Advertisment

West Bengal News Highlights on 9 July 2021: নন্দীগ্রামে তৃণমূল নেতা খুনে ধৃত মূল অভিযুক্ত, বিজেপির কর্মী বলে দাবি শাসকদলের

West Bengal News Highlights on 9 July 2021: এক নজরে দেখে নিন রাজ্যের সব খবরের আপডেট

author-image
IE Bangla Web Desk
New Update
TMCP attacked in MBB college at tripura accused ABVP

প্রতীকী ছবি

West Bengal News Highlights on 9 July 2021: ভোটের সময় নন্দীগ্রামে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মান্না খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত রাধাকান্ত দাস ওরফে মিঠুন। সিআইডির জালে ধরা পড়েছে ২৬ বছরের যুবক। তৃণমূলের দাবি, ধৃত সক্রিয় বিজেপি কর্মী।

Advertisment

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়। শুক্রবার মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তি রাজ্য সরকারের। অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের ক্ষেত্রে এসএসসির ভূমিকা সন্তুষ্ট আদালত। হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেলেন মামলাকারী চাকরিপ্রার্থীরা।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আদালতে স্বস্তি রাজ্যের। এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, পরে প্রয়োজন মনে করলে দেখা যাবে। এই মুহূর্তে রাজ্যের তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত।

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের। কাঁথি থানায় মামলা দায়ের করেন মৃত শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। মামলার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে কাঁথি থানার পুলিশ।

ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমান। বাড়িতে রাখা মজুত বোমা ফেটে এই বিস্ফোরণ হয় বলে খবর।

এদিকে, ভারী বৃষ্টিপাত না হলেও মেঘাচ্ছন্ন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছে।

কলকাতা পুরসভার উদ্যোগে এবার চালু হচ্ছে ‘দুয়ারে কেএমসি’। দুয়ারে সরকারের মতোই পুরওয়ার্ড ভিত্তিক শিবির করে এই কর্মসূচি চলবে। বড় আবাসন গুলিতে পুরকর্মীরা গিয়ে কাজ করবেন। বিভিন্ন কাজে আর পুরসভা ছুটতে হবে না।

পয়লা জুলাই থেকে বাসের মতো গণপরিবহণে সরকার ছাড় দিলেও অনেক বাস নামেনি পথে। আর্থিক অনটনে পড়েছিলেন দক্ষিণ কলকাতার বাস চালক রঞ্জিত।সেই কথা কয়েকজন সহকর্মীকেও বলেছিলেন তিনি। সেই অবসাদেই সম্ভবত আত্মহত্যা। চালকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Jul 09, 2021 21:27 IST
    নন্দীগ্রামে তৃণমূল নেতা খুনে ধৃত মূল অভিযুক্ত

    ভোটের সময় নন্দীগ্রামে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মান্না খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত রাধাকান্ত দাস ওরফে মিঠুন। সিআইডির জালে ধরা পড়েছে ২৬ বছরের যুবক। তৃণমূলের দাবি, ধৃত সক্রিয় বিজেপি কর্মী।



  • Jul 09, 2021 21:16 IST
    ২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বেরলো নাকছাবি

    ২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বেরলো নাকছাবি। এসএসকেএম হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার। মুর্শিদাবাদ থেকে ওই সদ্যোজাতকে ভর্তি করা হয় এসএসকেএমে। এখন সুস্থ আছে নবজাতক।



  • Jul 09, 2021 19:10 IST
    বেসুরোদের অন্য গাছের ছাল বলে তুলোধোনা দিলীপের

    বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অনেক দলীয় নেতা-কর্মীই বেসুরো। বিশেষ করে দলবিরোধী মন্তব্য করতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীদের। বেসুরো নেতাদের ফের আক্রমণ করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বেসুরোদের অন্য গাছের ছালের সঙ্গে তুলনা করলেন মেদিনীপুরের সাংসদ।



  • Jul 09, 2021 19:08 IST
    মুকুলের পিএসি চেয়ারম্যান পদ নিয়ে তোপ শুভেন্দুর

    পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়। বিধানসভায় এই ঘটনার প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “অধ্যক্ষ তাঁর ক্ষমতাবলে মুকুল রায়কে পিএসি কমিটির চেয়ারম্যান করেছেন। এক্ষেত্রে পুরনো সমস্ত রীতিনীতি ও প্রথা ভাঙা হয়েছে।”



