West Bengal News Highlights: মাত্র এক বছরে গুণমান পরীক্ষায় ব্যর্থ হাজার খানেক ওষুধ, সিংহভাগই বাংলার নামী ব্র্যান্ডের

West Bengal News Highlights Today 9 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Coronavirus India Updates: ভারতে কমল করোনাবৃদ্ধির হার , ফের হাইড্রক্সিক্লোরোকুইন চালুর নির্দেশ হু-র

মাত্র এক বছরে গুণমান পরীক্ষায় ব্যর্থ হাজার খানেক ওষুধ, সিংহভাগই বাংলার নামী ব্র্যান্ডের

Latest West Bengal News Highlights: দেশ জুড়ে জাল ওষুধের রমরমা। এক বছরে দেশে গুণমান পরীক্ষায় ব্যর্থ ৯৭৬ টি ওষুধ। যার মধ্যে রয়েছে বাংলার  ৩১২টি নামী কোম্পানির ওষুধ। কালো তালিকাভুক্ত ওষুধের তালিকায় রয়েছে তালিকায় স্যালাইন থেকে জীবনদায়ী ইনজেকশন। চরম উৎকন্ঠায় চিকিৎসকরা। উচ্চপর্যায়ের তদন্তের দাবি। 

Advertisment

যাদবপুর কাণ্ডে এবার পথে নামল বিজেপি।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের মিছিল। রয়েছেন বিজেপির একাধিক হেভিওয়েট। বাম-তৃণমূলকে একই সারিতে রেখে বিজেপির আজকের এই মিছিল থেকে তোলা হয় স্লোগান। নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর  তালতলা পর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য সিপিএম-তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে আজ এই মিছিলের অনুমতি পেয়ে পথে নামল বিজেপি। অপরদিকে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। 

যাদবপুর কাণ্ডে আজ পথে নামল বিজেপি। আদালতের নির্দেশে আজ সাড়ে সাতশো কর্মী-সমর্থককে নিয়ে আজকের এই মিছিল। মিছিলের পুরভাগে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে গোটা ঘটনায় হাকিম-সেলিমের সেটিংয়ের অভিযোগ তুলেছেন শুভেন্দু।  পাশাপাশি বিরোধী দলনেতা বলেন, দেশ বিরোধী কার্যকলাপ থেকে র‍্যাগিং সব কিছুই হয় যাদবপুরে। একদিকে জনজাগরণ মমতার বিসর্জনেই যাদবপুরের স্থায়ী সমাধান সম্ভব'। 

সাত সকালে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন। রবিবার সকালে শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল। এদিন সকাল ৬টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। প্ল্যাটফর্মের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলেই দমকলের প্রাথমিক অনুমান। আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে সাত থেকে আটটি দোকান। সকালে যাত্রী কম থাকায় ও অধিকাংশ দোকান বন্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে নি। ঘটনায় ছড়িয়েছে চূড়ান্ত চাঞ্চল্য। 

Advertisment

বেলঘরিয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। গুরুতর আহত বিকাশ সিং ও সন্তু দাস নামে দুজন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানে। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতাল। পরে সেখান থেকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়।  কী কারণে গুলি, তদন্তে পুলিশ।

যাদবপুর কাণ্ডে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। ১লা মার্চ বিকেলে ঠিক কী ঘটেছিল তা জানতে ব্রাত্যর গাড়ির চালকের বয়ান রেকর্ড করা হয়েছে।  এদিকে গতকাল যাদবপুর কাণ্ডে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়। ওমপ্রকাশ মিশ্রের বাড়িতে গিয়ে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। হাসপাতালে গিয়ে যাদবপুরের উপাচার্য ও আহত ছাত্র ইন্দ্রানুজেরও বয়ান রেকর্ড করেছে যাদবপুর থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশের পরই যাদবপুরের ঘটনায় দুরন্ত অ্যাকশনে পুলিশ। যাদবপুরের ঘটনায় মোট ৯টি FIR দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতে তদন্ত চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। 

  • Mar 09, 2025 17:23 IST

    West Bengal News Live: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভাস্কর গুপ্ত, তবে এখনই বিশ্ববিদ্যালয়ে যাবেন না যাদবপুরের উপাচার্য

    হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুরকাণ্ডের কয়েক দিন পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি আপাতত বিশ্ববিদ্যালয়ে ফিরবেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, যেকোনও রকম উত্তেজনা বা মানসিক চাপ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে। তাই আগামী কয়েক দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



  • Mar 09, 2025 14:15 IST

    West Bengal News Live: বালুরঘাট এক্সপ্রেসে মহিলা যাত্রীকে হয়রানি, পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের


    বালুরঘাট এক্সপ্রেসে মহিলা যাত্রীকে হয়রানির ঘটনায় আসরে এবার জাতীয় মহিলা কমিশন (NCW)।  গোপনে মহিলার ভিডিও রেকর্ড করা হয়েছে বলে অভিযোগের বিষয়ে চেয়ারপারসনের নির্দেশে জাতীয় মহিলা কমিশন (NCW) তদন্ত শুরু করেছে।



  • Mar 09, 2025 13:55 IST

    West Bengal News Live: বিয়ে বাড়িতে রক্তারক্তি কাণ্ড

    বিয়ে বাড়িতে রক্তারক্তি কাণ্ড। দুর্গাপুরে এই ঘটনায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। জানা গিয়েছে মদ্যপ অবস্থায় নাচানাচিকে কেন্দ্র করে বচসায় বরপক্ষ ও কনে পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। ছুরির কোপে মৃত্যু হল কনেপক্ষের এক তরুণের। 



  • Mar 09, 2025 13:53 IST

    West Bengal News Live: রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ

    রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়  ৷ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি ৷ এই দুর্নীতির সাথে বনদপ্তরের কর্মীরাও এর সাথে জড়িত বলে অভিযোগ ৷ অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের ৷ কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোম স্টের সুবিধার্থে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ তাদের বক্তব্য এই মাতলা নদীর এই জায়গা ভাঙন প্রবণ এলাকা ৷ মাঝেমধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে ৷ ভাঙন রুখতে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই ৷ সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ ৷ গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল ৷ সবাই সেখানে ব্যস্ত ছিল ৷ সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে ৷ গ্রামবাসীরা সকালে উঠে দেখেন একটাও গাছ নেই ৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায় ৷ অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার হোম স্টে কতৄপক্ষের।এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের ৷ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে ৷ এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ জানান এই বিষয়ে তদন্তের জন্য বনদপ্তরকে নির্দেশ দেওয়া হবে ৷ কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ 



  • Mar 09, 2025 13:52 IST

    West Bengal News Live: জয়নগরে সরকারি খাল চুরি, আটক অভিযুক্ত

    খোদ দীর্ঘ ৫০ বছরের আস্ত একটি খাল রাতের অন্ধকারে চুরি।অভিযোগ রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে খালের দুই দিকের গতিপথ বন্ধ করে সেই খালটিকে একটি মাছ চিংড়ি চাষের জন্য পুকুর তৈরি করা হয়েছে।সেই সঙ্গে মাটি ফেলে।বাগান ও বসতি নির্মাণের।জন্য মাটি ভরাট করে দেওয়া হয়েছে। আর ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা সরব হয়েছেন বিষয়টি নিয়ে। স্থানীয় হরি নারায়পুর গ্রাম পঞ্চায়েত। সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযোগ জয়নগর থানার হরিনারপুর গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে।লাগোয়া একটি দীর্ঘ ৫০ বছরের খাল রয়েছে যেখানে জল দিয়ে নন্দরপুর এলাকার চাষীদের জল সেচের জন্য এই খালটি ব্যবহার করা হতো।মূলত এই খালের জল দিয়েই ওই সমস্ত এলাকার জমিতে চাষবাস কে এলাকার কৃষকরা। আর সেই খালটি রাতের অন্ধকারে জেসিবি দিয়ে খালের গতিপথ ঘুড়িয়ে দিচ্ছেন হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ইসমাইল পাইক। খালের দুই দিকে আর গতিপথ আটকে রেখে মাটি ফেলে দেয়া হয়েছে। সেই সঙ্গে ছোট খালের লাগোয়া বড় মাছ চাষের পুকুর তৈরি করে ফেলে। আর বাকি অংশ জুড়ে মাটি ফেলে ভরাট করা হয় পরবর্তীকালে সেই উঁচু জায়গায় গৃহ নির্মাণ ও বাগান তৈরির জন্য। তবে এই ঘটনাটি জানাজানি হতেই নন্দনপুর গ্রামের বাসিন্দারা সরবন। বিষয়টি হরিনাথপুর গ্রাম পঞ্চায়েত ও জয়নগর থানায় জানানো হয়।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ইতিমধ্যেই জয়নগর থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত ইসমাইল সিপাইকে।



