শাসক দলের বিধায়কের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী। বৃহস্পতিবার রাতেই দমকলমন্ত্রী সুজিত বসুর দেহে করোনার জীবাণু রয়েছে বলে লালারসের নমুনা পরীক্ষায় ধরা পড়েছে। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন মন্ত্রী।
জানা গিয়েছে, কয়েক দিন আগে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত হন। এরপর নির্দিষ্ট বিধি মেনে মন্ত্রী এবং তাঁর পরিবারের সবার লালারসের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবারই সেই পরীক্ষার রিপোর্ট মেলে। রিপোর্টে দেখা যায়, রাজ্যের প্রভাবশালী ওই মন্ত্রী সহ তাঁর পরিবার অন্য দুই সদস্যও কোভিড পজিটিভ। তবে মন্ত্রীর শরীরে করোনার কোনও উপসর্গই ধরা পড়েনি। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। গত কয়েকদিনে দিনে মন্ত্রীর সংস্পর্শে যারা এসেছেন, তাঁদেরও কনট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে খোঁজ করা হচ্ছে।
এর আগে শাসক দলের এক বিধায়কও করোনার সংক্রমিত হয়েছেন। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ ২৪ পরগনার ওই তৃণমূল বিধায়কের কয়েকজন ঘনিষ্ট জনের লালারসেও করোনা মিলেছে।
এদিকে বৃহস্পতিবার বাংলায় এক ধাক্কায় করোনার সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যা এরাজ্যে একদিনে সংক্রমণের নিরিখে সর্বাধিক। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪৪ জনের শরীরে কোভিড ১৯ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২২৩।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন