Advertisment

West Bengal News Highlights on 10 July 2021: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৯৭ জন, মৃত ১৭

West Bengal News Live Updates 10 July 2021: একনজরে দেখে নিন দিনভর রাজ্যের সমস্ত খবরের আপডেট

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily cases 12 december 2021

দেওয়ালে করোনা সচেতনতার বার্তা।

West Bengal News Updates 10 July 2021: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। পশ্চিমবঙ্গে সুস্থতার হার বেড়ে ৯৮ শতাংশ।

Advertisment

"বিচ্ছিন্নতাবাদী নেতা, আলিপুরদুয়ারে ঢুকতে দেব না।" কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। আলিপুরদুয়ার টাউন তৃণমূল সভাপতির হুমকির জেরে শোরগোল উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে পা রাখলেই কালো পতাকা দেখানো-গো ব্যাক স্লোগানের হুঁশিয়ারি তৃণমূল নেতার।

তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী। নয়া সভাপতি হলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। ২০১২ সাল থেকে এই পদে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু।

দিলীপ ঘোষকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। আজই রাতের বিমানে দিল্লিতে আসার নির্দেশ। রবিবার সকালে দিল্লিতে দিলীপের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা।

সর্বভারতীয় তৃণমূলের সাপ্তাহিক মুখপত্র জাগো বাংলা এবার দৈনিকে পরিণত হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে এই ঘোষণা করেছেন। ২১ জুলাই থেকে রাজ্যের শাসক দলের মুখপাত্রের দৈনিক পথ চলা শুরু হবে। জানা গিয়েছে, শহিদ দিবস উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই ভার্চুয়ালভাবে বক্তব্য রাখবেন। ওই অনুষ্ঠানেই নেত্রীর হাত দিয়ে দৈনিক জাগো বাংলার সূচনা হবে।

কোচবিহার জেলার মাথাভাঙায় তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর। কাঠগড়ায় বিজেপি। পাল্টা বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মার খেয়েছেন তাঁদের কর্মী। শাসকদলের পাল্টা দাবি, বয়স্ক কর্মীকে মারধর করায় গ্রামবাসীরা বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করেছে।

আগামী সোমবার থেকেই কলকাতা মেট্রো স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে। ৯০-এর বদলে ১২ জুলাই থেকে ১০৪টি মেট্রো চলবে। সামাজিক দূরত্বের মতো কোভিড বিধি কঠোরভাবে লাগু করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। করোনাকালে মেট্রোর সময়সূচিরও বদল হয়েছে। আগামী সোমবার থেকে দুই প্রান্ত থেকে ট্রেন ছাড়বে সকাল ৮টায় ও শেষ মেট্রো উভয় দিক রওনা হবে সন্ধ্যা সওয়া ৭টায়। অফিসের ব্যস্ত সময় ট্রেন চলাচল করবে ৮ মিনিট অন্তর। তবে মেট্রোয় যাতায়াতে এখনই টোকেল পদ্ধতি চালু হচ্ছে না।

ভোটের পর থেকে মোট ৩৭ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দর। শনিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০১.০১ টাকা। ডিজেলের দাম ৯২.৯৭ টাকা। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পরিবহণের খরচ। ফলে তার প্রভাব পড়ছে বাজারে। দ্রব্য মূল্যের আগুন দাম।

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে আজ, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে, এখই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দুই মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় বৃষ্টি হবে। আদ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়ছে। এই বৃষ্টি ফলে তা কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ কলকাতায় দিনের শুরুটা হয়েছে বৃষ্টিহীন ভাবেই, রয়েছে হাল্তা রদ্দুর। তবে বেলা বাড়তেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। বুধ ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাতের পর শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হয়নি। আজ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস৷ আর কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়া বদলের পূর্বাভাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Jul 10, 2021 20:16 IST
    রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৯৭ জন, মৃত ১৭

    রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। পশ্চিমবঙ্গে সুস্থতার হার বেড়ে ৯৮ শতাংশ।



  • Jul 10, 2021 19:06 IST
    সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি, লালবাজারে অভিযোগ দায়ের অভিনেত্রী প্রত্যুষা পালের

    সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় টেলি-নায়িকা প্রত্য়ুষা পাল। প্রত্যুষার অভিযোগ, তাঁর ছবি সুপার-ইম্পোজ করে পর্ণ সাইটে আপলোড করা হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ঘনিষ্ঠ তথা পরিচিতদের কাছেও সেই অশ্লীল ছবি পাঠিয়ে তাঁর মানহানির চেষ্টা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন পুলিশের কাছে।



  • Jul 10, 2021 18:48 IST
    কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

    বিচ্ছিন্নতাবাদী নেতা, আলিপুরদুয়ারে ঢুকতে দেব না। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। আলিপুরদুয়ার টাউন তৃণমূল সভাপতির হুমকির জেরে শোরগোল উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে পা রাখলেই কালো পতাকা দেখানো-গো ব্যাক স্লোগানের হুঁশিয়ারি তৃণমূল নেতার।



  • Jul 10, 2021 17:31 IST
    তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি পদ থেকে অপসারিত শুভেন্দু

    তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী। নয়া সভাপতি হলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। ২০১২ সাল থেকে এই পদে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু।



