West Bengal News Highlights: মালদায় ফের শুটআউট, তৃণমূল বিধায়কের বাড়ির কাছেই চলল গুলি, আহত ১

West Bengal News Highlights 16 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights 16 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Malda Shoot Out: মালদায় ফের শুটআউট

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: মালদায় ফের চলল গুলি। এবারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল দুই রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক ব্যক্তি। মালদহের ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকার ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাই চার জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এই ঘটনার পর থেকে পলাতক।

Advertisment

মূল ভূতুড়ে ভোটার হচ্ছে মৃত ভোটার এমনই দাবি করে সেই ভূতুড়ে ভোটার ধরতে আসরে নামল বামেরা। রবিবার বামেদের বনগাঁ টাউন পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর। তিনি দাবি করেন, ভূতুড়ে ভোটার নিয়ে ভুল তথ্য দিচ্ছে তৃণমূল। আসল ভূতুড়ে ভোটার হচ্ছে মৃত ভোটাররা। বনগাঁ শহরের মোট ১০৮টি বুথের মধ্যে ৪২টি বুথে ৯৫৯ জন মৃত ভোটার তাঁরা খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, এই ভোটগুলি কাটার জন্য তাঁরা মহকুমা শাসকের কাছে তালিকা করে জমা দিয়েছিলেন কিন্তু সেই গুলি কাটেনি। ভোটের সময় তৃণমূল এই ভোটের সুবিধা নেয়। সেই কারণে ভোট গুলি কাটছে না তৃণমূল। 

হিন্দু ভোট'ই পাখির চোখ! রামনবমীর দিনে নন্দীগ্রামের সোনাচূড়াতে রামমন্দির নির্মাণ শুরু, বড় ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভায় ধর্মীয় মন্তব্যের পর ৬ এপ্রিল রামনবমীর দিন এক কোটি হিন্দুকে মাঠে নামার ডাক দিয়ে তোলপাড় ফেলেছিলেন শুভেন্দু। এবার বাংলায় অযোধ্যার রামমন্দিরের মত মন্দির নির্মাণের বিরাট ঘোষণা করে হিন্দুদের এক হওয়ার আহ্বান বিরোধী দলনেতার। 

  • Mar 16, 2025 18:19 IST

    West Bengal News Live: শহরে ফের ভেঙে পড়ল বহুতলের একাংশ, আহত ১ নির্মাণ কর্মী

    শহরে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ। দুর্ঘটনায় আহত ১। রবিবার দুপুরে দুর্ঘটনা ঘটে মুক্তারামবাবু স্ট্রিটে। দমকলের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছন। দুুপুর ৩.৪৫ মিনিট নাগাদ ওই বহুতলে তখন মেরামতির কাজ হচ্ছিল। বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে এক কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



  • Mar 16, 2025 18:15 IST

    West Bengal News Live: জল খাওয়ার বাহানায় বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার যুবক

    জল খেতে চাওয়ার বাহানা করে বাড়িতে একা পেয়ে মুখে সেলোটেপ লাগিয়ে দিয়ে এক গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানা এলাকার গোপালপুরে। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃতের নাম সমু লেট। তার বাড়ি একই থানার বড়শাল গ্রামে।



  • Advertisment
  • Mar 16, 2025 16:27 IST

    West Bengal News Live: ফের শুটআউট মালদায়, তৃণমূল বিধায়কের বাড়ির অদূরেই চলল গুলি, গুলিবিদ্ধ ১

    মালদায় ফের চলল গুলি। এবারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল দুই রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক ব্যক্তি। মালদহের ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকার ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাই চার জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এই ঘটনার পর থেকে পলাতক।



  • Mar 16, 2025 16:11 IST

    West Bengal News Live: দোলের দিন বেহালার বিখ্যাত স্কুলে দুঃসাহসিক চুরি

    বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে দোলের দিন দুঃসাহসিক চুরি। তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকা চুরির অভিযোগ। আজ, রবিবার সকালে স্কুলের কেয়ারটেকার এসে সবার আগে বিষয়টি জানতে পারেন। তিনি দেখেন, কোল্যাপসেবল গেট কাটা, পাঁচটি তালা ভেঙে ফেলা হয়েছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টস রুম লন্ডভন্ড। সবকিছু এলোমেলো অবস্থায় মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।



  • Mar 16, 2025 15:41 IST

    West Bengal News Live: শাহি বঙ্গ সফরের আগেই বিজেপির রাজ্যসভাপতি চূড়ান্ত?

