Advertisment

West Bengal Panchayat Election 2023 Updates: রক্তের বন্যা বাংলায়! ভোটের বলি ৩৪, তৃণমূল-কমিশনের নিশানায় বাহিনী, 'চলো কালীঘাটে'র ডাক শুভেন্দুর

হিংসার আবহে পঞ্চায়েত ভোট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Panchayat Election | Bengal Panchayat Election 2023 Voting

হিংসার আবহে গ্রাম বাংলার ভোট।

West Bengal Panchayat Election 2023 Update: পঞ্চায়েত নির্বাচন ঘিরে লাগামহীন সন্ত্রাস গোটা বাংলায়। কোথায় কেন্দ্রীয় বাহিনী? কোথায় পুলিশ? ভোটের শরু থেকে এই প্রশ্নই উঠছে সর্বত্র। মুর্শিদাবাদের খড়গ্রাম, রেজিনগর, রানিনগর, ডোমকল থেকে শুরু করে কোচবিহারের দিনহাটা, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, বাসন্তী উত্তর ২৪ পরগনার বারাসত-সহ রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে নজিরবিহীন হিংসাত্মক পরিস্থিতি। দিকে-দিকে খুন, বোমাবাজি, গুলিতে অশান্ত বাংলা। শুধু ভোটের সকাল থেকেই মৃত্যু মিছিল বঙ্গে। শাসক, বিরোধী দলের কর্মী থেকে শুরু করে ভোট-যুদ্ধের বলি হয়েছেন সাধারণ ভোটারও।

Advertisment

বদলের ডাক ছিল। কিন্তু বদলালো তো নাই, উল্টে বহুক্ষেত্রে ২০২৩য়ের পঞ্চায়েত ভোটে হিংসা কার্যত ছাপিয়ে গেল ২০১৮ সালকে। এবার মনোনয়ন পর্বের শুরু থেকেই গিংসার ঘটনা ঘটতে থাকে। হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। কিন্তু, ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সবটা ভোটের দিনও বাংলায় এসে পৌঁছয়নি। বুথে বুথে দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। ফল যে-কে সেই। পঞ্চায়েত ভোটে হিংসায় রক্তাক্ত হল বাংলা। বোমা, গুলি, সন্ত্রাস, সরকারি কর্মীদের মারধরের ঘটনা ঘটল। গোটা রাজ্যে ভোট উৎসবের দিনই প্রাণ গেল শাসক-বিরোধী মিলিয়ে মোট ১৪ জনের। শুরু থেকে ধরলে এ সংখ্যা ৩৪ জন।

রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে, বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ।

দিনভর অশান্তির শেষে রাজ্যে ৩৫৬ ধারা জারির ব্যাপারে জোরালো দাবি তুলল গেরুয়া শিবির। 'গণ অভ্যুত্থান'। 'চলো কালীঘাট… গুলি করুক'-এর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেন আদালত অবমাননা নয় তা জানতে চেয়ে বিএসএফের আইডি-কে চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা।

  • Jul 08, 2023 18:55 IST
    কোন জেলায় কত জনের প্রাণ গেল?

    ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন ছাপিয়ে গেল ২০১৮-এর হিংসাকেও। সীমাহীন সন্ত্রাস একদিনেই প্রাণ কাড়ল ১৪ জনের। বিরোধীদের দাবি, সংখ্যাটা আরও বেশি। তবে নির্বাচন কমিশনার রাজীব সিনহা এদিন বিকেলে জানিয়েছেন, ভোট-সন্ত্রাসের বলি হয়েছেন ৩ জন। পড়ুন বিস্তারিত



  • Jul 08, 2023 18:34 IST
    বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার কত?

    কমিশনের দেওয়া তথ্য অনুসারে শনিবার বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ।



  • Jul 08, 2023 17:33 IST
    বিজেপির বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ

    ভোটদানের শেষ মুহুর্তে ভোট বাক্স লুঠের অভিযোগ উঠলো বর্ধমান-২ নম্বর ব্লকের ১২৭ ও ১২৮ বুথে। শনিবার বিকালে বর্ধমান-২ নম্বর ব্লকের গোপাল নগর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহন চলাকালীন ভোট বাক্স লুঠ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । এই ঘটনাকে ঘিরে ভোট গ্রহন কেন্দ্রের সামনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে যায় বর্ধমান থানার পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে ১২৭ ও ১২৮ নম্বর বুথে ফের ভোট গ্রহন শুরু হয়।



  • Jul 08, 2023 16:53 IST
    হেমতাবাদে তৃণমূলকর্মী খুন

    হেমতাবাদে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার নিথর দেহ। শ্বাসরোধ করে খুনের অভিযোগ পরিবারের। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার গেরুয়া দলের। ঘটনার তদন্তে পুলিশ।



  • Jul 08, 2023 16:50 IST
    ব্যালট ছিঁড়ে CPM এজেন্টদের মার, অভিযুক্ত তৃণমূল

    পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে তুলকালাম। বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর ৯৫ নম্বর বুথে ভোট পর্ব শেষের কয়েক ঘণ্টা আগে ধুন্ধুমার। বুথে তাণ্ডব তৃণমূলের বহিরাগতদের। ব্যালটবক্স ভাঙচুরের অভিযোগ। ব্যালট পেপার ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএমের এজেন্টদের মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।



  • Jul 08, 2023 16:20 IST
    ব্যালটবক্স পুকুরে ফেলে দিলেন গ্রামবাসীরা

    ধামসায় বেনজির ভোট লুঠের অভিযোগ। প্রতিবাদে আস্ত ব্যালটবক্স বুথের বাইরে এনে পুকুরে ফেলে দিলেন বাসিন্দারা। দুটি ব্যালটবক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ধামসার ১৪১ নং বুথের ঘটনা। বিজেপি সমর্থকদের অভিযোগ, বুথে সশস্ত্র বাহিনী না থাকার সুযোগ নিয়েই ভোট লুঠ করে তৃণমূল। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।



  • Jul 08, 2023 16:20 IST
    ব্যালটবক্স পুকুরে ফেলে দিলেন গ্রামবাসীরা

    ধামসায় বেনজির ভোট লুঠের অভিযোগ। প্রতিবাদে আস্ত ব্যালটবক্স বুথের বাইরে এনে পুকুরে ফেলে দিলেন বাসিন্দারা। দুটি ব্যালটবক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ধামসার ১৪১ নং বুথের ঘটনা। বিজেপি সমর্থকদের অভিযোগ, বুথে সশস্ত্র বাহিনী না থাকার সুযোগ নিয়েই ভোট লুঠ করে তৃণমূল। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।



  • Jul 08, 2023 16:16 IST
    বুথের সিসি ক্যামেরা গামছায় ঢেকে ছাপ্পা-ভোট

    ডোমকলে ভোটকর্মীদের হুমকি দিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয় বলেঅ ভিযোগ। বুথে ঢুকে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরার মুখ গামছা দিয়ে ঢেকে চলে ছাপ্পা ভোট।



  • Jul 08, 2023 16:16 IST
    বুথের মধ্যে গুলি চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

    নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে। যার জেরে আতঙ্কে ভোট দিতে যেতে পারছিলেন না এলাকাবাসী। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথকেন্দ্রের বাইরে শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালান জওয়ানরা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। পড়ুন বিস্তারিত



  • Jul 08, 2023 16:08 IST
    ব্যালটবক্স খুঁজতে নামল ডুবুরি

    বাগনানে ভোট লুঠের অভিযোগ। ছাপ্পাভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একে অপরকে দোষারোপ তৃণমূল-বিজেপির। ৩টি ব্যালটবক্স তুলে নিয়ে যায় বিজেপি কর্মীরা, এমনই অভিযোগ ভোটকর্মীর। বুথ থেকে কিছুটা দূরে একটি পুকুরে ছুঁড়ে ফেলা হয়েছে ৩টি ব্যালটবক্স। ২টি ব্যালটবক্স উদ্ধার করা গেলেও ১টির এখনও খোঁজ নেই। ব্যালটবক্স খুঁজতে পুকুরে তল্লাশি। নামানো হল ডুবুরি। এর জেরে বাগনানের ওই বুথে বন্ধ ভোটগ্রহণ।



  • Jul 08, 2023 16:01 IST
    সিপিএম-তৃণমূল সংঘর্ষে গুলি

    পঞ্চায়েত ভোট ঘিরে ধুন্ধুমার-কাণ্ড এবার রাজারহাটেও। জ্যাংড়া হাতিয়াড়া ২ নং পঞ্চায়েত এলাকায় সিপিএম ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। বহিরাগতদের এনে বুথে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে ঢুকে ব্যাপক ভাঙচুর দুষ্কৃতীদের। এমনকী বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও দাবি স্থানীয়দের। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএম-তৃণমূলের।



