Bengal News Live Updates: কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, জেএমবি-র তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই ওই নিষিদ্ধ সংগঠনের বড় মাথা। ধৃতরা কীভাবে সীমান্ত পেরিয়ে শহরে ঢুকল? কী উদ্দেশে কলকাতায় ঘাঁটি গেড়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। জেএমবির এই মডিউলের সঙ্গে আল-কায়দার যোগাযোগ রয়েছে কিনা। সেটাও খতিয়ে দেখা হবে।
জারি রয়েছে করোনা-বিধি। কিন্তু তাতে বুড়ো আঙুল। পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে রাতভর দেদার পার্টির আয়োজন। তারস্বরে ডিজে বাজিয়ে চলল নাচ-গান, মদের ফোয়ারা, দেদার হুল্লোর। খবর পেয়ে পুলিশ হোটেলে গেলে পার্টির আয়োজকরা তা বন্ধ করতে রাজি ছিলেন না। অভিযোগ, উল্টে পুলিশে সঙ্গে ওই নৈশ পার্টির আয়োজকদের চরম বচসা হয়। বাধে ধস্তাধস্তিও। শেষমেশ পুলিশ ওই অভিজাত হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে। মহামারি আইনে ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রেখে ঢেকে নয়, একেবারে খোলা মঞ্চে গেরুয়া কর্মীদের নিশানা করে কড়া নিদান দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে দেশের 'কু-সন্তান' বলেও কটাক্ষ করেছেন তিনি। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম ও সাতগেছিয়া বাজার এলাকায়তৃণমূলের প্রতিবাদ কর্মসূচীতে যোগ দেন মন্ত্রী। সেখানেই পদ্ম শিবিরকে নিশানা করেন সিদ্দিকুল্লা চৌধুরী। ভোটের সময় বিজেপি অনৈতিক পথে অর্থ বিলিয়ে জেতায় চেষ্টা করেছে বলে অভিযোগ তাঁর।
মন্ত্রীর কথায়, 'সেই সব গ্রাম গুলি আমি চিনি যেখানে বিজেপির কর্মীরা অনেক মুসলমান বাড়ির সামনে কাঁফ’ রেখেছিল। যারা রেখেছিল তারাও মুসলমান। তাদেরও টুপি আছে,দাড়িও আছে। নমাজ তারাও পড়ে। তবে তারা কুড়ি হাজার টাকা বিক্রি হয়ে গিয়েছে।' এরপরই আক্রমণাত্মক ঢঙে মন্ত্রীর নিদান, 'আমরা প্রথমে ওদের ঝাড়ফুঁক তেল ও পানি পোড়া দেব। তাতে যদি ঠিক হয়ে যায় তো ঠিক আছে। না হলে ৭০ ডিগ্রি বা ৮০ ডিগ্রির বিষয়টি পরে ভেবে দেখা হবে।'রাজ্যের গ্রন্থাগারমন্ত্রীর এহেন আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তৃণমূলে ফিরেছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও। তবে এখনও তৃণমূল কংগ্রেসের কোনও সাংগঠনিক পদ পাননি একসময়ের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তিনি এখন বিধানসভার পিএসি কমিটির চেয়ারম্যান। পিএসি কমিটির চেয়ারম্যান হওয়ার পর মুকুল রায়ের সদস্যপদ খারিজ করার জন্য আদাজল খেয়ে নেমেছেন বিরোধী দলনেতা। গত ডিসেম্বরে মেদিনীপুরে বিজেপিতে শুভেন্দু অধিকারীর যোগদানের দিন ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মুকুল রায়। তিনিও নাকি চেয়েছিলেন শুভেন্দু বিজেপিতে আসুক। মুকুল রায়ের বক্তব্য ছিল, তৃণমূলে সম্মান পাওয়া যায় না। রাজনৈতিক মহলের মতে, এখনও কিন্তু তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি কোনও দায়িত্ব দেয়নি কৃষ্ণনগরের বিজেপি বিধায়ককে। যা নিয়ে জোর গুঞ্জন শাসক দলের অন্দরে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
Jul 11, 2021 21:51 ISTরাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৯২৪ জন, সংক্রমণের হার ২ শতাংশের কম
স্বস্তি দিয়ে হাজারের নিচেই রইল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। জানা গিয়েছে, গত ছ’দিন ধরে এই প্রবণতাই বজায় রেখেছে দৈনিক সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে উল্লেখ, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ৯০১ অর্থাৎ ১৫ হাজারের নিচে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১২ হাজার ১২৯।
-
Jul 11, 2021 21:15 ISTপশ্চিমবঙ্গেও চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস
ইতিমধ্যেই কেরালায় থাবা বসিয়েছে, এবার পশ্চিমবঙ্গেও চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। কেরালায় ১৫ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ।
-
Jul 11, 2021 20:16 ISTবিজেপি ছেড়ে তৃণমূলে আসা নেতাকে গুলি পুরুলিয়ায়
বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নেতাকে গুলি পুরুলিয়ায়। জেলা আদালতের সামনে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। হামলার নেপথ্যে বিজেপি বলে অভিযোগ তৃণমূলের।
-
Jul 11, 2021 19:56 ISTবিজেপির সাংগঠনিক বৈঠকে গরহাজির বনগাঁর তিন বিধায়ক
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে অনুপস্থিত তিন বিধায়ক। বাগদা, বনগাঁ উত্তর ও গাইঘাটার বিধায়ক গরহাজির থাকায় জল্পনা তুঙ্গে। তৃণমূলের কটাক্ষ, আদি বনাম নব্য বিজেপির লড়াই।
-
Jul 11, 2021 18:00 ISTঅভিনেত্রী প্রত্যুষা পালকে ফের ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি
অভিনেত্রী প্রত্যুষা পালকে ফের ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি। গতকালই ধর্ষণের হুমকি পেয়ে লালবাজারে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। এবার ফের হুমকি পেলেন তিনি।
-
Jul 11, 2021 17:59 ISTকলকাতায় গ্রেফতার তিন জেএমবি জঙ্গি
কলকাতা পুলিশর এসটিএফ সূত্রে খবর, জেএমবি-র তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই ওই নিষিদ্ধ সংগঠনের বড় মাথা। ধৃতরা কীভাবে সীমান্ত পেরিয়ে শহরে ঢুকল? কী উদ্দেশে কলকাতায় ঘাঁটি গেড়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। জেএমবির এই মডিউলের সঙ্গে আল-কায়দার যোগাযোগ রয়েছে কিনা। সেটাও খতিয়ে দেখা হবে।
-
Jul 11, 2021 10:22 ISTদলে পদ-হীন মুকুল, গুঞ্জন তৃণমূলে
বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তৃণমূলে ফিরেছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও। তবে এখনও তৃণমূল কংগ্রেসের কোনও সাংগঠনিক পদ পাননি একসময়ের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তিনি এখন বিধানসভার পিএসি কমিটির চেয়ারম্যান। এদিকে পিএসি কমিটির চেয়ারম্যান হওয়ার পর মুকুল রায়ের সদস্যপদ খারিজ করার জন্য আদাজল খেয়ে নেমেছেন বিরোধী দলনেতা। মুকুল রায় ঘিরে এখন হাজারো গুঞ্জন শাসক দলের অন্দরে। পড়ুন বিস্তারিত
-
Jul 11, 2021 09:26 ISTকরোনানা-বিধিকে 'ডোন্ট কেয়ার'
জারি রয়েছে করোনা-বিধি। কিন্তু তাতে বুড়ো আঙুল। পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে রাতভর দেদার পার্টির আয়োজন। তারস্বরে ডিজে বাজিয়ে চলল নাচ-গান, মদের ফোয়ারা, দেদার হুল্লোর। খবর পেয়ে পুলিশ হোটেলে গেলে পার্টির আয়োজকরা তা বন্ধ করতে রাজি ছিলেন না। অভিযোগ, উল্টে পুলিশে সঙ্গে ওই নৈশ পার্টির আয়োজকদের চরম বচসা হয়। বাধে ধস্তাধস্তিও। শেষমেশ পুলিশ ওই অভিজাত হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে। মহামারি আইনে ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-
Jul 11, 2021 09:01 ISTমন্ত্রীর কড়া নিদান
পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম ও সাতগেছিয়া বাজার এলাকায়তৃণমূলের প্রতিবাদ কর্মসূচীতে যোগ দেন মন্ত্রী। সেখানেই পদ্ম শিবিরকে নিশানা করেন সিদ্দিকুল্লা চৌধুরী। ভোটের সময় বিজেপি অনৈতিক পথে অর্থ বিলিয়ে জেতায় চেষ্টা করেছে বলে অভিযোগ তাঁর। মন্ত্রীর কথায়, 'সেই সব গ্রাম গুলি আমি চিনি যেখানে বিজেপির কর্মীরা অনেক মুসলমান বাড়ির সামনে কাঁফ’ রেখেছিল। যারা রেখেছিল তারাও মুসলমান। তাদেরও টুপি আছে,দাড়িও আছে। নামাজ তারাও পড়ে । তবে তারা কুড়ি হাজার টাকা বিক্রি হয়ে গিয়েছে।' এরপরই আক্রমণাত্মক ঢঙে মন্ত্রীর নিদান, 'আমরা প্রথমে ওদের ঝাড়ফুঁক তেল ও পানি পোড়া দেব । তাতে যদি ঠিক হয়ে যায় তো ঠিক আছে। না হলে ৭০ ডিগ্রি বা ৮০ ডিগ্রির বিষয়টি পরে ভেবে দেখা হবে।'