  • Mar 09, 2025 13:52 IST

    West Bengal News Live: বাড়িতে ঢুকে লুঠের অভিযোগ

    বাড়িতে ঢুকে লুঠ করার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার নলগড়ায় ৷ রাতেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ, উদ্ধার লুঠের মালপত্র ৷  ধৄতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ 



  • Mar 09, 2025 13:07 IST

    West Bengal News Live: 'জনজাগরণ-মমতার বিসর্জনেই যাদবপুরের স্থায়ী সমাধান', গর্জে উঠলেন শুভেন্দু

     

    যাদবপুর কাণ্ডে আজ পথে নামল বিজেপি। আদালতের নির্দেশে আজ সাড়ে সাতশো কর্মী-সমর্থককে নিয়ে আজকের এই মিছিল। মিছিলের পুরভাগে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে গোটা ঘটনায় হাকিম-সেলিমের সেটিংয়ের অভিযোগ তুলেছেন শুভেন্দু।  পাশাপাশি বিরোধী দলনেতা বলেন, দেশ বিরোধী কার্যকলাপ থেকে র‍্যাগিং সব কিছুই হয় যাদবপুরে। একদিকে জনজাগরণ মমতার বিসর্জনেই যাদবপুরের স্থায়ী সমাধান সম্ভব'। 



  • Mar 09, 2025 11:34 IST

    West Bengal News Live: চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল, বনগাঁয় বিশেষ পুজাপাঠ

    চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের জয়ের শুভ কামনা করে জাতীয় পতাকা পুজো দিল বনগাঁর ১২ -র পল্লী স্পোর্টিং ক্লাব । 

    আজ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত । ফাইনালে যাতে ভারত জিততে পারে সেই কামনায় বনগাঁ ১২ র স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি পুজোর আয়োজন করা হয় । ভারতের জাতীয় পতাকা সামনে রেখে ঢাক বাজিয়ে শান্তি মন্ত্র পাঠ করে পূজো দিল ১২-র পল্লী স্পোর্টিং ক্লাবের সমর্থকরা । এই বিষয়ে ১২ - র পল্লী স্পোর্টিং ক্লাবের কর্ণধর নারায়ণ ঘোষ জানিয়েছেন আজ চ্যাম্পিয়ন টফি ফাইনালে ভারত যাতে জয়ী হতে পারে সেই কারণে  মঙ্গল কামনায় আমরা এই পূজার আয়োজন করেছিলাম। বিগত বারের হারের কষ্ট এবার জয়ের আনন্দে পরিণত হবে।



  • Mar 09, 2025 11:25 IST

    West Bengal News Live: সুপার সানডে'তে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল, হাই-প্রোফাইল ম্যাচের আগে দেশ জুড়ে প্রার্থনা, বিশেষ পুজা-পাঠ

    চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল,হাই-প্রোফাইল ম্যাচের আগে দেশ জুড়ে প্রার্থনা, বিশেষ পুজা-পাঠের আয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, ভারত এবং নিউজিল্যান্ডের দল (IND vs NZ, ফাইনাল) দুবাইতে একে অপরের মুখোমুখি। ভারতের জয় নিশ্চিত করতে দেশের নানান প্রান্তে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। সেই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখন পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টের ফাইনালে দুবার মুখোমুখি হয়েছে এবং দুবারই কিউই দল জয়ী হয়।



  • Mar 09, 2025 11:17 IST

    West Bengal News Live: হাই-প্রোফাইল ম্যাচে প্রায় ৫০০০ কোটি টাকার বাজি

    চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত- নিউজিল্যান্ড। রিপোর্ট অনুসারে, এই হাই-প্রোফাইল ম্যাচে প্রায় ৫০০০ কোটি টাকার বাজি ধরা হয়েছে। দুবাইতে দাউদের চক্র জড়িত বলে সন্দেহ। পুলিশি তদন্তে জানা গেছে যে এই বড় ম্যাচের জন্য অনেক বুকি ইতিমধ্যে দুবাইতে জড়ো হয়েছেন।  প্রতিবেদন অনুসারে, দাউদ ইব্রাহিমের গ্যাং 'ডি কোম্পানি'ও সম্ভবত এই বেটিং চক্রে জড়িত থাকতে পারে। 



  • Mar 09, 2025 11:13 IST

    West Bengal News Live: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসেই ভাগ্য নির্ধারণ?

    চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, মুখোমুখি ভারত- নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস-ই হয়ে উঠবে বিরাট ফ্যাক্টর? গত কয়েক বছরে আইসিসি টুর্নামেন্টে ভারত- নিউজিল্যান্ড দু'দলেরই দুর্দান্ত পারফরম্যান্সের রেকর্ড রয়েছে। 

    চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, ভারত এবং নিউজিল্যান্ডের দল (IND vs NZ, ফাইনাল) দুবাইতে একে অপরের মুখোমুখি। ভারত এর আগে দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, যেখানে নিউজিল্যান্ড ২০০০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে কোন দল অসাধারণ পারফর্ম করে তা দেখার বিষয়। ফাইনাল ম্যাচটি দুবাইতে অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে টস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন পর্যন্ত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৬২টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে প্রথমে  যে দল ব্যাট করেছে সেই দল ২৩টি ম্যাচে জয়লাভ করে। অপরদিকে সেকেন্ড ব্যাটিং করা দল এখন পর্যন্ত ৩৭টি ম্যাচে জয়ী হয়। ফলে আজকের ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে।



  • Mar 09, 2025 11:02 IST

    West Bengal News Live: বাংলাদেশ প্রসঙ্গে বিরাট বিবৃতি রাজনাথ সিংয়ের

    গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর, সরকারের লাগাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে। তবে, বাংলাদেশে এখনও মাঝেমধ্যেই হিংসার ঘটনা প্রকাশ্যে আসছে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক তিক্ততা দেখা দিয়েছে। এসবের পরও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত সর্বদা তার প্রতিবেশী দেশগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারত তার সমস্ত প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক চায়। তিনি আরও বলেন যে, ভারত তার পক্ষ থেকে তার প্রতিবেশী দেশগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য জোরালোভাবে চেষ্টা করছে। বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে সিং বলেন, ভারত সবসময় বাংলাদেশ সহ সকল প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়।



  • Mar 09, 2025 10:38 IST

    West Bengal News Live: গুরুতর অসুস্থ উপরাষ্ট্রপতি

    গুরুতর অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁকে দিল্লির এইমসের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গতকাল রাত ২টো নাগাদ দিকে তাকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। রাতে ঘুমানোর সময় তিনি অস্বস্তি এবং বুকে ব্যথা অনুভব করেছিলেন বলে জানা যাচ্ছে।



  • Mar 09, 2025 10:34 IST

    West Bengal News Live: যাদবপুর কাণ্ডে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ

    যাদবপুর কাণ্ডে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। ১লা মার্চ বিকেলে ঠিক কী ঘটেছিল তা জানতে ব্রাত্যর গাড়ির চালকের বয়ান রেকর্ড করা হয়েছে।  এদিকে গতকাল যাদবপুর কাণ্ডে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়। ওমপ্রকাশ মিশ্রের বাড়িতে গিয়ে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। হাসপাতালে গিয়ে যাদবপুরের উপাচার্য ও আহত ছাত্র ইন্দ্রানুজেরও বয়ান রেকর্ড করেছে যাদবপুর থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশের পরই যাদবপুরের ঘটনায় দুরন্ত অ্যাকশনে পুলিশ। যাদবপুরের ঘটনায় মোট ৯টি FIR দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতে তদন্ত চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। 



  • Mar 09, 2025 10:24 IST

    West Bengal News Live: খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, ধুন্ধুমার, গ্রেফতার ৪

    কলুটোলায় ধুন্ধুমার। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। ৪ জনকে গ্রেফতার করল বউ বাজার থানার পুলিশ। আক্রান্ত তৃণমূলের হকার ইউনিয়নের নেতা। ভারী কিছু দিয়ে আঘাতের অভিযোগ। তৃণমূল কাউন্সিলারের স্বামীর সঙ্গে হকার ইউনিয়নের নেতার বচসা। অভিযুক্ত ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামী। 



