Advertisment

West Bengal Madhyamik Result 2024: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়, কোন বিষয়ে কত নম্বর পেলেন ফার্স্ট বয়?

Madhyamik First Boy Marksheet: এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। সাড়াজাগানো এই সাফল্যের শিখর স্পর্শ করে এবার আগামীর লক্ষ্যে এগোতে প্রত্যয়ী প্রতিভাবান এই পড়ুয়া। মাধ্যমিক পরীক্ষায় এবার প্রথম দশে রয়েছেন মোট ৫৭ জন। দশম শ্রেণির এই পরীক্ষায় এবার রাজ্যজুড়ে পাশের হার ৮৬.৩১ শতাংশ। পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং জেলা। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। এবছর মাধ্যমিকে পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে শহর কলকাতা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
west bengal madhyamik result 2024 wbbse wb 10th result first boy chandrachur sen marksheet

West Bengal Madhyamik Result 2024: এবছর মাধ্যমিকে রাজ্যে প্রথম চন্দ্রচূড় সেন।

West Bengal 10th Result 2024: প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফল (Madhyamik Result 2024)। এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের (Cooch Behar) রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন (Chandrachur Sen)। দুরন্ত এই ফল করে মাধ্যমিকে বাংলার সেরা হয়েছে এই কৃতী কিশোর। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন প্রতিভাবান চন্দ্রচূড়?

Advertisment

এবারের মাধ্যমিকেও দুরন্ত ফল জেলার স্কুলগুলির। ফি বারের মতো এবারও নজরকাড়া সাফল্যের শিখর ছুঁয়েছেন জেলার ছেলেমেয়েরা। মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন চন্দ্রচূড়। প্রতিভাবান এই ছাত্রের মোট প্রাপ্ত নম্বর ৬৯৩। কোন কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন চন্দ্রচূড় সেন?

ফার্স্ট বয়ের মার্কশিট:

চন্দ্রচূড় সেন প্রথম ভাষা বাংলায় পেয়েছেন ৯৯। দ্বিতীয় ভাষা ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯। অঙ্কে তিনি একশোয় ১০০ পেয়েছেন। পদার্থ বিদ্যায় চন্দ্রচূড় সেনের প্রাপ্ত নম্বর ৯৭। জীবন বিজ্ঞানেও একশোয় ১০০ পেয়েছেন মাধ্যমিকের ফার্স্ট বয়। ইতিহাসে তিনি পেয়েছেন ৯৮। ভূগোলে তাঁর প্রাপ্ত নম্বর ১০০।

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2024 Toppers List: মাধ্যমিকে সেরার সেরা হয়ে বাংলায় প্রথম চন্দ্রচূড়, কৃতী ছাত্রের ভবিষ্যত লক্ষ্য জানেন?

আরও পড়ুন- Madhyamik 2024 Kolkata Topper: মাধ্যমিকে কলকাতায় প্রথম সোমদত্তা সামন্ত, সাফল্যের নেপথ্যের জার্নিটা চমকে দেওয়ার মতোই!

এমন নাজরকাড়া ফল করেও পা মাটিতেই রয়েছে প্রতিবাবান এই ছাত্রের। নজিরবিহীন এই সাফল্যের শিখর স্পর্শ করে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কোচবিহারের এই ছাত্র। চন্দ্রচূড়ের কথায়, "আমি মেডিক্যাল লাইনে পড়াশোনা করতে চাই। চিকিৎসক হওয়াই আমার লক্ষ্য। ভালো রেজাল্টের কৃতিত্ব বাবা-মা শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে চাই। আরও পথ চলা বাকি। এর জন্য নিজেকে প্রস্তুত করাই লক্ষ্য। প্রথম পাঁচে থাকব এটা ভেবেছিলাম।"

আরও পড়ুন- Madhyamik Result 2024 Toppers: এবারের মাধ্যমিকে প্রথম দশে কারা? ঝটপট দেখুন সম্পূর্ণ মেধাতালিকা

এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩১ শতাংশ। মেধাতালিকায় (Madhyamik 2024 Result Merit List) প্রথম দশে রয়েছেন মোট ৫৭ জন কৃতী পড়ুয়া। মেধাতালিকায় ছেলেদের সংখ্যা ৪৫ জন ও মেয়েদের সংখ্যা ১২ জন।

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2024 Toppers List: মাধ্যমিকে অবিশ্বাস্য ফল জেলার, আপনার জেলায় সেরার সেরা কারা? সবচেয়ে বেশি কৃতী কোন জেলার?

Board Exam West Bengal Madhyamik Result 2024 board result
Advertisment