scorecardresearch

মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগেও ‘দুর্নীতি’, হাইকোর্টের বিরাট নির্দেশে তোলপাড়

এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধেও নিয়োগে দুর্নীতির অভিযোগ।

west bengal madrasa service commission scam highcourt order
এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগেও দুর্নীতির অভিযোগ।

এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধেও নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় কাণ্ড পড়ে গিয়েছে। এসএসসি, প্রাথমিক টেটের পর এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। অভিযোগের গুরুত্ব বুঝে পরীক্ষার উত্তরপত্র সেন্ট্রাল ফরেন্সিক টিম দিয়ে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের।

এসএসসি, প্রাথমিক টেটের পর এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগেও দুর্নীতির অভিযোগ জমা পড়ল কলকাতা হাইকোর্টে। এক চাকরিপ্রার্থী মাদ্রাসা সার্ভিস কমিশনের উত্তরপত্র বিকৃত করার অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেও কড়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে মামলাকারীর উত্তরপত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

জানা গিয়েছে, ২০২১-এর ১৭ জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। পরীক্ষার পর ১১ অগাস্ট তার ফল ঘোষণা হয়। পরে তথ্য জানার অধিকার আইনে পরীক্ষার উত্তরপত্র দেখেন মামলাকারী। তাঁর দাবি, তাঁর উত্তরপত্রে একটি প্রশ্নের উত্তর ভুল বলে দেখানো হয়েছে। যদিও তাঁর দাবি, তিনি ওই উত্তর লেখেননি। যে কালির পেনে তিনি পরীক্ষা দিয়েছেন সেটাও আদালতে জানান মামলাকারী। এরপরেই পরীক্ষার উত্তরপত্রের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- অনুব্রতকে ঝেড়ে ফেলার প্রক্রিয়া শুরু! ক্ষমতা খর্ব হতেই নয়া জেলা সভাপতির জল্পনা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে আবারও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এল। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে অভিযুক্ত হয়ে ইতিমধ্যেই শ্রীঘরে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে রেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। এসএসসি দুর্নীতির তদন্তে নেমে চোখ কপালে উঠেছে ইডির। চাকরি বিক্রির টাকায় পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- ‘সবার আত্মসম্মান আছে, যা ইচ্ছে তাই করা যায় না’, BJP-কে ধুয়ে দিলেন ফিরহাদ

এসএসসির চাকরি দুর্নীতিতে পার্থ-অর্পিতার পাশাপাশি গ্রেফতার হয়েছেন সংস্থার প্রাক্তন উপদেষ্টা ও সচিব। চাকরি দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। এরই পাশাপাশি প্রাইমারি টেটেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। প্রাথমিকে নিয়োগে কাঠগড়ায় অপসারিত প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে তাঁর কোনও খোঁজ নেই। মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিশ পর্যন্ত জারি করেছে সিবিআই।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal madrasa service commission scam highcourt order