West Bengal Monsoon: বাংলায় প্রবেশের পর থেকেই দাপুটে ইনিংস খেলা শুরু করেছে বর্ষা। বুধ-বৃহস্পতিবার ঝোড়ো ব্যাটিংয়ের পর শুক্রবারও দাপট বজায় থাকবে রাজ্যে এমনটাই জানান হল হাওয়া অফিসের তরফে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।
এদিকে, বাড়ছে নদীর জলস্তরও। নিম্মচাপ অক্ষরেখার জেরে ঘূর্ণাবর্ত আবহ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সমুদ্র উত্তাল থাকায় আজ, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বাংলার আকাশে সঞ্চার হচ্ছে বজ্রগর্ভ মেঘের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য-জুড়েই।
টানা বৃষ্টিতে রাজ্যে পারদ পতন হয়েছে উল্লেখযোগ্য হারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮%, ন্যূনতম ৮৭%।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন