Advertisment

West Bengal News Highlights: 'বম্ব চার্জ করব, বুঝবে মজা', তৃণমূলেরই অন্য বিধায়কের অনুগামীদের হুমকি বিধায়ক অখিলের

West Bengal News Highlights 14 January 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
wb minister akhil giri again in controversy threaten female forest official, অখিল গিরি, মহিলা ফরেস্ট অফিসারকে হুমকি

News in West Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

West Bengal News Highlights: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া বা ট্রায়াল শুরু হল মঙ্গলবার থেকে। এদিন বিচার ভবনে গোটা বিচারপর্ব চলে একটি রুদ্ধদ্বার কক্ষে। যেখানে বাইরের কারও প্রবেশাধিকার নেই। সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এদিন।

Advertisment

বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিনের হাই ডোজেই প্রসূতির মৃত্যু? মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডে সাড়ে ৫ পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে,  অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে ৫ রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল।

এদিকে, বিষাক্ত স্যালাইনে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধছে না। ঠিক মতো কাজ করছে না ফুসফুস ও কিডনি। ক্ষতি হয়েছে তাঁদের ফুসফুস ও কিডনির। ৩ প্রসূতির চিকিৎসার দায়িত্বে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। SSKM হাসপাতালের ITU-তে রয়েছেন এক প্রসূতি নাসরিন খাতুন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি বাকি দুই প্রসূতি মাম্পি সিংহ ও মিনারা বিবি। 

আরও পড়ুন মহাকুম্ভে প্রথম অমৃত স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর, মকর সংক্রান্তিতে লোকারণ্য প্রয়াগরাজ

  • Jan 14, 2025 20:59 IST

    West Bengal News Live: বেনজির হুমকি অখিলের

    এবার পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রাক্তন কারামন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি প্রকাশ্যে বোমা ছোঁড়ার হুঁশিয়ারি দিলেন তাঁরই দলের অন্য বিধায়কের অনুগামীদের। অখিল গিরির হুমকি শুনে রীতিমতো কটাক্ষ জুড়ে দেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক গোষ্ঠীর লোকজন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অখিল গিরিকে প্রকাশ্য রাস্তায় আঙুল উঁচিয়ে বেশ কিছু মন্তব্য করতে শোনা গিয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।



  • Jan 14, 2025 20:41 IST

    West Bengal News Live: ফের পুরুলিয়ার জঙ্গলে বাঘের হানা?

    ফের পুরুলিয়ার (Purulia) জঙ্গলে বাঘের হানা? এখনই এই ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য না মিললেও বান্দোয়ানের রাইকা পাহাড়ের কাছে জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়নি বনদপ্তরও। পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। বাঘের খোঁজে ফের এক দুঃসাহসিক অভিযানও শুরু হয়েছে। 



  • Advertisment
  • Jan 14, 2025 19:17 IST

    West Bengal News Live: ভেঙে ফেলা হচ্ছে বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট-বাড়ি

    বাঘাযতীনের হেলে পাড়া ফ্ল্যাট-বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আচমকা বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ওই চারতলার ফ্ল্যাট বাড়িটি একদিকে হেলে পড়ে। তবে এবার সেই বহুতলটি সম্পূর্ণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরসভা, পুলিশ, দমকল আধিকারিকদের তদারকিতে চলছে ফ্ল্যাট-বাড়ি ভাঙার কাজ। এদিকে, ফ্ল্যাট-বাড়ি ভাঙার খবর শুনে উদ্বিগ্ন বাসিন্দারা ছুটে আসেন। গুরুত্বপূর্ণ সব নথিপত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

    News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর
    মঙ্গলবার দুপুরে আচমকা বাঘাযতীনে একদিকে হেলে পড়ে এই চারতলা ফ্ল্যাট-বাড়ি।

     



  • Jan 14, 2025 18:29 IST

    West Bengal News Live: স্ত্রীকে শিকলে বেঁধেছেন স্বামী

    শিকলে পা বেঁধে স্ত্রীকে দিয়ে সবজি বিক্রি করাচ্ছেন স্বামী। যদিও স্বামীর বক্তব্য, সবজি বিক্রি করানো নয়, স্ত্রী মানসিক ভারসাম্যহীন। সে যাতে পালিয়ে না যায়, তার জন্য ওকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মালদা শহরের রথবাড়ি এলাকার নেতাজি পুর মার্কেট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ধারে শিকলে বন্দি মধ্যবয়স্কা মহিলার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।



