Advertisment

পরিচয় ভাঁড়িয়ে, চাকরি চেয়ে গ্রেফতার 'মুখ্যমন্ত্রীর আত্মীয়'

এক সরকারি কর্মীর কাছে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বলে পরিচয় দেন ওই ব্যক্তি। অভিযুক্তের নাম তরুণ কুমার বসু। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিচয় ভাঁড়িয়ে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় দাবি করে জালিয়াতির দায়ে গ্রেফতার হলেন বছর আটান্নর এক ব্যক্তি। এক বেকার যুবককে চাকরি পাইয়ে দিতে হবে, এই দাবিতেই এক সরকারি আমলার কাছে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বলে পরিচয় দেন অভিযুক্ত তরুণ কুমার বসু।

Advertisment

বিধাননগর কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার) অমিত জাভালগি বলেন, "মুখ্যমন্ত্রীর নাম ভাঁড়িয়ে প্রতারণার জাল বিছিয়েছিলেন ওই ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই নিজেকে মুখ্যমন্ত্রীর আত্মীয় বলে দাবি করে তৃতীয় এক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন অভিযুক্ত তরুণ কুমার বসু। লাগাতার তিন মাস ধরে চাকরি চেয়ে ওই সরকারী কর্মীকে চাপ দিচ্ছিলেন ওই ব্যক্তি।"

আরও পড়ুন: দুর্দিনের কর্মীদের দলে টেনে আনুন, নাহলে আমি আনব: মমতা

পুলিশ সূত্রে খবর, গত ১৫ নভেম্বর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আচার্য সদন বিধাননগর সাইবার পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। এরপরই গত শুক্রবার তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বর্ধমানের বাসিন্দা তরুণ কুমার বসুকে। ভারতীয় দন্ডবিধির ৪৬৪, ৪১৯ এবং ৫০০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, ওই ব্যক্তির নামে প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে। বেশ কিছু ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার নথি-সহ অন্যান্য বেশ কিছু জাল নথিও উদ্ধার করা হয়েছে তাঁর কাছ থেকে।

Read the full story in English 

Mamata Banerjee government of west bengal
Advertisment