Advertisment

West Bengal Latest News Updates 13 July 2021: দ্রুত উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল

West Bengal News and Latest Updates: আগামী বৃহস্পতিবার ৬ সদস্যের সেই প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনে তৃণমূল

ভবানীপুর-সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল।

West Bengal Latest News Updates: দ্রুত উপনির্বাচনের দাবিতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। আগামী বৃহস্পতিবার ৬ সদস্যের সেই প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে রাজ্যে বেশ কয়েকটি আসনে দ্রুত উপনির্বাচনের আবেদন জানাবেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই প্রতিনিধি দলে থাকবেন ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিতার, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়রা।

Advertisment

রাজ্যে এখনও জারি কোভিড বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই কলকাতায় দেখা ভয়ের ছবি। শিয়ালদহের কোলে মার্কেটে ভিড়ের ছবি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। কারও মুখে মাস্ক নেই, কারও থুঁতনির কাছে নেমেছে। শারীরিক দূরত্ববিধির বালাই নেই।

বাংলা ভাগের দাবি নিয়ে বিতর্কের মধ্যেই নয়া অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বানারহাটে সরকারি খাস জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করার অভিযোগ আলিপুরদুয়ারের সাংসদের বিরুদ্ধে। তদন্তের দাবি জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

বর্ধমানের মঙ্গলকোটে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। সোমবার সন্ধের ঘটনা। তাঁকে কাছ থেকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। অসীম দাসকে হাসপাতালে নিয়ে গেল তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

তৃণমূলের অঞ্চল সভাপতির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলকোট জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী-সহ অন্য তৃণমূল নেতৃত্ব মঙ্গলকোট হাসপাতালে যান। ঘটনাস্থলে ছোটেন জেলার উচ্চপদস্থ পুলিশ কর্তারাও।

দুষ্কৃতীদের খোঁজে পুলিশ পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকায় ব্যাপক নজরদারি বাড়িয়েছে। বিভিন্ন জায়গায় অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো শুরু করেছে পুলিশ।

এই খুনের ঘটনায় বিজেপির যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী। দলের রাজ্য মুখপাত্র দেবু টুডুর অভিযোগ, ভোটে হেরে যাওয়ার বদলা নিতে মঙ্গলকোটের বিজেপি কর্মীরা এখন সন্ত্রাস খুনের রাজত্ব কায়েম করতে চাইছে।

এদিকে বিজেপির বর্ধমান পূর্ব ( গ্রামীণ) জেলা কমিটির সহ-সভাপতি অনীল দত্ত পাল্টা দাবি করেন ,“তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুনের ঘটনা ঘটেছে । ঘটনা ধাপাচাপা দিতেই তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে।”

করোনা পরিস্থিতিতে বড় জমায়েতের ওপর বিধিনিষেধ থাকা সত্বেও পুরাতন মালদার মাধাইপুর এলাকায় রথযাত্রাকে কেন্দ্র করে ঘটে গেল দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রথম শ্রেণির এক ছাত্রের। সোমবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মাধাইপুর এলাকায় রূপ সনাতন মন্দির সংলগ্ন ময়দানে।

প্রেমিকার সঙ্গে দেখা করতে আসা এক যুবককে পিটিয়ে-শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকার স্বামীর বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের চাঁদপুর গ্রামের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Jul 13, 2021 19:39 IST
    ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল

    আগামি ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। সেদিন দুপুর ৩টে নাগাদ সংসদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হবে। ২৩ জুলাই ১১ টার পর পর্ষদ ওয়েবসাইট থেকে মিলবে মার্কশিট। এমনটাই সূত্রের খবর।



  • Jul 13, 2021 18:38 IST
    পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৪

    পঞ্চায়েত ভবনে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। গ্রেফতার ৩ মহিলা-সহ ৪। সল্টলেকের এ ডি ব্লক থেকে অভিযুক্তদের গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার বেশ কিছু নথি, ল্যাপটপ, মোবাইল ফোন।



  • Jul 13, 2021 18:08 IST
    দ্রুত উপনির্বাচনের দাবিতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল

    দ্রুত উপনির্বাচনের দাবিতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। আগামী বৃহস্পতিবার ৬ সদস্যের সেই প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে রাজ্যে বেশ কয়েকটি আসনে দ্রুত উপনির্বাচনের আবেদন জানাবেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই প্রতিনিধি দলে থাকবেন ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিতার, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়রা।



  • Jul 13, 2021 17:58 IST
    PAC-র শীর্ষে মুকুল, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন বিজেপি বিধায়করা

    মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান করেছেন বিধানসভার স্পিকার। প্রতিবাদে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়করা। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যান পদ্ম বিধায়কদের একটি দল।



  • Jul 13, 2021 16:19 IST
    শিয়ালদহের কোলে মার্কেটে ভিড়ের ছবি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়

    রাজ্যে এখনও জারি কোভিড বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই কলকাতায় দেখা ভয়ের ছবি। শিয়ালদহের কোলে মার্কেটে ভিড়ের ছবি দেখল চোখ কপালে ওঠার জোগাড়। কারও মুখে মাস্ক নেই, কারও থুঁতনির কাছে নেমেছে। শারীরিক দূরত্ববিধির বালাই নেই।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jul 13, 2021 16:13 IST
    শিয়ালদহের কোলে মার্কেটে ভিড়ের ছবি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়