  • Jul 08, 2023 15:58 IST
    চাপড়ায় ভোট-সন্ত্রাসের বলি তৃণমূল কর্মী

    নদিয়ার চাপড়ায় নিহত তৃণমূলকর্মী। চাপড়ার কল্যাণদহে কংগ্রেসের সঙ্গে তুমুল সংঘর্ষ বেঁধে যায় তৃণমূলের। সেই সংঘর্ষে কমপক্ষে ১০ তৃণমূল কর্মী জখম হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। কংগ্রেসের বিরুদ্ধেই হামলার অভিযোগ শাসকদলের।



  • Jul 08, 2023 15:50 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:49 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:49 IST
    ISF-তৃণমূল সংঘর্ষে গুলি-বোমা

    ছবি: শশী ঘোষ।

    বারাসতের কদম্বগাছিতে ধুন্ধুমার। সরদারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন তুমুল সংঘর্ষে জড়ায় আইএসএফ ও তৃণমূল কর্মীরা। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনার জেরে ঘণ্টা দু'য়েক ধরে ওই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ।



  • Jul 08, 2023 15:48 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:45 IST
    ISF-তৃণমূল সংঘর্ষে গুলি-বোমা

    ছবি: শশী ঘোষ।

    বারাসতের কদম্বগাছিতে ধুন্ধুমার। সরদারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন তুমুল সংঘর্ষে জড়ায় আইএসএফ ও তৃণমূল কর্মীরা। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনার জেরে ঘণ্টা দু'য়েক ধরে ওই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ।



  • Jul 08, 2023 15:44 IST
    ISF-তৃণমূল সংঘর্ষে গুলি-বোমা

    বারাসতের কদম্বগাছিতে ধুন্ধুমার। সরদারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন তুমুল সংঘর্ষে জড়ায় আইএসএফ ও তৃণমূল কর্মীরা। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনার জেরে ঘণ্টা দু'য়েক ধরে ওই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ।



  • Jul 08, 2023 15:40 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:39 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:36 IST
    ISF-তৃণমূল সংঘর্ষে গুলি-বোমা

    বারাসতের কদম্বগাছিতে ধুন্ধুমার। সরদারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন তুমুল সংঘর্ষে জড়ায় আইএসএফ ও তৃণমূল কর্মীরা। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনার জেরে ঘণ্টা দু'য়েক ধরে ওই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ।



  • Jul 08, 2023 15:36 IST
    বুথে গুলি-বোমা, কাঠগড়ায় তৃণমূল

    মালদহের রতুয়ার দেবীপুরে তুমুল অশান্তি। দেবীপুর পঞ্চায়েতের ৪৬ নং বুথে গুলি-বোমাবাজির অভিযোগ। বুথ দখল করে সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন ১ জন। বোমাবাজিতে আহত হয়েছেন আরও ৪ জন। বুথের সিসিটিভি ভেঙে ফেলে দুষ্কৃতীরা। মাত্রাছাড়া অশান্তিতেও দেখা নেই পুলিশের।



  • Jul 08, 2023 15:34 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:34 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:33 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:32 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:31 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:31 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:29 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:29 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:26 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    বাবা ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:25 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:25 IST
    বাবা-মায়ের ভোট দিলেন ছেলে

    ও মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। বারুইপুরের উত্তরভাগ সি এস এফ পি স্কুলের 136 নম্বর বুথের ঘটনা। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সামনেই বাবা-মায়ের ভোট দিলেন ছেলে মনোজ কুমার গায়েন।



  • Jul 08, 2023 15:21 IST
    বুথে গুলি-বোমা, কাঠগড়ায় তৃণমূল

    মালদহের রতুয়ার দেবীপুরে তুমুল অশান্তি। দেবীপুর পঞ্চায়েতের ৪৬ নং বুথে গুলি-বোমাবাজির অভিযোগ। বুথ দখল করে সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন ১ জন। বোমাবাজিতে আহত হয়েছেন আরও ৪ জন। বুথের সিসিটিভি ভেঙে ফেলে দুষ্কৃতীরা। মাত্রাছাড়া অশান্তিতেও দেখা নেই পুলিশের।



  • Jul 08, 2023 15:17 IST
    জয়নগরে বুথে আক্রান্ত পোলিং অফিসার

    এবার বুথের মধ্যেই আক্রান্ত হলেন ভোটকর্মী। জয়নগরের রাজাপুর করাবেগ পঞ্চায়েতের একটি বুথের ঘটনা। তৃণমূল ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেই সংঘর্ষের মাঝে পড়ে জখম হয়েছেন পোলিং অফিসার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



