Advertisment

কোভিড পরিস্থিতিতে ভার্চুয়াল শপথ একাধিক মন্ত্রীর, আজই দফতর বন্টন মমতার

রাজ্যের মন্ত্রীপদে ভার্চুয়ালে শপথ অমিত মিত্র, ব্রাত্য বসু, রথীন ঘোষেরা। এমন ঘটনা এই প্রথম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিপুল ভোটে জয়ের পর তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। ৫ মে মুখ্যমন্ত্রীপদে শপথগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শপথ নিল মমতার মন্ত্রিসভার সদস্যরা। মোট ৪৩ জন জয়ী প্রার্থীরা এদিন শপথ নিলেন। এর মধ্যে রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী।

Advertisment

কোভিড আবহে খুব সংক্ষিপ্তভাবে সম্পন্ন হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। একসঙ্গে শপথ নিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। কোভিড বিধি মেনে এক সঙ্গেই শপথ নিলেন মন্ত্রীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যপালের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন মন্ত্রীরা। রাজ্যের মন্ত্রীপদে ভার্চুয়ালে শপথ অমিত মিত্র, ব্রাত্য বসু, রথীন ঘোষেরা। এমন ঘটনা এই প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হচ্ছেন। ৭ জন সংখ্যালঘু বিধায়কও মন্ত্রী হচ্ছেন।

রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নবান্ন সভাঘরে পৌঁছছেন নতুন মন্ত্রীরা। এখানে হবে নয়া মন্ত্রিসভার বৈঠক হবে। বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন হবে এমনটাই সূত্রের খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Mamata Government tmc
Advertisment