/indian-express-bangla/media/media_files/2025/01/13/W30K5BCPSybm2eSh1XKs.jpg)
News in West Bengal Highlights : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: আরজি কর মামলায় ধর্ষক-খুনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে সায় নেই নির্যাতিত চিকিৎসকের পরিবারের। নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, 'ওঁকে ওত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী এতদিন যা করেছেন আর যেন উনি না করেন, এটাই আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে।'
৮ দিন ধরে বনকর্মীদের নাকানিচোবানি খাইয়ে অবশেষে বাংলা ছাড়ল ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার জঙ্গলে চলে আসা রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক কৌশলে তাকে খাঁচাবন্দি করার চেষ্টা হয়েছিল। খাবারের টোপ দিয়ে, ফাঁদ পেতে, খাঁচা বসিয়ে। কিন্তু ধরা দেয়নি সে। তবে সোমবার বনকর্মীরা খবর পেয়েছেন ঝাড়খণ্ডে ফিরে গিয়েছে সেই বাঘ। পড়শি রাজ্যে ঘাঁটিকুলির জঙ্গলে পায়ের ছাপ দেখে নিশ্চিত হয়েছেন বনকর্মীরা।
আরজি কর মামলায় শাস্তি ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে তিনি অনড়। এও জানান যে, ফাঁসির দাবিতে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হবে। মঙ্গলবারই আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
-
Jan 21, 2025 20:58 IST
West Bengal News Live: পুলিশকে ধোকা দিয়ে পালাল বাইক চোর!
তিনবার পুলিশকে ধোকা দিয়ে পালানো বাইক চোরের নাগাল এখনও পায়নি পুলিশ। এবার আর এক বাইক চোর কালনা পুলিশকে ধোকা দিয়ে পালালো। তিন তিনবার পুলিশকে ধোকা দিয়ে পালানো কুখ্যাত বাইক চোর বাসুদেব মণ্ডল এখন পুলিশের 'হিট লিস্টে'। সেই তালিকায় এবার যুক্ত হল আর এক বাইক চোর সুজয় মল্লিকের নাম। বাইক চুরির অভিযোগে অভিযুক্ত সুজয় পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার দুপুরে বাথরুম যাওয়ার অছিলায় পুলিশকে ধোকা দিয়ে সুজয় হাসপাতাল থেকে পালিয়ে যায়।
-
Jan 21, 2025 20:26 IST
West Bengal News Live: কাঁটাতার লাগানো নিয়ে বৈঠকে BSF
উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় কাঁটাতার নেই । সেই এলাকায় কাঁটাতার দিতে গাইঘাটা ব্লক অফিসে বিএসএফ-এর সঙ্গে বৈঠক করল ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার বিকেলের এই বৈঠকে উপস্তিত ছিলেন বিএসএফ-এর ৫ ও ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকেরা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন গাইঘাটার বিডিও, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লকের ভূমি রাজস্ব দপ্তরে আধিকারিকেরা।
-
Jan 21, 2025 20:25 IST
West Bengal News Live: কপাল চাপড়ালেন 'কন্যাশ্রী'রা!
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হেলিপ্যাডে গিয়ে ১৭ জন 'বঞ্চিত কন্যাশ্রী' ঠাঁয় দাড়িয়েই থাকলেন। মঞ্চে তখন সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা প্রদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাধের 'কন্যাশ্রী' (Kanyashree) প্রকল্প নিয়ে বক্তব্য রাখছেন তিনি নিজে। তখনই মানিকচকের এনায়েতপুর হাই স্কুলের ১৭ জন ছাত্রী হাতে ব্যানার নিয়ে সেখানে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। কিন্তু ঠাঁয় দাঁড়িয়ে থাকাই সার হল। তাঁরা দেখা পাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
Jan 21, 2025 18:46 IST
West Bengal News Live: ব্রাত্য বসুকে নিশানা SFI-এর
'পড়াশোনাকে গুরুত্বহীন করে দিয়েছে বাংলার সরকার', সাংবাদিক বৈঠক করে তোপ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও কড়া সমালোচনা করেছে এই ছাত্র সংগঠনটি। সংগঠনের তরফে ব্রাত্য বসুর 'মার্কশিট' প্রকাশ করা হয়েছে। বিকল্প শিক্ষানীতির প্রস্তাব পেশ করে এসএফআই এদিন শিক্ষার পরিকাঠামো উন্নয়নে সরকারি খরচ বৃদ্ধি থেকে শুরু করে স্কুলে-স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনার প্রশ্ন-সহ একাধিক ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছে। ব্রাত্য বসুকে '১০-এর মধ্যে ০' দিয়ে একটি 'মার্কশিট' বানিয়েছে SFI। সেই 'মার্কশিট' বিকাশ ভবনে পৌঁছে দিতে চায় বাম ছাত্র সংগঠনটি।
এসএফআইয়ের সেই 'মার্কশিট'। -
Jan 21, 2025 17:58 IST
West bengal News Live:গ্রেপ্তার বাংলাদেশি যুবক
এবার মধ্যমগ্রাম থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, কোনওভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়েছিল ওই যুবক। ভুয়ো ঠিকানা ব্যবহার করে জাল পাসপোর্টও বানিয়ে ফেলেছিল ওই যুবক। পাসপোর্ট তৈরির জন্য ভুয়ো নথি ব্যবহার করেছিল সেই যুবক। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই সত্যিটা বেরিয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় তাকে।
-
Jan 21, 2025 16:54 IST
West bengal News Live: বিধ্বংসী আগুন
ব্যারাকপুরে অতীন্দ্র শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন। আগুন লেগেছে শপিংমলের একটি ক্যাফেতেও। গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
-
Jan 21, 2025 16:26 IST
West Bengal News LIVE: 'ওঁকে ওত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না', মুখ্যমন্ত্রীর উদ্দেশে নির্যাতিতার বাবা
আরজি কর মামলায় ধর্ষক-খুনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে সায় নেই নির্যাতিত চিকিৎসকের পরিবারের। নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, 'ওঁকে ওত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী এতদিন যা করেছেন আর যেন উনি না করেন, এটাই আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে।'
-
Jan 21, 2025 16:02 IST
West Bengal News LIVE: চুরি করতে ঢুকে রাতভর চুটিয়ে মদ্যপান, ভোরে টাকা-গয়না নিয়ে চম্পট
বাড়িতে চুরি করতে ঢুকে সারারাত চুটিয়ে মদ্যপান চোরেদের। ভোরে পালানোর সময় নগদ ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট চোরেদের। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাষগ্রাম এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ দায়েরের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভির ফুটেজ।
-
Jan 21, 2025 15:32 IST
West Bengal News LIVE: ৮ দিন পর বাংলা ছাড়ল জিনাতের 'প্রেমিক', ঝাড়খণ্ডে ফিরেছে বাঘ
৮ দিন ধরে বনকর্মীদের নাকানিচোবানি খাইয়ে অবশেষে বাংলা ছাড়ল ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার জঙ্গলে চলে আসা রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক কৌশলে তাকে খাঁচাবন্দি করার চেষ্টা হয়েছিল। খাবারের টোপ দিয়ে, ফাঁদ পেতে, খাঁচা বসিয়ে। কিন্তু ধরা দেয়নি সে। তবে সোমবার বনকর্মীরা খবর পেয়েছেন ঝাড়খণ্ডে ফিরে গিয়েছে সেই বাঘ। পড়শি রাজ্যে ঘাঁটিকুলির জঙ্গলে পায়ের ছাপ দেখে নিশ্চিত হয়েছেন বনকর্মীরা।
-
Jan 21, 2025 14:29 IST
West Bengal News LIVE: বালি ব্রিজে মেরামতির জন্য ১০০ ঘণ্টা ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ
মেরামতির কাজের জন্য চারদিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশ। ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত টানা ১০০ ঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ-ডানকুনি রুটে ট্রেন চলাচল। ডানকুনিগামী বাস-গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। ফলে বালি ব্রিজ দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হওয়ার আশঙ্কা।
-
Jan 21, 2025 14:21 IST
West Bengal News LIVE: সম্পর্কে টানাপোড়েনের জেরেই নাবালিকা ছাত্রীকে খুন বাসন্তীতে!
