Advertisment

করোনা তহবিলে মুক্ত হস্তে দান সাংসদ-বিধায়কদের

উন্নয়ন তহবিল থেকে সিপিএমের বিধায়করা দিয়েছেন আড়াই কোটি টাকার ওপর। রাজ্যের কংগ্রেস বিধায়করা দিচ্ছেন ১ লক্ষ টাকা করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনায় অর্থ সাহায্য সাংসদদের। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

করোনা মোকাবিলায় বিজেপির ১৪ জন সাংসদ ও একজন বিধায়ক নিজেদের উন্নয়ন তহবিল থেকে মোট ১০কোটি ১০ লক্ষ টাকা প্রদান করেছে। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া স্থানীয় উন্নয়ন তহবিল থেকে দিয়েছেন ১কোটি ৬০ লক্ষ টাকা। উন্নয়ন তহবিল থেকে সিপিএমের বিধায়করা দিয়েছেন আড়াই কোটি টাকার ওপর। রাজ্যের কংগ্রেস বিধায়করা দিচ্ছেন ১ লক্ষ টাকা করে। করোনা তহবিলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ১ কোটি টাকা।

Advertisment

বঙ্গ বিজেপি জানিয়েছে, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ার সুভাষ সরকার, বনগাঁর শান্তনু ঠাকুর এমপি তহবিল থেকে করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে ১ কোটি করে টাকা দিয়েছেন। এছাড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৮০ লক্ষ, মালদা উত্তরের খগেন মুর্মু ৭০ লক্ষ টাকা দিয়েছেন। দলের অন্যান্য সাংসদদের মধ্যে ৫০ লক্ষ টাকা দিয়েছেন ঝাড়গামের কুনার হেমব্রম, পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাতো, কোচবিহারের নিশীথ প্রামানিক, আলিপুরদুয়ারের জন বার্লা, দার্জিলিংয়ের রাজু বিস্তা, রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ির জয়ন্ত রায়। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৩০ লক্ষ, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা তামাং২০ লক্ষ টাকা দিয়েছেন। দলের ১৪ জন সাংসদ ও ১ জন বিধায়ক করোনা তহবিলে স্থানীয় প্রশাসনকে মোট ১০ কোটি ১০লক্ষ টকা প্রদান করেছেন।

সিপিএমের ২৮ জন বিধায়ক ১০ লক্ষ টাকা করে দিচ্ছেন করনো মোকাবিলায়। বৃহস্পতিবার দলের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "বিধায়কদের কাছে আবেদন করেছিলাম করোনা প্রতিরোধে উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে অর্থ প্রদান করতে। ইতিমধ্যে
পান্ডুয়ার বিধায়ক আমজাদ হোসেন, বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী। নানুরের বিধায়ক শ্যামলী প্রধান, পূর্বস্থলীর বিধায়ক প্রদীপ সাহা, দুর্গাপুর পূর্ব সন্তোষ দেবনাথ, কামারহাটি মানস মুখোপাধ্য়ায়, রানাঘাটের রমা বিশ্বাস টাকা দিচ্ছেন।"

ইতিমধ্যে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধায়ক নেপাল মাহাত সহ কয়েকজন কংগ্রেস বিধায়ক জেলাশাসককে অর্থ প্রদানের কথা জানিয়ে দিয়েছেন। এদিন আব্দুল মান্নান বলেন, "লিখিত ভাবে এখন বিধানসভায় কংগ্রেসের ৩৯ জন বিধায়ক রয়েছেন।" প্রত্য়েকের কাছেই আবেদন রেখেছি ১০ লক্ষ টাকা করে দিতে। অন্য় দিকে রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য করোনা মোকাবিলায় তাঁর উন্নয়ন তহবিল থেকে দিয়েছেন ৩০ লক্ষ টাকা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনা তহবিলে ১ কোটি টাকা দিয়েছেন।

west bengal politics coronavirus
Advertisment