West Bengal News Highlights: 'যোগীর রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত', যাদবপুর কাণ্ডে ক্ষুব্ধ ফিরহাদ হাকিম

West Bengal News Highlights 2 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Jadavpur-Firhad

News in West Bengal Live: যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার ঘটনায় ক্ষিপ্ত ফিরহাদ হাকিম

Latest West Bengal News Highlights: যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার ঘটনায় এবার ক্ষিপ্ত সুর রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। ঘটনার ২৪ ঘণ্টা পর তিনি বললেন,  'গুন্ডাবাজি, বিজেপি শাসিত রাজ্যে করতে পারত, যোগীর রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত। কেন গাড়ি আটকাতে গেল, কেন এই পরিস্থিতি তৈরি হল? রাস্তায় ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবে আমার সঙ্গে কথা বলুন, এটা কোনও গণতান্ত্রিক উপায়? গাড়ির সামনে দৌড়তে দৌড়তে পড়ে গেল, মনে হয় গাড়ির কোনও বাম্পার চোখে লেগেছে'।

Advertisment

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি, পড়ুয়াদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে সোমবার আন্দোলনের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। আবার সোমবার থেকেই রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে রাস্তাঘাটে কোনও সমস্যায় না পড়ে সে কারণে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রবিবার সাংবাদিক বৈঠকে তাঁর সাফ হুঁশিয়ারি, 'পরীক্ষার্থীরা রাস্তাঘাটে কোনও সমস্যায় পড়লে অ্যাকশন নেওয়া হবে।'

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধুন্ধুমার। বর্ধমানে কার্জন গেটে বিক্ষোভ SFI-এর। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বিক্ষোভরত সমর্থকদের।  পালটা রাস্তায় নামার হুমকি মন্ত্রী অরূপ বিশ্বাসের। ছাত্র সংসদ নির্বাচন ও একাধিক দাবি দাওয়া নিয়ে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন। পাশাপাশি এদিন বাঁকুড়াতেও বিক্ষোভ প্রদর্শন করে SFI-DYFI।

  • Mar 02, 2025 18:02 IST

    West Bengal News Live: 'যোগীর রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত', যাদবপুর কাণ্ডে ক্ষুব্ধ ফিরহাদ হাকিম

    যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার ঘটনায় এবার ক্ষিপ্ত সুর রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। ঘটনার ২৪ ঘণ্টা পর তিনি বললেন,  'গুন্ডাবাজি, বিজেপি শাসিত রাজ্যে করতে পারত, যোগীর রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত। কেন গাড়ি আটকাতে গেল, কেন এই পরিস্থিতি তৈরি হল? রাস্তায় ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবে আমার সঙ্গে কথা বলুন, এটা কোনও গণতান্ত্রিক উপায়? গাড়ির সামনে দৌড়তে দৌড়তে পড়ে গেল, মনে হয় গাড়ির কোনও বাম্পার চোখে লেগেছে'।

     



  • Mar 02, 2025 17:22 IST

    West Bengal News Live: পরীক্ষার্থীরা সমস্যায় পড়লেই অ্যাকশন! উচ্চ মাধ্যমিক শুরুর আগে কড়া বার্তা সিপি-র

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি, পড়ুয়াদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে সোমবার আন্দোলনের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। আবার সোমবার থেকেই রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে রাস্তাঘাটে কোনও সমস্যায় না পড়ে সে কারণে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রবিবার সাংবাদিক বৈঠকে তাঁর সাফ হুঁশিয়ারি, 'পরীক্ষার্থীরা রাস্তাঘাটে কোনও সমস্যায় পড়লে অ্যাকশন নেওয়া হবে।'



  • Advertisment
  • Mar 02, 2025 16:54 IST

    West Bengal News Live: যাদবপুর কাণ্ডে SFI নেতা ছেলের উপর ক্ষুব্ধ তৃণমূল নেতা বাবা

    যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ ঘিরে অশান্তির জেরে আক্রান্ত হয়েছেন কলা বিভাগের পড়ুয়া তথা এসএফআই নেতা অভিনব বসু। কিন্তু তাঁর বাবা হাওড়ার সাঁকরাইলের তৃণমূল নেতা অমৃত বসু। ছেলের কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল নেতা। রবিবার সাংবাদিক বৈঠক করে তাঁর দাবি, ছেলের সঙ্গে কোনও সম্পর্ক তাঁর নেই। এমনকী বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোয় নিন্দা করেছেন অমৃত বসু।



  • Mar 02, 2025 13:42 IST

    West Bengal News Live: সিপিএম-বিজেপির চক্রান্ততেই বাদ পড়ল ভোটার তালিকায় থাকা নাম, বিস্ফোরক অভিযোগ

    সিপিএম-বিজেপির চক্রান্ততেই বাদ পড়ল ভোটার তালিকায় থাকা নাম বিস্ফোরক অভিযোগ তৃণমূলের।  কে কেটল, কেন কাটল? প্রশ্ন কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিন্দ্য কিশোর রাউতের। ভোটার তালিকা মিলিয়ে দেখতে গিয়ে দেখা গিয়েছে প্রতি পার্টে ২৫-৩০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। 



  • Mar 02, 2025 12:55 IST

    West Bengal News Live: হাইকোর্ট চত্ত্বরে তরুণী সাংবাদিককে হেনস্থা, শাসকের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু

    হাইকোর্ট চত্ত্বরে তরুণী সাংবাদিককে হেনস্থা। আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। তরুণী সাংবাদিকের দাবি শাসকদলের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার জন্যই তাঁকে হেনস্থা করা হয়। মারধর করা হয় ক্যামেরা পার্সনকেও। এদিকে মহিলা সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে এফআইআরের কপি পোস্ট করে জানিয়েছেন, আমি আশা করি হেয়ার স্ট্রিট থানার পুলিশ বিষয়টি সঠিকভাবে তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।



  • Mar 02, 2025 12:49 IST

    West Bengal News Live: প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ

    প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখাল বেশ কিছু আইনজীবী।

    আইনজীবীদের দাবী আমাদের আন্দোলনের তিনটে ইস্যু এবং সোসাইটিকে একটি বার্তা দিতে চাই যে উপেন বিশ্বাস আমাদের কাছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের  আইকন বলে আমরা মনে করতাম। কিন্তু দিনের শেষে যেটা উপলব্ধি করলাম দীর্ঘদিন উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মন্ত্রী থাকাকালীন, উনি চেয়ারম্যান থাকাকালীন পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কোন কাজ করেননি। পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোকেদের উনি ব্যবহার করে ক্ষীর খেয়েছেন বাড়ি বসে। তিনি ফোন ধরেন না দেখা করতে এলে দেখা করেন না। কিন্তু মোহন ভগবতকে বাড়িতে ডেকে ভুরিভোজ খাওয়াচ্ছেন। পরবর্তীকালে প্রত্যেকটা লোক যারা ব্যাকওয়ার্ড ক্লাসের নাম করে ক্ষীর খাচ্ছেন তাদের প্রত্যেকের বাড়ির সামনে বিক্ষোভ হবে। প্রত্যেকের বিরুদ্ধে মিছিল হবে।



  • Mar 02, 2025 12:14 IST

    West Bengal News Live: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধুন্ধুমার

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধুন্ধুমার। বর্ধমানে কার্জন গেটে বিক্ষোভ SFI-এর। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বিক্ষোভরত সমর্থকদের।  পালটা রাস্তায় নামার হুমকি মন্ত্রী অরূপ বিশ্বাসের। ছাত্র সংসদ নির্বাচন ও একাধিক দাবি দাওয়া নিয়ে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন। পাশাপাশি এদিন বাঁকুড়াতেও বিক্ষোভ প্রদর্শন করে SFI-DYFI



  • Mar 02, 2025 11:37 IST

    West Bengal News Live: যাদবপুর কাণ্ডে গ্রেফতার এক

    ধুন্ধুমার যাদবপুর, গতকালের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে আজ ভোররাতে আটক করে। জানা গিয়েছে তিনি একটি আইটি সংস্থায় কর্মরত। ধৃতকে আজ আদালতে তোলা হবে। জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাংচুর, মন্ত্রীর গাড়িতে হামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 



  • Mar 02, 2025 11:31 IST

    West Bengal News Live: বিজেপি বিধায়কের গাড়িতে দুষ্কৃতী তান্ডব

    বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে দুষ্কৃতী তান্ডব।  নাশকতার ছক গাজোলে। বিধাইয়ক চিন্ময় দেব বর্মনের গাড়িতে দুষ্কৃতী তান্ডব। ঘটনাটি গাজল থানার শংকরপুর এলাকায়। ঘটনার জেরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। গাড়িতে বিস্ফোরক রেখে দেওয়ার অভিযোগ। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাজোল থানায় । তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গাজোলে। বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের হামলার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। গাজোল শহর এলাকায় সুকান্ত পল্লীতে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে তিনি থাকেন। প্রায় আধঘণ্টা ধরে গাড়িটির উপর তাণ্ডব চালায়  দুষ্কৃতীরা। তবে যেভাবে একেবারে শহর এলাকায় জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটলোতাতে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে বিধায়কের  পরিবার।
     
    বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়েই গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।এই ঘটনায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডু জানান, বিজেপি বিধায়ককে আমি বলব আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা যখন অভিযোগ করেছেন পুলিশের উপরে ভরসা রাখুন পুলিশের ঠিক অপরাধীকে  খুঁজে বার করবে এবং সঠিক এর তদন্ত হবে। 

    attacks on MLA Car
    বিজেপি বিধায়কের গাড়িতে দুষ্কৃতী তান্ডব

     