    কে হতে চলেছেন রাজ্যে বিজেপি সভাপতি? সেই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাজ্যে বিজেপি সভাপতি নির্বাচনে বিজেপির কোর কমিটির বৈঠকে হাজির সুনীল বনশল,সুকান্ত মজুমদার,অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা। আগেই ২৫ জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। নাকি ১৮ সাংগঠনিক জেলার সভাপতি নিয়ে আজ চূড়ান্ত আলোচনা।



  • Mar 16, 2025 15:21 IST

    West Bengal News Live: এবার ভূতুড়ে ভোটার ধরতে আসরে নামল বামেরা

    মূল ভূতুড়ে ভোটার হচ্ছে মৃত ভোটার এমনই দাবি করে সেই ভূতুড়ে ভোটার ধরতে আসরে নামল বামেরা। বরিবার বামেদের বনগাঁ টাউন পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর। তিনি দাবি করেন, ভূতুড়ে ভোটার নিয়ে ভুল তথ্য দিচ্ছে তৃণমূল। আসল ভূতুড়ে ভোটার হচ্ছে মৃত ভোটারা। বনগাঁ শহরের মোট ১০৮টি বুথের মধ্যে ৪২টি বুথে ৯৫৯ জন মৃত ভোটার তাঁরা খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, এই ভোটগুলি কাটার জন্য তাঁরা মহকুমা শাসকের কাছে তালিকা করে জমা দিয়েছিলেন কিন্তু সেই গুলি কাটেনি। ভোটের সময় তৃণমূল এই ভোটের সুবিধা নেয়। সেই কারণে ভোট গুলি কাটছে না তৃণমূল। 



  • Mar 16, 2025 13:59 IST

    West Bengal News Live: পাক নিরাপত্তা বাহিনীর কনভয়ে নৃশংস হামলা বালোচ বিদ্রোহীদের, নিহত বহু

    জাফর এক্সপ্রেসের পর ফের নৃশংস হামলা বালোচ বিদ্রোহীদের। ফের নিশানায় পাকিস্তানের সেনা। পাকিস্তানের কোয়েটা থেকে তাফতান যাওয়ার পথে পাক সেনার কনভয়ে হামলা চালানো হয়েছে। এই হামলায় ৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে বালোচিস্তান লিবারেশন আর্মির দাবি, প্রায় ৯০ জন পাকিস্তান সেনা নিহত হয়েছে এই হামলায়।



  • Mar 16, 2025 13:51 IST

    West Bengal News Live: বাড়ির অমতে ভিন জাতে বিয়ে! জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা

    পরিবারের অমতে প্রেম করেছে মেয়ে। তাই মেয়ে জীবিত থাকতেও তাঁর শ্রাদ্ধ করলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের মেয়ে ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করায় তাঁরা গভীরভাবে মর্মাহত হয়েছেন। তাঁদের মতে, মেয়ের কারণে তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানে তাঁরা মেয়েকে মৃত বলে গণ্য করে আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। একইশঙ্গে মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন।



  • Mar 16, 2025 12:38 IST

    West Bengal News Live: বিজেপিকে তোপ কল্যাণের

    একদিকে যখন হিন্দুদের এককাট্টা করতে আসরে বিজেপি, তখনই গেরুয়া শিবিরকে নিশানা শাসক সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'এরা মুখোশধারী। হিন্দু হিন্দুতে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, মুখোশধারীদের মুখোশ খুলে মাটিতে শুইয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে', বলেই বিজেপিকে নিশানা করেন বর্ষীয়ান সংসদ।



  • Mar 16, 2025 12:07 IST

    West Bengal News Live: নিহত ভারতের এক নম্বর শত্রু? জোর চর্চা

    ভারতের এক নম্বর শত্রু হাফিজ সাইদ আবু কাতালের সাথে ছিল, হামলার পর থেকে নিখোঁজ। লস্কর প্রধানও কী টার্গেট? 

    লস্কর-ই-তৈয়বার মাস্টার মাইন্ড আবু কাতাল পাকিস্তানে নিহত হয়েছেন। যখন তাকে গুলি করে হত্যা করা হয়, তখন হাফিজ সাঈদও তার সাথে ছিলেন বলেই খবর। ঘটনার পর থেকেই নিখোঁজ তিনি।

    ধারণা করা হচ্ছে, তার উপর হামলার আশঙ্কায় তিনি আত্মগোপন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু নিয়েও শুরু হয়েছে জোর তরজা। তবে কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমের মতে, হাফিজ সাইদ নিরাপদে আছেন এবং তিনি লাহোরে আছেন।



  • Mar 16, 2025 11:42 IST

    West Bengal News Live: হিন্দু ভোট এক কাট্টা করতে মরিয়া বিজেপি

    ২৬- এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা, 'হিন্দু হিন্দু ভাই ভাই, ২৬ এ বিজেপিকেই চাই', চুঁচুড়া শহর জুড়ে ছেয়ে গিয়েছে বিজেপির পোস্টারে।



