Advertisment

Weather Today: নিম্মচাপের দাপট বাড়ছে রাজ্যে! বৃষ্টি বিপর্যয় আরও বৃদ্ধির পূর্বাভাস

Kolkata,West Bengal Monsoon Forecast June 19, 2021: হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি রয়েছে গোটা রাজ্যজুড়ে। তবে এখনই রেহাই নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Monsoon, IMD, rainfall, Kerala coast, Yaas, -South-West Wind

গোটা বঙ্গে বর্ষার আমেজ।

West Bengal Monsoon Forecast: কমতি নেই, বরং শুক্রবার রাত থেকেই প্রবল বর্ষণে ফের বিপর্যস্ত হওয়ার পথে বাংলা। নিম্মচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া দাপটে ক্রমশ বাড়বে বৃষ্টি, এমনটাই জানান হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি রয়েছে গোটা রাজ্যজুড়ে। তবে এখনই রেহাই নেই।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত, তা নিম্নচাপে পরিণত হয়ে বিহার ও উত্তরপ্রদশের ওপর অবস্থান করছে। তার জেরে, শনি-রবি রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।

আরও পড়ুন, কমছে দৈনিক সংক্রমণ, নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যাও, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হার

তবে উত্তরবঙ্গে এই বৃষ্টির দাপট বাড়বে অনেকটাই। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে জারি হয়েছে হলুদ সতর্কতা।

বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকার জন্য মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। টানা বৃষ্টির জেরে এমনিতেই জলমগ্ন হয়েছে কলকাতা। আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report weather update weather today Weather Forecast West Bengal Weather Forecast
Advertisment