    রাজ্যে এখনও জারি কোভিড বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই কলকাতায় দেখা ভয়ের ছবি। শিয়ালদহের কোলে মার্কেটে ভিড়ের ছবি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। কারও মুখে মাস্ক নেই, কারও থুঁতনির কাছে নেমেছে। শারীরিক দূরত্ববিধির বালাই নেই।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jul 13, 2021 16:12 IST
    শিয়ালদহের কোলে মার্কেটে ভিড়ের ছবি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়

    রাজ্যে এখনও জারি কোভিড বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই কলকাতায় দেখা ভয়ের ছবি। শিয়ালদহের কোলে মার্কেটে ভিড়ের ছবি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। কারও মুখে মাস্ক নেই, কারও থুঁতনির কাছে নেমেছে। শারীরিক দূরত্ববিধির বালাই নেই।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jul 13, 2021 15:58 IST
    দিলীপ ঘোষের সভায় চরম বিশৃঙ্খলা

    বর্ধমানে দিলীপ ঘোষের সভায় চরম বিশৃঙ্খলা। সভায় ঢুকতে বাধা দেওয়ার জন্য চিৎকার-চেঁচামেচি। জেলা কার্যালয়ে এক ব্যক্তি ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। নিজেকে যুব মোর্চার জেলা সহ-সভাপতি বলে পরিচয় দেন তিনি। তা সত্ত্বেও ঢুকতে না দেওয়ায় দল তোলাবাজদের দিয়ে চালানো হচ্ছে বলে বিক্ষোভ দেখান ওই ব্যক্তি।



  • Jul 13, 2021 14:14 IST
    ত বিজেপি কর্মী ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের

    রাজ্যে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের। পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে মুখবন্ধ খামে।



  • Jul 13, 2021 13:26 IST
    আজ ফের শুভেন্দু-ধনকড় সাক্ষাৎ

    মঙ্গলবার বিকেলে বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে রাজভবন যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। এদিন সকালে টুইটে এই খবর জানিয়েছেন রাজ্যপাল। টুইটে জগদীপ ধনকড় লিখেছেন, 'পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়কদের প্রতিনিধি দল বিকেল ৪টেয় রাজভবনে আসবেন।' পড়ুন বিস্তারিত



  • Jul 13, 2021 13:25 IST
    ভাড়া বাড়ানোর দাবিতে গণস্বাক্ষর অভিযান বাস মালিক সংগঠনের

    অনেক আবেদন সত্ত্বেও ভাড়া বাড়ানোর অনুমতি দেয়নি সরকার। রাস্তায় বাস নামলেও ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিকদের সংগঠন। এবার ভাড়া বাড়ানোর দাবিতে সই সংগ্রহ শুরু করল সংগঠনের একাংশ। গণস্বাক্ষর স্মারকলিপি পাঠানো হবে মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীকে।



  • Jul 13, 2021 11:55 IST
    শিক্ষামন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট, গ্রেফতার ব্যবসায়ী

    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। গড়িয়ার পাটুলি থেকে গ্রেফতার এক ব্যবসায়ী। অভিযুক্ত পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ২ জুন সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ব্রাত্য বসু।



  • Jul 13, 2021 10:58 IST
    নয়া অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

    বাংলা ভাগের দাবি নিয়ে বিতর্কের মধ্যেই নয়া অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বানারহাটে সরকারি খাস জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করার অভিযোগ আলিপুরদুয়ারের সাংসদের বিরুদ্ধে। তদন্তের দাবি জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।



  • Jul 13, 2021 10:18 IST
    গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়কের

    গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের সঙ্গে সিতাইয়ের তৃণমূল বিধায়কের সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা। জগদীশ বর্মা বাসুনিয়ার সঙ্গে অনন্ত রায়ের সাক্ষাৎ ঘিরে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা।



  • Jul 13, 2021 10:14 IST
    দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড তিন বিজেপি নেতা

    দলবিরোধী কাজের অভিযোগ তিন নেতাকে সাসপেন্ড করল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। পাল্টা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ওই তিন সাসপেন্ড হওয়া নেতা। বিজেপির কোন্দলকে কটাক্ষ করেছে তৃণমূল।



  • Jul 13, 2021 09:24 IST
    যুবককে পিটিয়ে-শ্বাসরোধ করে খুনের অভিযোগ, ধৃত প্রেমিকার স্বামী

    প্রেমিকার সঙ্গে দেখা করতে আসা এক যুবককে পিটিয়ে-শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকার স্বামীর বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের চাঁদপুর গ্রামের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।



  • Jul 13, 2021 09:23 IST
    রথের চাকায় পিষ্ট বালক, পুরনো মালদায় উত্তেজনা

    করোনা পরিস্থিতিতে বড় জমায়েতের ওপর বিধিনিষেধ থাকা সত্বেও পুরাতন মালদার মাধাইপুর এলাকায় রথযাত্রাকে কেন্দ্র করে ঘটে গেল দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রথম শ্রেণির এক ছাত্রের। সোমবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মাধাইপুর এলাকায় রূপ সনাতন মন্দির সংলগ্ন ময়দানে।



  • Jul 13, 2021 09:22 IST
    মঙ্গলকোটে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি, অভিযোগের তির বিজেপির দিকে

    বর্ধমানের মঙ্গলকোটে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। সোমবার সন্ধের ঘটনা। তাঁকে কাছ থেকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। অসীম দাসকে হাসপাতালে নিয়ে গেল তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।



tmc bjp West Bengal weather latest news Political News General News
Advertisment