Latest West Bengal News Updates: আবহাওয়া বদলাতে শুরু করেছে। হালকা ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে। আর অল্প কিছুদিনের মধ্যেই উত্তুরে হাওয়া প্রবেশ করতে চলেছে রাজ্যজুড়ে। তারই হাত ধরে তাপমাত্রা আরও খানিকটা নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলতি সপ্তাহের শেষের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। তবে উত্তরবঙ্গের কিছু পাহাড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে নবান্নে অর্থ দফতরের কর্মীদের এবার থেকে আর শুধুমাত্র হাজিরা খাতায় সই করলেই আর চলবে না। তাঁদের জন্য পুরোদমে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়ে গেল। ইতিমধ্যেই রাজ্যের উপসচিব নাভেদ আক্তার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, এতদিন পর্যন্ত বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা ছিল, তবে এবার তা বন্ধ হচ্ছে।
রাজ্যের ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল নেতার ছেলের গ্রেফতার হওয়ায় টিপ্পনি তুঙ্গে তুলেছে বিরোধীরা। পূর্ব বর্ধমানের পুলিশ মালদা থেকে যে চারজনকে গ্রেফতার করেছে তার মধ্যে রয়েছে এক তৃণমূল নেতার ছেলে। ধৃতরা প্রত্যেকেই সাইবার ক্যাফের মালিক বলে জানিয়েছে পুলিশ।
-
Nov 14, 2024 17:54 ISTWest Bengal News Live: ভেঙে পড়ল আরজি করের সার্জারি বিভাগের ছাদ
বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের ফলস সিলিংয়ের একাংশ ভেঙে পড়ল। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা।
-
Nov 14, 2024 17:17 ISTWest Bengal News Live: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক
রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরেই ওই হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানির সময়েই প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানো হয়। রেশন দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি আগে থেকে না জানানোয় অসন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
-
Nov 14, 2024 16:22 ISTWest Bengal News Live: ট্যাব কেলেঙ্কারির তদন্তে সিট গঠন কলকাতা পুলিশের
জেলায় জেলায় ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগ প্রকাশ্যে এসেছে। ঘটনায় মুখ পুড়েছে শিক্ষা দফতরের। জেলার পাশাপাশি কলকাতার একাধিক স্কুলেও পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এখন পর্যন্ত ১০০ জনের অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। এবার সব অভিযোগের তদন্তের জন্য এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল লালবাজার। ওই দলে ১০ জন সদস্য রয়েছেন।
-
Nov 14, 2024 15:33 ISTWest Bengal News Live: এবার ঘাটাল, ট্যাবের টাকা পেল না বহু পড়ুয়া
ট্যাব কেলেঙ্কারি অব্যাহত বাংলায়। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবার একই ঘটনা। এক স্কুলের ২২ জন পড়ুয়ার অভিযোগ, তারা ট্যাবের টাকা পায়নি। জানা গিয়েছে, ট্যাবের বরাদ্দ টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে! স্কুল কর্তৃপক্ষের অনুমান, ওই পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে টাকা গায়েব হয়েছে।
-
Nov 14, 2024 14:49 ISTWest Bengal News Live: আরও কমল সোনার দাম, আজ কলকাতায় কত দর?