  • Mar 02, 2025 10:25 IST

    West Bengal News Live: ভয়াবহ পথ দুর্ঘটনা, দুই মহিলা সহ তিন জনের মৃত্যু

    নদীয়ার হরিণঘাটায় ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স-লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দুই মহিলা সহ তিন জনের। আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে অ্যাম্বুলেন্সটি ঝাড়খন্ড থেকে রোগী নিয়ে SSKM হাসপাতালে যাচ্ছিল। গতকাল রাত ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে। 



  • Mar 02, 2025 09:50 IST

    West Bengal News Live: নদী বাঁধে ধস বাসন্তীতে, এলাকায় আতঙ্ক

    অমাবস্যার ভরা কটালের জেরে বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধে ধস নামল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের পুরন্দর গ্রামে। অন্তত তিনশো মিটারের বেশি এলাকা জুড়ে বাঁধে ধস নেমেছে। হোগল নদীর বাঁধে ধসের ঘটনায় এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। শনিবার রাতে ধস নামে বাঁধে। এলাকার মানুষের দাবী, বারে বারে এই এলাকায় বাঁধে ধস নামলেও বাঁধ মেরামতির কোন উদ্যোগ নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের। বর্তমানে বাঁধের যা পরিস্থিতি তাতে এলাকার সাধারণ মানুষ দুশ্চিন্তায় রয়েছেন। যেভাবে বাঁধে ধস নেমেছে তাতে দ্রুত বাঁধ মেরামতির কাজ দ্রুত শুরু না হলে অদূর ভবিষ্যতে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে ভাসিয়ে নিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা।



  • Mar 02, 2025 09:31 IST

    West Bengal News Live: ঘিঞ্জি এলাকায় আগুন, আতঙ্ক

    কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে ভয়ঙ্কর ঘটনা। ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন। আতঙ্কে কাঁটা এলাকার বাসিন্দারা। রবিবার সকাল সাতটা হরিদেবপুরের করুণাময়ী ঘাট রোডে আগুন। লাইট পোস্ট থেকেই আগুন ছড়ায় বলেই দাবি স্থানীয়দের। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 



  • Mar 02, 2025 09:20 IST

    West Bengal News Live: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে শুভেচ্ছা বার্তায় লিখেছেন,পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজান মাস আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক। এই পবিত্র মাস ধ্যান, কৃতজ্ঞতা এবং ভক্তির প্রতীক, এবং আমাদের করুণা, দয়া এবং সেবার মূল্যবোধের কথাও মনে করিয়ে দেয়। রমজান মোবারক"।



  • Mar 02, 2025 08:56 IST

    West Bengal News Live: হ্যাক শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল

    হ্যাক করা হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল।  শনিবার গায়িকা জানিয়েছেন যে ১৩ ফেব্রুয়ারি থেকে  তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তিনি এটি পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্যটি শেয়ার করে ফ্যানেদের সতর্ক করে বলেছেন, তার টুইটার প্রোফাইল থেকে পাঠানো কোনও লিঙ্কে যেন কেউ ক্লিক না করে। শ্রেয়া তার পোস্টে লিখেছেন, "নমস্কার, ফ্যানেরা এবং বন্ধুরা। আমার টুইটার / এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক করা হয়েছে। আমি এটি পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং এক্স টিমের সাথেও যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব হয়নি"। 



  • Mar 02, 2025 08:53 IST

    West Bengal News Live: ইউক্রেনকে কোটি কোটি ডলার সাহায্য, ব্রিটেনকে পাশে পেয়ে আপ্লুত জেলেনস্কি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুমুল বাকবিতণ্ডার পর শনিবার (১ মার্চ, ২০২৫) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে ব্রিটেন এবং ইউক্রেন ২.২৬ বিলিয়ন পাউন্ড (প্রায় ২.৮৪ বিলিয়ন ডলার) মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে  এই বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আবারও ইউক্রেনের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে ব্রিটেন সর্বদা ইউক্রেনের পাশে থাকবে।

    এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর , জেলেনস্কি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “লন্ডনে ব্রিটিশ  প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি ফলপ্রসূ এবং উষ্ণ বৈঠক হয়। আলোচনার সময়, আমরা ইউক্রেন এবং সমগ্র ইউরোপের চ্যালেঞ্জ, ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ এবং ন্যায়সঙ্গত শান্তির মাধ্যমে যুদ্ধের অবসান, সেইসঙ্গে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছি।" জেলেনস্কি আরও লিখেছেন, “ ইউক্রেন এবং ব্রিটেন একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এই ঋণ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কাজে আসবে। যুদ্ধের শুরু থেকে ব্রিটেনের জনগণ এবং সরকারের অসাধারণ সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা এই ধরণের কৌশলগত অংশীদার পেয়ে আনন্দিত।”

     Warm meeting with UK PM Keir Starmer says zelenskyy
    ইউক্রেনকে কোটি কোটি ডলার সাহায্য, ব্রিটেনকে পাশে পেয়ে আপ্লুত জেলেনস্কি

     



Jadavpur University westbengal Bengali News news in west bengal news of west bengal