  • Jul 09, 2021 17:59 IST
    বিধানসভার পিএসি-র চেয়ারম্যান মনোনীত হলেন মুকুল রায়

    বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়। শুক্রবার মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।



  • Jul 09, 2021 17:55 IST
    ইসলামপুরে চা বাগান দখল ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধ বালক

    ইসলামপুরে চা বাগান দখল ঘিরে সংঘর্ষ, চলল গুলি। চা পাতা তোলা ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ বালক। গুরুতর জখম অবস্থায় বালককে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।



  • Jul 09, 2021 15:53 IST
    উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তি রাজ্য সরকারের

    উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তি রাজ্য সরকারের। অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের ক্ষেত্রে এসএসসির ভূমিকা সন্তুষ্ট আদালত। হাইকোর্টের নির্দেশে ধাক্কা খেলেন মামলাকারী চাকরিপ্রার্থীরা।



  • Jul 09, 2021 15:17 IST
    সল্টলেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

    উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউয়ের তালিকা ঘিরে ফের বিতর্ক। তালিকা নিয়ে চাকরিপ্রার্থীদের অসন্তোষ, সল্টলেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ। তালিকায় অসঙ্গতির অভিযোগে পুনরায় ভেরিফিকেশনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। বিষয়টি বিচারাধীন বলে আদালতেই মন্তব্য করবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।



  • Jul 09, 2021 14:11 IST
    ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আদালতে স্বস্তি রাজ্যের

    ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আদালতে স্বস্তি রাজ্যের। এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, পরে প্রয়োজন মনে করলে দেখা যাবে। এই মুহূর্তে রাজ্যের তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত।



  • Jul 09, 2021 13:28 IST
    শুভেন্দুর প্রাক্তন রক্ষীর রহস্যমৃত্যুতে খুনের মামলা রুজু

    শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের। কাঁথি থানায় মামলা দায়ের করেন মৃত শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। মামলার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে কাঁথি থানার পুলিশ।



  • Jul 09, 2021 10:56 IST
    বাড়িতে রাখা মজুত বোমা বিস্ফোরণ! ভয়ঙ্কর আহত তিন জন

    পূর্ব বর্ধমানে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বাড়িতে রাখা মজুত বোমা বিস্ফোরণে ভেঙে পড়ে। মাটির বাড়ি ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারের বাণেশ্বরপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে গ্রামবাসীরা তীব্র আওয়াজ শুনতে পান। পুলিশ জানায় লালচাঁদ নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটেছে। ধ্বংস স্তূপের নীচেই চাপা পড়ে যান লালচাঁদ ও তার বাবা মা। প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Jul 09, 2021 09:20 IST
    এক নজরে বাংলার বাজেট

    বাংলার জিডিপি, কোন খাতে কত অর্থ বরাদ্দ হল? দেখুন-



  • Jul 09, 2021 09:16 IST
    রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যার আপডেট দেখুন এক নজরে

    রাজ্যে একদিনে করোনা সংক্রমণ ফের হাজারের নিচে। মৃত্যু হয়েছে ১৭ জনের। একদিনে করোনায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় দেড় হাজার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২ জন ও উত্তর ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৯৫ জন। রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৪৯০ জন। রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৩ জনে।



  • Jul 09, 2021 08:57 IST
    মন্ত্রীত্ব ছাড়া নিয়ে তরজায় বাবুল-দিলীপ

    বাবুলের পদত্যাগ এবং তাঁর ফেসবুক পোস্ট ঘিরে বিজেপির অন্দরেই এবার বিতর্ক। বুধবার মন্ত্রিসভা থেকে পত্যাগের পর বাবুল সুপ্রিয় একটি ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টে লেখেন, ‘আমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তাই করেছি। ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে!’ দিলীপ ঘোষ বলেন, ’ওনাকে তাড়িয়ে দিলে ভালো হতো? ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ এমন লেখেন নি।‘



  • Jul 09, 2021 08:55 IST
    এক নজরে রাজ্যের আবহাওয়ার আপডেট

    আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত হতে পারে। প্রথম ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।



kolkata news weather west bengal politics West Bengal Weather Report
Advertisment