Advertisment

West Bengal news today: কলকাতা পুলিশে রদবদল: জয়েন্ট সিপি, ক্রাইম পদে মুরলীধর শর্মা

West Bengal news today live updates: মুরলীধর শর্মা বর্তমানে 'যুগ্ম কমিশনার, ট্রাফিক' পদে আসীন।

author-image
IE Bangla Web Desk
New Update
lalbazar, লালবাজার

লালবাজার, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

West Bengal news today live updates: কলকাতা পুলিশে বড় রদ বদল। যুগ্ম কমিশনার অপরাধ (জয়েন্ট সিপি, ক্রাইম) পদে প্রবীণ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হতে চলেছেন মুরলীধর শর্মা। মুরলীধর শর্মা বর্তমানে 'যুগ্ম কমিশনার, ট্রাফিক' পদে আসীন। এদিকে, প্রবীণ ত্রিপাঠীকে কলকাতা পুলিশের শসস্ত্র বাহিনীর যুগ্ম কমিশনার (জয়েন্ট সিপি, এপি) পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিকের যুগ্ম কমিশনার পদে নিয়ে আসা হয়েছে অখিলেশ কুমার চতুর্বেদীকে। বুধবার প্রশাসনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের এই রদবদলের কথা জানানো হয়েছে।

Advertisment

এদিকে, আজ থেকে শুরু হচ্ছে রাজীব কুমার মামলার শুনানি। রোজ দুপুর ২টো থেকে শুনানি চলবে। এ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি চলবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ মামলায় শুনানির জন্য এর আগে বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করেন রাজীবের আইনজীবী। উল্লেখ্য, সিবিআইয়ের নোটিস খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার। সারদাকাণ্ডে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নোটিস পাঠায় সিবিআই।

অন্যদিকে, আস্থা ভোট ঘিরে টানটান নাটকের সাক্ষী থাকল বনগাঁ পুরসভা। ২ বিজেপি কাউন্সিলরকে পুরসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভা চত্বর। ১৪৪ ধারা জারি থাকাকালীন তৃণমূল-বিজেপি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দলীয় কাউন্সিলরদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিজেপি কর্মীদের। পুলিশ, র‌্যাফের সামনেই চলে বোমাবাজি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সবিস্তারে এই প্রতিবেদনে, তৃণমূল-বিজেপি উভয়ের ‘দখলেই’ পুরবোর্ড! আস্থা ভোট ঘিরে বনগাঁ পুরসভায় লঙ্কাকাণ্ড

kolkata news
Advertisment