  • Mar 16, 2025 11:01 IST

    West Bengal News Live: আমেরিকায় ঝড়ের তাণ্ডব, ৩২ জনের মৃত্যু,

     আমেরিকায় ঝড়ের তাণ্ডব, ৩২ জনের মৃত্যু, মিসৌরি ও টেক্সাসে সবচেয়ে বেশি ক্ষতি। ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড়ে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুসারে, প্রবল ঝড়ে অনেক মানুষ আহতও হয়েছেন।



  • Mar 16, 2025 09:59 IST

    West Bengal News Live: বাঘের মৃত্যু

    বেশ কিছুদিন অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যু হল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের এক বাঘের। সূত্রের খবর মৃত বাঘের নাম সোহান। প্রায় বছর একুশ বয়স হয়েছিল বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এরপরেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বন দফতর সূত্রের খবর, গত কয়েকদিন ধরে কিছুই খাচ্ছিল না সে। তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছিল। বার্ধক্য জনিত কারনেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান বন কর্মীদের। পশু চিকিৎসকরা বাঘের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে কোন তথ্যই বন দফতরের তরফ থেকে দেওয়া হয়নি।



  • Mar 16, 2025 09:58 IST

    West Bengal News Live: অটোয় গাছ, আহত বেশ কয়েকজন

    যশোর রোড,বিরা থেকে বারাসাত গামী একটি অটোর উপর আচমকায় শনিবার বিকেলে একটি বড় মেহগনি গাছ উপড়ে পড়ে বেশ কয়েকজন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে, বারাসাত জগদিঘাটা কাজীপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশোর রোডের পাশেই ড্রেন মেরামতির কাজ হচ্ছিল তার জেরে মাটি আলগা হয়ে গিয়েছিল গাছের গোড়ার। আর তা থেকেই এই বিপত্তি। গাছের নিচে চাপা পড়া যাত্রীদের তৎক্ষণাৎ উদ্ধার করে বারাসাত সরকারি হাসপাতালে পাঠায় এলাকার স্থানীয় মানুষজন। একেবারে রাস্তার মাঝ বরাবর গাছ উপড়ে পড়ায় যানচলাচল থমকে গিয়েছে ৩৫ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এসে প্রায় দের ঘণ্টা যুদ্ধ কালীন তৎপরতায় গাছ সারতে সক্ষম হয়।



  • Mar 16, 2025 07:33 IST

    West Bengal News Live: চরম বিপাকে হাসিনা

    ঢাকার একটি আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন 'সুদাসদন' এবং তার পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট। আপনাকে জানিয়ে রাখি যে দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে ডাকার একটি আদালত। একই সঙ্গে শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্য যেমন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী সহ রাদওয়ান মুজিবুর সিদ্দিকীর সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ।



  • Mar 16, 2025 07:32 IST

    West Bengal News Live: ইউনূসকে চাইছে না বিএনপি, তড়িঘড়ি ভোট চাইছে খালেদা জিয়ার দল

    জল্পনা চলছে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশের নতুন সরকার নির্বাচিত হবেন। রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে আলোচনায় বিএনপি এই দাবি করেছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে যত তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচনের দাবি জানিয়েছে। 



  • Mar 16, 2025 07:31 IST

    West Bengal News Live: অমৃতসরে মন্দিরে বোমা হামলার ঘটনায় আইএসআই যোগ?

    অমৃতসরে মন্দিরে বোমা হামলার ঘটনায় আইএসআই যোগের সন্দেহ। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। শুক্রবার গভীর রাতে অমৃতসরের একটি মন্দিরে ঘটে যাওয়া বিস্ফোরণের পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগসূত্র থাকার সন্দেহ পাঞ্জাব পুলিশের। ইতিমধ্যে সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। ত্তার ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। অন্যদিকে বিরোধী দল পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন যে অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।



  • Mar 16, 2025 07:30 IST

    West Bengal News Live: বন্ধ ইন্টারনেট, বীরভূমের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১

    রঙ খেলাকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র  বীরভূম। হিংসার ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ১৪ মার্চ (শুক্রবার) থেকে ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত সাঁইথিয়া শহরের অনেক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখনও পর্যন্ত হিংসার ঘটনায় পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হিংসার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন  আহত হয়েছেন। তথ্য অনুযায়ী, গুজব এবং অবৈধ কার্যকলাপ রোধে সাঁইথিয়া শহরের অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস-ওভার-ইন্টারনেট টেলিফোন পরিষেবা স্থগিত করা হয়েছে। 



abhishek banerjee Suvendu Birbhum