পঞ্চায়েত ভোট কবে হবে? তা নিয়ে নানা জল্পনা। শেষমেষ জবাব মিলল। ৮ জুলাই হবে এবারের পঞ্চায়েত নির্বাচন। শুক্রবার এই ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে। বাকি ২২টি জেলায় হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট।
এবারও একদফাতেই রাজ্যে হবে পঞ্চায়েত ভোট। কমিশনের ঘোষণার পরই বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেল। শনিবার থেকেই শুরু হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার কাজ, যার শেষ দিন ১৫ জুন। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন যে, ১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনা হবে। ফল ঘোষণা ১৯ জুলাই।
বিগত দু'টি পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসার উদাহরণ রয়েছে বাংলায়। প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য প্রায় সব তৃণমূল বিরোধী রাজনৈতিক দলই পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার দাবি তুলেছে। এই পরিপ্রেক্ষিতে ভোটে সুরক্ষায় রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন? জবাবে কমিশনার রাজীব সিনহা জানান, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
অনলাইনে প্রার্থীদের মনোনয়ন পেশের বিষয়টিও বিবেচনাধীন বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।
বাংলার ২২টি জেলায় (যেসব জেলায় ত্রীস্তরীয় পঞ্চায়েত ভোট হবে) রয়েছে মোট ৩৩১৭ গ্রাম পঞ্চায়েত। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩। গ্রাম পঞ্চায়েতে নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪।
রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে এদিন নবান্নে বলেছেন, 'অনেকটা দেরি হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের। সদ্য নয়া কমিশনার নিয়োগ হয়েছেন। তবে আমি কোনও ভোট নিয়েই কিছু বলব না।' তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'পঞ্চায়েত ভোটকে আমরা স্বাগত জানাচ্ছি। যে পরিষেবা গত পাঁচ বছরে মানুষ পেয়েছেন তাতে আমরা নিশ্চিৎ যে তৃণমূলকেই ভোটাররা বেছে নেবেন।'
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে বুধবারই (০৭.০৬.২০২৩) রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য প্রশানের একপ্রস্থ আলোচনা হয়েছিল বলে সূত্রে খবর। আলোচনার নির্যাস ছিল, আগামী এক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। সেক্ষেত্রে ৮ জুলাই পঞ্চায়েত ভোট করতে সম্মত হয় উভয় পক্ষ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, 'নব জোয়ার কর্মসূচির পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।'