বিয়ের মরশুম শুরুর মুখেই সোনায় সোহাগা বাঙালির। সোনার দাম ক্রমশ কমতেই চলেছে। সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী সোনার দাম (Gold Price)। আজ, বৃহস্পতিবার সোনার দাম বুধবারের থেকেও কমেছে। সোনা কেনার এটাই দুর্দান্ত সময়। বিয়ের মরশুম শুরু হওয়ার আগেই হলুদ ধাতু সস্তা হওয়ায় বাজার তুঙ্গে (Gold Silver Price Today)। একইসঙ্গে রুপোর দামও আজ অনেকটা কমেছে।
-
Nov 14, 2024 14:44 ISTWest Bengal News Live: ভবানী ভবনে অর্জুন সিং, চার বছর আগের মামলায় জেরা বিজেপি নেতাকে
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে চার বছর আগের মামলায় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডির জেরার মুখোমুখি হলেন তিনি। চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে মঙ্গলবার তলব করেছে সিআইডি।
-
Nov 14, 2024 13:27 ISTWest Bengal News Live Updates: ফের সাপের হানা কলকাতা পুরসভায়
এই নিয়ে পরপর দু'দিন, সাপের আতঙ্কে থর হরি কম্প দশা কলকাতা পুরসভায়। গতকাল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের অফিসঘরে হানা দিয়েছিল সাপ। গতকালের পর আজ ফের সাপের দেখা মেলে কলকাতা পুরসভায়। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরভবনে। কার্বলিক অ্যাসিড ছড়ানো হচ্ছে পুরসভার বিভিন্ন দিকে। এদিন পুরসভার ক্লাবঘরের বারান্দায় সাপের দেখা পেয়েছেন কয়েকজন। প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা পুরভবনে।
-
Nov 14, 2024 12:25 ISTWest Bengal News Live Updates: অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে বিহারের তারাপুরে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। স্থানীয় পুলিশ ও বিহার পুলিশের বিশেষ দল তাদের সঙ্গে ছিল। একটি বাড়িতে অস্ত্র কারখানার হদিশ মেলে। দীর্ঘদিন ধরে লুকিয়ে গোপনে সেই কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হতো সেই আগ্নেয়াস্ত্র, এমনই অনুমান করছে পুলিশ। এই ঘটনায় বাড়ি মালিক-সহ দু'জন গ্রেফতার হয়েছে।
-
Nov 14, 2024 12:14 ISTWest Bengal News Live Updates: তিতিবিরক্ত শাহজাহানের চরম সিদ্ধান্ত!
গ্রেফতারির পর ৯ মাস কেটে গেলেও এখনও জেলে বন্দি রয়েছেন সন্দেশখালির (Sandeshkhali) একদা বেতাজ বাদশা শেখ শাহাজাহান (Shahjahan Sheikh)। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, রেশন পাচার মামলায় একে একে গ্রেফতার হয়েছেন অনেকে। তাঁদের অনেকেই এখন জামিনে মুক্ত রয়েছেন। কিন্তু তাঁর জামিন হচ্ছে না। এবার তাই নিজের আইনজীবীকেই বদলে ফেললেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)।
-
Nov 14, 2024 11:23 ISTWest Bengal News Live: ট্যাব কেলেঙ্কারির শিকড়ের খোঁজে পুলিশ
মালদায় ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এবার সিট গঠন করল মালদা জেলা পুলিশ। এসপি ডিআইবি ও অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে গঠন করা হলো সিট। এখনও পর্যন্ত ট্যাব কেলেঙ্কারিতে পাঁচটি মামলা রুজু করা হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের দুটি স্কুল, হবিবপুরের দুটি এবং গাজোলের একটি স্কুলের লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা অজু করা হয়েছে।
-
Nov 14, 2024 10:40 ISTWest Bengal News Live: হই হই পড়ে যাবে দিঘায়!
সবকিছু ঠিকঠাক চললে ডিসেম্বর মাসে বড়দিনের আগেই দিঘায় (Digha) দুরন্ত সব ইভেন্ট চালু হয়ে যেতে চলেছে। পর্যটকদের ভরপুর মনোরঞ্জনের জন্য বাম্পার এইসব ইভেন্টগুলি চালু এখন সময়ের অপেক্ষা সৈকতনগরী দিঘায়। ইতিমধ্যেই শেষ হয়েছে ট্রায়াল রান। প্রশাসনের তরফে সবুজ সংকেত মিললেই পুরোদমে পর্যটকদের জন্য চালু হয়ে হতে পারে একেবারে বিদেশের ধাঁচের একাধিক এই সব রাইড।
-
Nov 14, 2024 10:07 ISTEntertainment News: 'হাঁটি হাঁটি পা পা' দিয়েই নতুন শুরু রুক্মিণীর
রুক্মিণী মৈত্র পেশাগত দিক দিয়ে একদম সপ্তম স্বর্গে। একের পর এক ছবি টপ করছে তাঁর। বুমেরাং থেকে শুরু করে টেক্কা, এমনকী আসন্ন রিলিজ বিনোদিনী নিয়েও আলোচনা তুঙ্গে। একজন এমন থিয়েটার অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করছেন তিনি, যার সেযুগেও ভক্ত সংখ্যা কম ছিল না।
-
Nov 14, 2024 09:39 ISTWest Bengal News Live: SP-কে জানাতেই 'অ্যাকশন'!