সম্পর্কের টানাপোড়েনের জেরেই নাবালিকা ছাত্রীকে খুন বাসন্তীতে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রেমিকের হাতে খুন অষ্টম শ্রেণির ছাত্রী। জেরায় খুনের কথা কবুল অভিযুক্তের। আজ, নাবালিকার দেহ ময়নাতদন্তে পাঠাবে পুলিশ।
-
Jan 21, 2025 12:51 IST
West Bengal News LIVE: গোয়ালপোখর কাণ্ডে সাজ্জাদের সহযোগী বাংলাদেশি আবদুল হোসেন গ্রেফতার
গোয়ালপোখরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম আগেই নিহত। এবার আদালতে তাঁকে বন্দুক সরবরাহকারী আবদুল হোসেন ওরফে ‘আবাল’কে গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশি এই যুবক সাজ্জাদের মূল সহযোগী ছিল। রবিবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার অন্তর্গত সীমান্তলাগোয়া রসাখোয়া এলাকা থেকে গ্রেফতার।
-
Jan 21, 2025 12:07 IST
West Bengal News LIVE: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য, মামলা দায়েরের অনুমতি আদালতের
আরজি কর মামলায় শাস্তি ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে তিনি অনড়। এও জানান যে, ফাঁসির দাবিতে রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হবে। মঙ্গলবারই আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
-
Jan 21, 2025 10:54 IST
West Bengal News LIVE: নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ মাওবাদী নিহত ছত্তিশগড়ে
ওড়িশার সীমান্তবর্তী ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলার একটি টাইগার রিজার্ভের ভিতরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে কমপক্ষে ১২ জন মাওবাদী নিহত হয়েছে।
-
Jan 21, 2025 10:26 IST
West Bengal News LIVE: সরকারি বাসের চাকায় পিষ্ট মহিলা, প্রাণে রক্ষা তিন বছরের মেয়ের, মর্মান্তিক দুর্ঘটনা যাদবপুরে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মহিলার। বেপরোয়া সরকারি বাসের বাইক থেকে পড়ে প্রাণ গেল মহিলার। মঙ্গলবার সকালে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হন বাইক চালক মহিলার স্বামী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা। বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা।
-
Jan 21, 2025 09:54 IST
West Bengal News LIVE: জঙ্গলমহল উৎসবে ব্রাত্য বিজেপি বিধায়ক
জঙ্গলমহল উৎসবের সূচনার দিনই বিরাট বিতর্ক। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য বিজেপি বিধায়ক। উৎসবের সূচনা করেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। অনুষ্ঠান তালিকায় জেলার তৃণমূলের প্রতীকে নির্বাচিত সমস্ত সাংসদ এবং বিধায়কদের নাম থাকলেও একমাত্র বিজেপি বিধায়ক দুবরাজপুরের অনুপ সাহার নাম স্থান পায়নি। অনুপবাবুর অভিযোগ, “সরকারি অনুষ্ঠানকেও ওরা দলীয় অনুষ্ঠানে পরিণত করেছে। সেই কারণেই আমার নাম থাকা তো দুরের কথা আমন্ত্রণ জানানোর সৌজন্য টুকুও দেখাননি সরকারি আধিকারিকরা।"
-
Jan 21, 2025 09:26 IST
West Bengal News LIVE: মালদায় নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে দেখা মমতার
বাবলার সরকারের অসম্পূর্ণ কাজ করবে তাঁর স্ত্রী চৈতালি সরকার। সোমবার নিহত মালদা তৃণমূলের সহ-সভাপতি বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে দেখা করার পর এমনটাই সাংবাদিকদের সামনে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ৩টা ৪৫ মিনিট থেকে প্রায় পৌনে এক ঘন্টা মুখ্যমন্ত্রী ইংরেজবাজার শহরের মহানন্দাপল্লী এলাকার বাবলা সরকার বাড়িতে ছিলেন। সেখানেই নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গেই দীর্ঘক্ষণ নানান বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।
-
Jan 21, 2025 09:17 IST
West Bengal News LIVE: স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, পলাতক স্বামী
স্বামী-স্ত্রী বিবাদের জেরে মৃত্যু গৃহবধূর। মৃতার নাম আসমিরা সর্দার (২১)। ক্যানিংয়ের সুন্ধিপুকুরিয়া এলাকার ঘটনা। আসমিরাকে খুন করে ঘরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী মিজানুর সর্দার। পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
-
Jan 21, 2025 08:48 IST
West Bengal News LIVE: আরজি কর মামলার রায়ের দিনেই নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার বাসন্তীতে
আরজি কর মামলার রায়ের দিনেই বাংলায় ফের মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে। বাসন্তীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ১২ দিন ধরে নিখোঁজ ছিল ছাত্রী। সোমবার তার দেহ উদ্ধার এলাকাতেই! মাঠের মধ্যে দেহ পুঁতে রাখা ছিল, দাবি স্থানীয়দের। পরিচিত এক যুবক ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ বলে দাবি স্থানীয়দের। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। দেহ উদ্ধারে পুলিশ গেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
-
Jan 21, 2025 08:38 IST
West Bengal News LIVE: সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরজি কর মামলায় ধর্ষক-খুনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতে রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটি মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছ। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।" এর পর নিজের এক্স হ্যাণ্ডেলের এক পোস্টে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন এদিনের রায়ের পর সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য।
-
Jan 21, 2025 08:37 IST
West Bengal News LIVE: অবশেষ জামিন পার্থর, কিন্তু এখনই জেলমুক্তি নয়
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে জামিন দেয় আদালত। তবে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ। এই মামলায় সুপ্রিম কোর্ট আগেই তাঁর জামিনের নির্দেশ দিয়েছিল। সোমবার তা কার্যকর করল বিচার ভবন। তবে এখনই জেলমুক্তি ঘটছে না পার্থর। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি তিনি।