  • Jan 14, 2025 17:57 IST

    West Bengal News Live:শুভেন্দুকে কটাক্ষ পার্থর

    পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর, গতকাল এমনই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু বলেছিলেন, "রাজ্যের প্রশাসনিক প্রধানপার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথাগুলো বলব না। সম্প্রতি এি কথা। তিনি যেদিন চান বেলের মোরব্বা খান. যেদিন চান খাসির মাংস খান।" তবে এবার শুভেন্দুর বক্তব্যের জবাব পাল্টা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এপ্রসঙ্গে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে এদিন পার্থ চট্টোপাধ্যয়া বলেছেন, "পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।"



  • Jan 14, 2025 16:36 IST

    West Bengal News Live: থাইল্যান্ডে ঘুরতে যাওয়াই কাল হল! হোটেলের বাথটবে উদ্ধার মহিলার দেহ

    থাইল্যান্ডের এক হোটেলের বাথটব থেকে উদ্ধার ভারতীয় মহিলার দেহ। উত্তরপ্রদেশের বাসিন্দা মৃত মহিলার নাম প্রিয়াঙ্কা শর্মা। পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কাকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।



  • Jan 14, 2025 14:58 IST

    West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থদের বিচার শুরু

    নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া বা ট্রায়াল শুরু হল মঙ্গলবার থেকে। এদিন বিচার ভবনে গোটা বিচারপর্ব চলবে একটি রুদ্ধদ্বার কক্ষে। যেখানে বাইরের কারও প্রবেশাধিকার নেই। সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এদিন।



  • Jan 14, 2025 14:26 IST

    West Bengal News Live: ৪০ কোটির বেশি পূণার্থীর সমাগম, ২ লক্ষ কোটির ব্যবসা মহাকুম্ভে

    বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান 'মহাকুম্ভ ২০২৫' সোমবার থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুইয়ারি পর্যন্ত চলা এই মহাকুম্ভ মেলায় ২ লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে।



  • Jan 14, 2025 13:47 IST

    West Bengal News Live: স্যালাইন কাণ্ডের তদন্তে হাসপাতালে সিআইডির টিম

    স্যালাইন কাণ্ডের তদন্তে মঙ্গলবার থেকেই তৎপরতা সিআইডির। এদিন সকালে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের দুই সদস্যের প্রতিনিধিদল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকেরা।



  • Jan 14, 2025 12:39 IST

    West Bengal News Live: বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিনের হাই ডোজেই প্রসূতির মৃত্যু?

    বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিনের হাই ডোজেই প্রসূতির মৃত্যু? মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডে সাড়ে ৫ পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে,  অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে ৫ রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল।



  • Jan 14, 2025 12:27 IST

    West Bengal News Live: মকর সংক্রান্তিতেও কনকনে শীতের দেখা নেই বাংলায়

    মকর সংক্রান্তিতেও কনকনে শীতের দেখা নেই বাংলায়। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ারও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারদপতন হতে পারে।



  • Jan 14, 2025 11:29 IST

    West Bengal News Live: ১২ দিনের মাথায় ফের শুট আউট মালদায়

     ১২ দিনের মাথায় আবার শুট আউট মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। ঘটনায় আহত আরো এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গেছে আজ সকালে কালিয়া চকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ ঠিক সেই সময় তৃণমূলেরই আরো এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।



  • Jan 14, 2025 10:28 IST

    West Bengal News Live: ফের বাঘের ভয় মৈপীঠে, গড়েরচকে টাটকা পায়ের ছাপ

    ফের বাঘের ভয় মৈপীঠে। এবার গড়েরচকে লোকালয় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের উদ্বেগের মধ্যে তৎপরতা বনদফতরের। নির্দিষ্ট এলাকা জাল দিয়ে ঘিরলেন বনকর্মীরা।



  • Jan 14, 2025 09:39 IST

    West Bengal News Live: টানা ৪ দিন বন্ধ থাকবে বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

    বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে একটি রেলসেতুতে গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজের কারণে টানা চার দিন ওই সেতু দিয়ে বন্ধ থাকবে ট্রেন চলাচল। বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লোকালও। বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে। জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম।



  • Jan 14, 2025 09:34 IST

    West Bengal News Live: রাস্তা আটকে তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালন, বিতর্কে ঘি শুভেন্দুর

    বজবজে রাস্তা আটকে তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালন। ফাটানো হল বাজি, উড়ল দেদার টাকা। ভিডিও পোস্ট করে এমনই চাঞ্চল্য়কর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'যা বলার দলকে বলব', পাল্টা সাফাই তৃণমূল নেতার।



  • Jan 14, 2025 09:32 IST

    West Bengal News Live: অনুব্রত ঘনিষ্ঠের হাত-পা ভাঙার অভিযোগ নানুরে, কাঠগড়ায় কাজল শেখ অনুগামীরা

    এবার অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে। অভিযোগ অস্বীকার করেছেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের সভাপতি। অনুব্রত মণ্ডলের অনুগামী বলেই আক্রোশ থেকে তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য় করে চালানো হয়েছে গুলি। গোটা ঘটনায় আঙুল উঠেছে কাজল শেখের অনুগামীদের দিকে।



  • Jan 14, 2025 08:57 IST

    West Bengal News Live: ঢাকার পাল্টা নয়াদিল্লির, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব ভারতের

    ভারত-বাংলাদেশ সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, সোমবার ভারত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে। রবিবার, বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে সীমান্তে বিএসএফ যে বেড়া দেওয়ার কাজ শুরু করেছে সেই বিষয়ে আপত্তি প্রকাশ করে। মাত্র কয়েকদিন আগেই  মালদা ও কোচবিহারে সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় দু'দেশের মধ্যে। তার রেশ কাটতে না কাটতেই সোমবার সাউথ ব্লকে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে। সূত্রের খবর বেড়া দিতে কোথায় আপত্তি তা জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। 



  • Jan 14, 2025 08:57 IST

    West Bengal News Live: স্যালাইন কাণ্ডের তদন্তে সিআইডি

    স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। গাফিলতি প্রমাণ কড়া পদক্ষেপ করবে নবান্ন। সোমবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যসচিব। তিনি বলেছেন, যাঁদের গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে তাঁদের কোনও ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য দফতরের পাশাপাশি এই ঘটনায় তদন্ত করবে সিআইডি।



  • Jan 14, 2025 08:56 IST

    West Bengal News Live: বিষাক্ত স্যালাইনে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক

    বিষাক্ত স্যালাইনে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধছে না। ঠিক মতো কাজ করছে না ফুসফুস ও কিডনি। ক্ষতি হয়েছে তাঁদের ফুসফুস ও কিডনির। ৩ প্রসূতির চিকিৎসার দায়িত্বে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। SSKM হাসপাতালের ITU-তে রয়েছেন এক প্রসূতি নাসরিন খাতুন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি বাকি দুই প্রসূতি মাম্পি সিংহ ও মিনারা বিবি। 



  • Jan 14, 2025 08:56 IST

    West Bengal News Live: গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম মকর সংক্রান্তিতে

    আজ, মঙ্গলবার মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। শীত উপেক্ষা করে সকাল থেকে স্নান করছেন পুণ্যার্থীরা। কয়েকদিন আগে থেকেই দলে দলে পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। মকর স্নান উপলক্ষ্যে মঙ্গলবার ভোর থেকেই পুণ্যার্থীরা সাগরসঙ্গমে ভিড় করেন। মুড়িগঙ্গার জলে ডুব দিয়ে মকর স্নান করেন। ভোর থেকেই উপচে পড়ে সাগরসঙ্গমে পুণ্যার্থীদের ভিড়।



west bengal politics West Bengal West Bengal Police West Bengal News Gangasagar Mela Makar Sankranti news in west bengal west bengal latest news
Advertisment