বাংলার জন্য আবারও সুখবর। সব কিছু ঠিকঠাক থাকলে এবার আরও একটি নতুন রুটে চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রের খবর, এবার হাওড়া-পুরী রুটে চালু হতে পারে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস। তবে এব্যাপারে রেলের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
আবারও একটি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে বাংলা। রেল সূত্রে জানা গিয়েছে, এবার হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হতে পারে। গত ৩০ ডিসেম্বর থেকে এরাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। যদিও বন্দে ভারত নিয়ে ঘটনার ঘনঘটার শেষ নেই।
একাধিকবার সেমি হাইস্পিড এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। শাসক-বিরোধী নেতাদের অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হয়েছে বাংলার রাজনীতি। ঠিক এই আবহেই এরাজ্য থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালুর সম্ভাবনার খবরে জোর চর্চা তৈরি হয়েছে।
আরও পড়ুন- টানা সাড়ে তিনশো কবিতা গড়গড়িয়ে পাঠ, বিষ্ময় কীর্তিতে ‘বিশ্বজয়’ খুদেকন্যার
রেল সূত্রের খবর, গত ৩০ ডিসেম্বর এরাজ্য থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালুর পর থেকে আরও একটি নতুন রুটে সেমি হাই স্পিড এই ট্রেন চালানোর পরিকল্পনা শুরু হয়। হাওড়া-রাঁচি এবং হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা নিয়ে আলোচনা শুরু হয়। তবে শেষমেশ হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাই পাকা হয়েছে বলে রেল সূত্রের খবর।
আরও পড়ুন- হাতেখড়ি সেরেই কেন দিল্লিতে রাজ্যপাল? কুণালের টুইটে জোর চর্চা!
আগামী ফেব্রুয়ারি মাসে হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যেতে পারে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির কথা। অল্প দিনের মধ্যেই ওই কোচ তৈরির পর ট্রায়ালের জন্য ট্র্যাকে নামানো হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসেই হাওড়া-পুরী রুটে চালু হয়ে যেতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।