থানে রয়েছেন মোট ১৫ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৫।
এবছর মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানে রয়েছেন মোট ৪০ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৪।
এবছর মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানে রয়েছেন মোট ২২ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৬।
এবারের মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এছাড়াও কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, ও কলকাতায় মাধ্যমিকে পাশের হার ৯৪ শতাংশেরও বেশি। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় এবছর মাধ্যমিকে পাশের হার ৯১.৯৮ শতাংশ। এরই পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। জঙ্গলমহলের ঝাড়গ্রামে এবারের মাধ্যমিকে পাশের হার ৯২.৫৯ শতাংশ।
ঝাড়গ্রামের পৌলমী বেরা পঞ্চম স্থানে। চতুর্থ পাঠভবন স্কুলের শ্রুতর্শি ত্রিপাঠী।
কৌশিকি সরকার এবং রৌনক মন্ডল যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯২।
মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘোড়াই। মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মন্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩।
কলকাতা, কালিম্পং ও পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪ শতাংশের বেশি।
প্রায় ১১ লক্ষ পড়ুয়া এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯ শতাংশের বেশি।
পর্ষদের ইতিহাসে এই প্রথম এত বিপুল সংখ্যক পরীক্ষা দিয়েছে। ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৯০৭ জন। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।
পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি, তারপর রয়েছে কালিম্পং।
এবছর মাধ্যমিক শুরু হয় ৭ই মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ই মার্চ।