  • Mar 09, 2025 10:15 IST

    West Bengal News Live: মুখ খুললে খুন হতে পারি, আশঙ্কা শাসক কাউন্সিলারের

    বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। গোটা ঘটনায় মুখ খুলতে ভয় পাচ্ছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। পাশাপাশি গুলি কান্ডের পিছনে 'বড় মাথা' থাকার অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে মুখ খুললে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন শাসক নেত্রী।  সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, এত বড় সাহস যারা দিচ্ছেন তাদের নাম আমি মুখ্যমন্ত্রী ছাড়া আর কাউকে আমি বলতে পারব না। এখন প্রশ্ন যেখানে শাসক কাউন্সিলার খুনের আশঙ্কা প্রকাশ করছেন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন। গোটা ঘটনায় মুখ খুলেছেন বিজেপি নেতা দিল্পী ঘোষ। 'দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে বাংলা। বিহার উত্তরপ্রদেশের ২০ বছরে আগেই ঘটনা মনে করে দিচ্ছে' বেলঘরিয়া গুলিকান্ডে তৃণমূলকে নিশানা বর্ষীয়ান বিজেপি নেতার।   



  • Mar 09, 2025 09:27 IST

    West Bengal News Live: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে কোন মতে রক্ষা

    ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে কোন মতে রক্ষা। চন্দ্রকোণা রোডে কয়লা বোঝাই মালগাড়ির ইঞ্জিন সহ ৫টি বগি এগিয়ে যায়। পিছনে পড়ে যায় ২২ টি বগি। চালক ও গার্ডের তৎপরতায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। কীভাবে ঘটল এই ঘটনা খতিয়ে দেখছে রেল। 



  • Mar 09, 2025 09:23 IST

    West Bengal News Live: শিয়ালদা শাখায় ভয়াবহ আগুন, বন্ধ ট্রেন চলাচল

    সাত সকালে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন। রবিবার সকালে শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল। এদিন সকাল ৬টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। প্ল্যাটফর্মের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলেই দমকলের প্রাথমিক অনুমান। আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে সাত থেকে আটটি দোকান। সকালে যাত্রী কম থাকায় ও অধিকাংশ দোকান বন্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে নি। ঘটনায় ছড়িয়েছে চূড়ান্ত চাঞ্চল্য। 



  • Mar 09, 2025 08:56 IST

    West Bengal News Live: পাকিস্তানে কেউ যাবেন না, যে কোন সময়ে ভয়ঙ্কর হামলা, মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প

    পাকিস্তানে কেউ যাবেন না, যে কোন সময়ে ভয়ঙ্কর হামলা হতে পারে। মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে একটি ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি করেছে যাতে মার্কিন নাগরিকদের  পাকিস্তান ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে। জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে যে সকল মার্কিন নাগরিক পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা বিষয়টি দু'বার ভেবে দেখুন। পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঝুঁকি সশস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে যে কারণে পাকিস্তান ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। সতর্ক বার্তায় আরও বলা হয়েছে জঙ্গিরা বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটন কেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় এবং সরকারি ভবন লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালাতে পারে।



  • Mar 09, 2025 08:45 IST

    West Bengal News Live: ব্রাত্য'র গ্রেফতারের দাবিতে সরব সৃজন

    যাদবপুর কাণ্ডে থানায় তলব SFI নেতা সৃজন ভট্টাচার্যকে। গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ যাদবপুর থানায় তিনি তাঁর আইনজীবীদের সঙ্গে নিয়ে যান। এপ্রসঙ্গে সৃজন বলেন, ‘যতবার ডাকবে, ততবার আসব’। পাশাপাশি  শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতেও সরব হন সৃজন।  তিনি জানান, "আমার লুকোনোর কিছু নেই। আমাকে যতবার ডাকবে, ততবার আসব। কিন্তু, যাঁরা তদন্ত করছেন, তাঁরা নিরপেক্ষ আছেন তো? যারা তথ্য বিকৃতি করল, তাদের ডাকল না। গাড়ি চাপা পড়ার ঘটনায় শিক্ষামন্ত্রীর নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। শিক্ষামন্ত্রী ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করা উচিত।” 



  • Mar 09, 2025 08:44 IST

    West Bengal News Live: বেলঘরিয়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতা

    বেলঘরিয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। গুরুতর আহত বিকাশ সিং ও সন্তু দাস নামে দুজন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানে। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতাল। পরে সেখান থেকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়।  কী কারণে গুলি, তদন্তে পুলিশ।



Bangladesh Jadavpur University West Bengal news in west bengal news of west bengal Bangladesh Crisis