/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/tmc-bjp-759-2.jpg)
পুজো নিয়ে সরগরম রাজ্য রাজনীতি
West Bengal news today live updates:
আস্থা ভোট ঘিরে অশান্ত বনগাঁ। আস্থা ভোট ঘিরে টানটান নাটকের সাক্ষী থাকল বনগাঁ পুরসভা। ২ বিজেপি কাউন্সিলরকে পুরসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভা চত্বর। ১৪৪ ধারা জারি থাকাকালীন তৃণমূল-বিজেপি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দলীয় কাউন্সিলরদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিজেপি কর্মীদের। পুলিশ, র্যাফের সামনেই চলে বোমাবাজি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।
তীব্র দাবদাহের পর কলকাতায় বৃষ্টি নামল। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টিতে স্বস্তি মিলেছে কলকাতাবাসী। মঙ্গলবার বেলা ১ টা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামল রাজধানীতে। একই রাজ্যের উত্তরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টিতে। অথচ দক্ষিণ বঞ্চিত থেকেছে ছিটেফোঁটা বৃষ্টি থেকে। এরকম চলেছে বিগত দীর্ঘ দিন। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ক্রমশ বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের রেকর্ড বলছে কলকাতায় এটিই ছিল উষ্ণতম জুলাই। খাতায় কলমে বর্ষা এলেও শেষ এক মাস স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবারের বৃষ্টিতে তাপমাত্রা কতটা কমবে, তা নিয়ে সংশয় থাকলেও সাময়িক স্বস্তিটুকু বেশ উপভোগ করছে শহরবাসী।
আজ কলকাতা হাইকোর্টে ফের সব্যসাচী দত্তের অনাস্থা মামলার শুনানি। সোমবার এ মামলায় বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চ। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে সব্যসাচী যে মামলা দায়ের করেছেন তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুর চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর, সোমবারের শুনানিতে এমনই পর্যবেক্ষণের কথাই জানান বিচারপতি।