West Bengal Monsoon Update: মঙ্গলবার রাতভর বৃষ্টি কলকাতা-সহ দুই ২৪ পরগনায়। বুধবার সকালেও মেঘলা আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। রাজ্যজুড়ে সপ্তাহভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই এই বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন কলকাতা-সহ ১১টি জেলায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে। বৃষ্টি চলবে কখনও হালকা আবার কখনও মাঝারি। মঙ্গলবার রাত থেকে নাগাড়ে কলকাতায় মাঝারি বৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ বেশি। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন