Beldanga Violence: দুই গোষ্ঠীর সংঘর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা মুর্শিদাবাদের বেলডাঙায়। কার্তিক পুজোর প্যান্ডেলে আপত্তিকর শব্দ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। শনিবার রাত থেকে দফায় দফায় উত্তপ্ত বেলডাঙা। বাড়ি-গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করার অভিযোগ। কিছুক্ষণের জন্য রেল অবরোধ করা হয়। এরপর বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, বেলডাঙায় একটি কার্তিক পুজোর প্যান্ডেলে কিছু আপত্তিকর শব্দ লেখা ছিল। তাকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার রাতে শুরু হয় দুই গোষ্ঠীর সংঘর্ষ। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় একসময়ে। শনিবার রাতে এক পক্ষ বেলডাঙায় রেল অবরোধ করে। আটকে যায় আপ ভাগীরথী এক্সপ্রেস। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন।
রাত থেকে বেলডাঙার বিভিন্ন এলাকায় মোতায়েন করে হয়েছে পুলিশ। দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকাল থেকে এলাকা বেশ থমথমে। ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে দাবি পুলিশের।
আরও পড়ুন ভাগ্নির বিয়ে আর দেখা হল না মামার...রোমহর্ষক কাণ্ডে পরপর বীভৎস মৃত্যু!
শনিবার বেলডাঙার একাধিক এলাকায় গন্ডগোল শুরু হয়। ভাঙচুর চালানো হয় দোকান এবং বাড়িঘরে। অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায়। ধারালো অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা গিয়েছে বেশ কিছু বিক্ষোভকারীকে। স্থানীয়দের অভিযোগ, প্রচুর বোমাবাজি হয়েছে। তাতে বেশ কয়েক জন আহতও হয়েছেন। অন্যদিকে, গন্ডগোলের জেরে রাত থেকে বেশ কয়েক জন নিখোঁজ।
আরও পড়ুন সজোরে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল বিধায়কের গাড়ি, হাওড়ায় মৃত ২
এদিকে, এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিষ্ক্রিয়', সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে ই-মেল করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এলাকার মানুষকে শান্ত থাকার এবং কোনও প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন।