Advertisment

West Bengal Latest News Updates 17 July 2021: কমিশনের রিপোর্টে ক্ষুব্ধ তৃণমূল, হাইকোর্টে চ্যালেঞ্জ জানাতে পারে শাসকদল

west bengal latest news updates: রিপোর্টে একাধিক নেতা-মন্ত্রীকে কুখ্যাত দুষ্কৃতী উল্লেখ করায় মানহানির মামলা করতে পারে শাসকদল।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc candidate in Rajya Sabha poll, রাজ্যসভা ভোট তৃণমূল প্রার্থী, Jahar Sirkar tmc candidate Rajya Sabha election, রাজ্যসভা নির্বাচনে এবার তৃণমূল প্রার্থী জহর সরকার, tmc Jahar Sirkar Rajya Sabha, তৃণমূল রাজ্যসভা ভোট জহর সরকার

এবার রাজ্যসভা ভোটে তৃণমূলের প্রার্থী প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার।

West Bengal Latest News Updates 17 July 2021: ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে এবার আইনি পরামর্শ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। রিপোর্টে একাধিক নেতা-মন্ত্রীকে কুখ্যাত দুষ্কৃতী উল্লেখ করায় মানহানির মামলা করতে পারে শাসকদল। কোন ভিত্তিতে এমন অভিযোগ, তার জবাবদিহি চাওয়া হবে মামলায়। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তৃণমূল।

Advertisment

কলকাতার পর এবার করোনাবিধি লংঘন করে হোটেলে পার্টির আয়োজন শিলিগুড়িতে। খবর পেয়েই তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোট ৪১ জনকে। মহামারী আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

কোভিডবিধিকে কার্যত বুড়ো আঙুল হোটেলে পার্টির আয়োজন হয়। চলছিল উদ্যাম নাচ-গান। তাড়স্বরে বাজছিল সাউন্ড সিস্টেম। ছিল বিরামহীন মদ্যমানের আসর। খবর পেয়েই ওই হোটেলে হানা দেন ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে পার্টিতে অংশগ্রহনকারী পুরুষ-মহিলাদের বিবাদ বাধে। এরপরই করোনাবিধি লংঘনের দায়ে পুরুষ ও মহিলা সহ মোট ৪১জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। সংজ্ঞাহীন তিনি। রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। তবে মন্ত্রীর শরীরে কোভিড হানা দেননি বলেই নমুনা পরাক্ষায় জানা গিয়েছে। জানিয়েছেন মানিকতলার বর্ষীয়ান বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রীর কন্যা শ্রেয়া পাণ্ডে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Jul 17, 2021 20:45 IST
    নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক! টুইটে প্রশ্ন তৃণমূলের

    দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নাগরিক! গুরুতর অভিযোগ নিশীথ প্রামাণিক। এমনই অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রিপুন বোরা। আগেও এই অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যসভার সাংসদ। শুক্রবার মোদীকে চিঠিও লিখেছেন তিনি। শনিবার সেই চিঠিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল।



  • Jul 17, 2021 19:47 IST
    জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে এবার আইনি পরামর্শ নিচ্ছে তৃণমূল কংগ্রেস

    ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে এবার আইনি পরামর্শ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। রিপোর্টে একাধিক নেতা-মন্ত্রীকে কুখ্যাত দুষ্কৃতী উল্লেখ করায় মানহানির মামলা করতে পারে শাসকদল। কোন ভিত্তিতে এমন অভিযোগ, তার জবাবদিহি চাওয়া হবে মামলায়। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তৃণমূল।



  • Jul 17, 2021 18:24 IST
    ৫ জেলার নির্বাচন আধিকারিককে প্রস্তুতি চিঠি কমিশনের

    পশ্চিমবঙ্গ বিধানসভার পাঁচ আসনের উপনির্বাচন এবং দুই আসনের নির্বাচন ঝুলে। সেই ভোটগ্রহণ সম্পন্ন করতে উদ্যোগ নিল নির্বাচন কমিশন। কমিশনের সিইও আরিজ আফতাব পাঁচ জেলার নির্বাচন আধিকারিককে চিঠি লিখেছেন। ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষা করে রাখতে নির্দেশ পাঠানো হয়েছে।



  • Jul 17, 2021 17:50 IST
    তোলা চেয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতাকে হুমকি চিঠি

    ২ লক্ষ টাকা তোলা চেয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতাকে হুমকি চিঠি। টাকা না দেওয়ায় বাড়ির সামনে বোমাবাজি, মেসেজে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য।



  • Jul 17, 2021 17:07 IST
    জঙ্গি সংগঠনের নিশানায় মুখ্যমন্ত্রী, মিলল প্রাথমিকে নিয়োগ নিয়ে হুমকি সিডি

    উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুমকি দিলেন হিজবুল মুজাহিদিনের বেঙ্গল কমান্ডার তৌসিফ আলি। এই হুমকি সিডি রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের বারান্দায় মিলেছে। আদৌ ওই জঙ্গি সংগঠনের না মজা করে কেউ এই সিডি রেখে গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ।



  • Jul 17, 2021 16:31 IST
    ব্রিজ থেকে ঝিলে পড়ল লরি

    সাঁতরাগাছি ব্রিজে রেলিং ভেঙে জলে পড়ে গেল আস্ত লরি। খোঁজ মেলেনি চালক ও খালাসির



  • Jul 17, 2021 16:01 IST
    ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা

    ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের এক আইনজীবীর। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চ সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে।



  • Jul 17, 2021 15:01 IST
    শান্তিকুঞ্জে সিআইডি, শুভেন্দুর বাড়ির ভিডিওগ্রাফি

    শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী মৃত্যু-তদন্তে আরও গতি বাড়াল সিআইডি। এবার বিরোধী দলনেতার বাড়ি শান্তিকুঞ্জের দরজায় পৌঁছালেন সিআইডির গোয়েন্দারা। শনিবার দুপুরে গোয়েন্দারা শুভেন্দু অধিকারী-সহ তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দুর বাড়ির ভিডিওগ্রাফি করেছেন রাজ্য গোয়েন্দা সংস্থার চার আধিকারিক। এছাড়া আশপাশের বিভিন্ন এলাকারও ভিডিওগ্রাফি করা হয়েছে। চলছে স্কেচ তৈরির কাজও।



  • Jul 17, 2021 14:58 IST
    আচমকা দিল্লি সফরে রাজ্যপাল

    দিল্লি গেলেন রাজ্যপাল। তবে এই সফরের কারণ স্পষ্ট করেননি জগদীপ ধনকড়। সাধারণত কোথাও গেলে তা আগেই সোশাল মিডিয়ায় সকলকে জানান তিনি। এদিন অবশ্য দিল্লি রওনা হওয়ার আগে টুইটারে গীতার শ্লোক পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানে উল্লেখ, ‘কাজ করে যাও, ফলের আশা করো না।’



  • Jul 17, 2021 12:11 IST
    ভেন্টিলেশনে রাজ্যের মন্ত্রী

    মন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। সংজ্ঞাহীন তিনি। রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। তবে মন্ত্রীর শরীরে কোভিড হানা দেননি বলেই নমুনা পরাক্ষায় জানা গিয়েছে। জানিয়েছেন মানিকতলার বর্ষীয়ান বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রীর কন্যা শ্রেয়া পাণ্ডে।



  • Jul 17, 2021 11:06 IST
    বিধি ভেঙে পানশালায় দেদার পার্টি

    কোভিডবিধিকে কার্যত বুড়ো আঙুল হোটেলে পার্টির আয়োজন হয়। চলছিল উদ্যাম নাচ-গান। তাড়স্বরে বাজছিল সাউন্ড সিস্টেম। ছিল বিরামহীন মদ্যমানের আসর। খবর পেয়েই ওই হোটেলে হানা দেন ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে পার্টিতে অংশগ্রহনকারী পুরুষ-মহিলাদের বিবাদ বাধে। এরপরই করোনাবিধি লংঘনের দায়ে পুরুষ ও মহিলা সহ মোট ৪১জনকে গ্রেফতার করা হয়েছে।



kolkata news siliguri West Bengal coronavirus
Advertisment