  • Jul 10, 2021 16:57 IST
    আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া

    আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া। জানাল স্কুল সার্ভিস কমিশন। যাঁদের নাম তালিকায় নেই তাঁরা অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশিত হবে অভিযোগ জানানোর পদ্ধতি। জানালেন এসএসসি-র চেয়ারম্যান।



  • Jul 10, 2021 15:59 IST
    দিলীপ ঘোষকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব নাড্ডার

    দিলীপ ঘোষকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। আজই রাতের বিমানে দিল্লিতে আসার নির্দেশ। রবিবার সকালে দিল্লিতে দিলীপের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা।



  • Jul 10, 2021 15:38 IST
    পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চেতলায় অবস্থান বিক্ষোভ

    পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চেতলায় অবস্থান বিক্ষোভ তৃণমূলের। ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়ক পরেশ পাল। এদিকে পেট্রোপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেহালায় সাইকেল চালিয়ে ঘুরলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং।



  • Jul 10, 2021 15:29 IST
    নবরূপে 'জাগো বাংলা', ২১ জুলাই থেকে দৈনিক হবে তৃণমূলের মুখপত্র

    সর্বভারতীয় তৃণমূলের সাপ্তাহিক মুখপত্র জাগো বাংলা এবার দৈনিকে পরিণত হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে এই ঘোষণা করেছেন। ২১ জুলাই থেকে রাজ্যের শাসক দলের মুখপাত্রের দৈনিক পথ চলা শুরু হবে। জানা গিয়েছে, শহিদ দিবস উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই ভার্চুয়ালভাবে বক্তব্য রাখবেন। ওই অনুষ্ঠানেই নেত্রীর হাত দিয়ে দৈনিক জাগো বাংলার সূচনা হবে।



  • Jul 10, 2021 15:26 IST
    সৌমিত্র-রাজীবদের ঘুরিয়ে বার্তা দিলেন দিলীপ

    বিজেপির বেসুরো নেতাদের শনিবার কড়া বার্তা পাঠালেন দলের রাজ্য সভাপতি। শুক্রবার বেসুরো নেতাদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেছিলেন, অন্য গাছের ছাল লাগিয়েছিলাম খুলে পড়ে গিয়েছে। এদিন সুর চড়িয়ে তাঁর মন্তব্য, ‘দলের পক্ষ থেকে সব বলা হয়েছে। যাঁদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাঁদের কিছু সমস্যা ও গণ্ডগোল রয়েছে। আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। সেটা কাজে লাগেনি। দলের থেকে যখন ব্যক্তিস্বার্থ বড় হয়, তখন সমস্যা তৈরি হয়। দল যাঁদের ওপর ভরসা করে এগিয়েছিল তাঁরা আছে, সেভাবেই দল এগোবে।‘



  • Jul 10, 2021 14:44 IST
    মাথাভাঙায় তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর, কাঠগড়ায় বিজেপি

    কোচবিহার জেলার মাথাভাঙায় তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর। কাঠগড়ায় বিজেপি। পাল্টা বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মার খেয়েছেন তাঁদের কর্মী। শাসকদলের পাল্টা দাবি, বয়স্ক কর্মীকে মারধর করায় গ্রামবাসীরা বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করেছে।



  • Jul 10, 2021 12:47 IST
    স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা বৃদ্ধি

    আগামী সোমবার থেকেই কলকাতা মেট্রো স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে। ৯০-এর বদলে ১২ জুলাই থেকে ১০৪টি মেট্রো চলবে। সামাজিক দূরত্বের মতো কোভিড বিধি কঠোরভাবে লাগু করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।



  • Jul 10, 2021 10:00 IST
    ফের বোমা সৌমিত্র-র, অস্বস্তিতে বিজেপি

    জল এবং দুধের বন্ধুত্ব নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। সোশাল মিডিয়ার দীর্ঘ পোস্টে বিজেপি সাংসদ লিখেছেন, ‘জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সঙ্গে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে।’ এই পোস্ট ঘিরেই আপাতত অস্বস্তি বাড়ছে বিজেপিতে। সরগরম পদ্মবন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী- কাকে নিশানা করে এই পোস্ট তা নিয়েই এখন গেরুয়া শিবিরে জল্পনা বাড়ছে।



  • Jul 10, 2021 08:56 IST
    নাগাড়ে বাড়ছে জ্বালানির দাম

    নাগাড়ে বাড়ছে জ্বালানির দাম। ভোটের পর থেকে মোট ৩৭ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর। শনিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০১.০১ টাকা। ডিজেলের দাম৯২.৯৭ টাকা। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পরিবহণের খরচ। ফলে তার প্রভাব পড়ছে বাজারে। দ্ব্যমূল্যের আগুন দাম। নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের।



  • Jul 10, 2021 08:45 IST
    আজ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

    গত বুধ বও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভালো বৃষ্টি হয়েছে। তবে, শুক্রবার দেখা মেলেনি বৃষ্টির। ফলে গরম বেড়েছে। হাঁসফাঁস অবস্থা মানুষের। এই পরিস্থিতি আজ গোটা দক্ষিণবঙ্গেই বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



weather kolkata metro petrol diesel price diesel price rise West Bengal weather Update. Bengal Weather
Advertisment