গোরুবোঝাই গাড়ির চালকের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেওয়ার দায়ে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের হাতে গ্রেফতার ৫। ধৃতদের নাম সন্তু ঘোষ, কমল মণ্ডল ওরফে ছোটন, সোমনাথ পালিত, দেব্রজিৎ ঘোষ ওরফে দেবা ও বিপত্তারণ রায়। মেমারি থানার পুলিশ পাল্লারোড থেকে এই পাঁচজনকে পাকড়াও করে। বুধবার ধৃতদের পেশ করা হয়েছিল বর্ধমান আদালতে। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম। পাশাপাশি তিনি ধৃতদের টিআই প্যারেডের আর্জিও মঞ্জুর করেছেন ।
-
Nov 14, 2024 09:16 ISTIndia vs South Africa third T20I: মাঠেই নামাতে হল ভ্যাকুম ক্লিনার
পতঙ্গ হানা দিল স্টেডিয়ামে। সেই পতঙ্গদের বিতাড়িত করে তবেই পুনরায় ম্যাচ শুরু হল ভারতীয় সময় অনুযায়ী, ১১.১০-এ। সাধারণত কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচে এক ঘন্টার বিরতি থাকলে ওভার কমিয়ে আনা হয়। তবে ৩০ মিনিটের বিলম্ব হওয়ায় পূর্ণ ওভার ধরেই খেলা হয় সেঞ্চুরিয়নে। দ্বিতীয় ওভার থেকে ম্যাচ পুনরায় চালু হয় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।
-
Nov 14, 2024 08:42 ISTWest Bengal News Live: আজ কয়লা কাণ্ডের শুনানি
বিশেষ সিবিআই আদালতে আজ কয়লা কাণ্ডের শুনানি। এর আগে কয়লা কেলেঙ্কারি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। অনুপ মাজি কয়লা পাচার কাণ্ডের সাক্ষী না তিনি নিজেই অভিযুক্ত? এই প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বিচারককে। মামলার পরবর্তী শুনানির দিন আজই স্থির করেছিল আদালত। আজ বেলায় হবে সেই শুনানি।
-
Nov 14, 2024 08:39 ISTWest Bengal News Live: মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে দুই দফতর
রাজ্যের বিভিন্ন প্রান্তে বাসচালকদের একাংশের রেষারেষির জেরে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে। অতি সম্প্রতি সল্টলেকে দুটি বাষের রেষারেষির জেরে এক খুদে স্কুলপড়ুয়ার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরই নির্দেশে এই প্রবণতা রুখতে পুর ও পরিবহন দফতর আজ বৈঠকে বসছে।
-
Nov 14, 2024 08:36 ISTWest Bengal News Live: ট্যাব কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল নেতার ছেলে
ফের ট্যাব কেলেঙ্কারি (Tab Scam) চক্রের বিরুদ্ধে মালদায় অভিযানে পূর্ব বর্ধমানের পুলিশ। ফের হানা মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। আরও চারজন পান্ডাকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রকি শেখ, পিন্টু শেখ, জামাল শেখ এবং শ্রবণ সরকার। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায়। ট্যাব কেলেঙ্কারিতে ধৃত শ্রবণ সরকারের বাবা জিতেন্দ্রনাথ সরকার কালিয়াচক তিন নম্বর ব্লকের তৃণমূলের SC সেলের সভাপতি।
-
Nov 14, 2024 08:34 ISTWest Bengal News Live: আবাস তালিকা থেকে নাম বাদের আবেদন
বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি কারা কারা পাবেন, তার সমীক্ষা চলছে রাজ্যজুড়ে। এবার পূর্ব বর্ধমানে এই সমীক্ষা চালাকালীন অবাক ঘটনা সামনে এসেছে। আবাস যোজনায় পাকা বাড়ি পাওয়ার তালিকায় নাম উঠলেও সেই নাম কাটিয়ে ফেলতে চাইছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা! একথা তাঁরা বিডিও-কে জানিয়েও দিয়েছেন। পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি এলাকার এই ঘটনা এখন দারুণ চর্চায়।
-
Nov 14, 2024 08:32 ISTWest Bengal News Live: হুড়মুড়িয়ে নামবে পারদ?
দোরগোড়ায় শীত। রাজ্যজুড়ে আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যের দিকে ঠান্ডার অনুভূতি মিলছে জেলায়-জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীত একেবারে দুয়ারে এসে পড়েছে। আর দিন কয়েকের মধ্যেই রাজ্যে দাপট দেখাতে শুরু করবে উত্তুরে হাওয়া। তবে জাঁকিয়ে শীতের দিনক্ষণ নিয়ে এখনও পাকাপাকিভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।