Latest West Bengal News Highlights:কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আগামী শনিবার পর্যন্ত হেফাজতে পেল সিবিআই। মঙ্গলবার তাকে সংশোধনাগারে গিয়ে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আদালতে ফের জামিনের আবেদন করেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে আদালত তাকে শনিবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বারবার অসুস্থতার কারণ দেখিয়ে আদালত হাজিরা এড়িয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি সত্যিই অসুস্থ কিনা জানতে তাঁর মেডিক্যাল টেস্ট করানো হতে পারে।
বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবীকে ফেরাতে উদ্যোগী নবান্ন। তাঁদের দেশে ফেরানোর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করছেন বলে জানিয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা।
কলকাতা, দার্জিলিংয়ের পর এবার অরণ্যসুন্দরী ডুয়ার্সের দরজাও বন্ধ হল বাংলাদেশি পর্যটকদের জন্য। বাংলাদেশি পর্যটকদের হোটেল, হোম-স্টে, লজ কোনও কিছুই ভাড়া দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম-স্টে কর্তৃপক্ষ। এমনটাই সাফ জানিয়ে দিলেন তাঁরা।
এদিকে, বড়দিনের আগে বড় উপহার পেতে চলেছেন বাংলার ৫০ লক্ষ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যের মুখ দেখতে চলেছে বাংলার বাড়ি প্রকল্প। বাংলা আবাস যোজনার টাকা আজ, মঙ্গলবার থেকে ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। নবান্ন থেকে এই প্রকল্পে টাকা দেওয়ার সূচনা করবেন মমতা। বড়দিনের আগেই রাজ্যের ১২ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ির টাকা। নবান্ন সভাঘর থেকে সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন ফিরহাদের মন্তব্যে বিতর্কের ঝড়, মন্ত্রীর বক্তব্যের দায় এড়িয়ে কঠোর বার্তা দিল দল
-
Dec 17, 2024 19:08 IST
West Bengal News Live: ফসলে বিষ
প্রায় ৪২ বিঘা জমিতে বিষ মিশিয়ে ফসলে ক্ষতি করলো দুষ্কৃতীরা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হবিবপুরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামে। ক্ষিপ্ত চাষিরা জমিতে দাঁড়িয়েই বিক্ষোভ দেখান। এরপর ঘটনার খবর পেয়ে রাধাকান্তপুর এলাকায় তদন্তে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। প্রায় এক ডজন চাষি নিজেদের জমির ক্ষতির বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।