  • Jul 08, 2023 13:27 IST
    তৃণমূল প্রার্থীর বাবা আটক

    তৃণমূল প্রার্থীর বাবাকে আটক করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বারাসতের ঘটনা। বোদাই পঞ্চায়েতের বোদাই এলাকায় তৃণমূল প্রার্থী রূপা ঘোষের বাবাকে পুলিশ আটক করেছে। ব্যালটবক্সে কালি ঢেলে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে তৃণমূল প্রার্থীর বাবাকে।



  • Jul 08, 2023 13:26 IST
    তৃণমূল প্রার্থীর বাবা আটক

    তৃণমূল প্রার্থীর বাবাকে আটক করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বারাসতের ঘটনা। বোদাই পঞ্চায়েতের বোদাই এলাকায় তৃণমূল প্রার্থী রূপা ঘোষের বাবাকে পুলিশ আটক করেছে। ব্যালটবক্সে কালি ঢেলে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে তৃণমূল প্রার্থীর বাবাকে।



  • Jul 08, 2023 13:08 IST
    কাটোয়ায় তৃণমূল কর্মী খুন

    এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল প্রার্থীর এজেন্ট গৌতম রায়কে খুনের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, গৌতমকে বেধড়ক মারধর করেন সিপিএমের কর্মীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।



  • Jul 08, 2023 13:05 IST
    ব্যালটবক্স পুকুরে ফেলে দিলেন গ্রামবাসীরা

    ধামসায় বেনজির ভোট লুঠের অভিযোগ। প্রতিবাদে আস্ত ব্যালটবক্স বুথের বাইরে এনে পুকুরে ফেলে দিলেন বাসিন্দারা। দুটি ব্যালটবক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ধামসার ১৪১ নং বুথের ঘটনা। বিজেপি সমর্থকদের অভিযোগ, বুথে সশস্ত্র বাহিনী না থাকার সুযোগ নিয়েই ভোট লুঠ করে তৃণমূল। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।



  • Jul 08, 2023 11:58 IST
    ছাপ্পা ভোটে অভিযুক্ত পোলিং অফিসার

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচত ডায়মন্ড হারাবারের আরও একটি বুতে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। ডায়মন্ড হারবার বিধানসভার ১ নম্বর ব্লক মশাট অঞ্চল ১৩৭ নম্বর বুথে পোলিং অফিসার নিজে তৃণমূলের হয়ে ছাপ্পা ভোট দিয়েছেন বলে অভিযোগ।



  • Jul 08, 2023 11:21 IST
    জামালপুরে দেদার ছাপ্পা ভোট

    পূর্ব বর্ধমানের জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বুথে সকাল থেকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। প্রায় ৩০-৪০ জন মিলে সাংবাদিককে ফেলে মার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। জামালপুরের একাধিক বুথে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ বিরোধীদের।



  • Jul 08, 2023 11:15 IST
    ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হল

    পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত অশান্তি কোচবিহারের দিনহাটায়। দিনহাটার একটি বুথে ছাপ্পাভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথ থেকে ব্যালটবক্স ছিনিয়ে নিয়ে যান বিজেপি কর্মীরা। ব্যালট বক্সে দল ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।



  • Jul 08, 2023 10:45 IST
    হাতে অস্ত্র নিয়ে দাপাদাপি ব্যারাকপুরে

    পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বেনজির হিংসাত্মক পরিস্থিতি। উত্তর ২৪ পরগনার মোহনপুরেও লাগামছাড়া হিংসা। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের।



  • Jul 08, 2023 10:35 IST
    ভোটের বলি সিপিএম কর্মী

    এবার ভোটের বলি আরও এক সিপিএম কর্মী। নিহত পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা সিপিএম কর্মী রাজিবুল হক। গতকাল আউশগ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন। জখম রাজিবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিতসা চলাকালীন মৃত্যু সিপিএম কর্মীর রাজিবুলের। এখনও আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।



  • Jul 08, 2023 10:13 IST
    ভোটকর্মীদের বেধড়ক মার, অবাধে ভোট লুঠ

    ভোট শুরুর আগে বুথে চড়াও দুষ্কৃতীরা। ভোটকর্মীদের বেধড়ক মারধর। ভোটকর্মীদের পিস্তল উঁচিয়ে শাসানি। তাঁদের সামনেই অবাধে ছাপ্পা ভোট। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। হাতেগোনা পুলিশকর্মী পরিস্থিতি সামলাতে কার্যত ব্যর্থ। ছাপ্পা ভোটের পর প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে ব্যালটবক্স সিল করে দেওয়ার অভিযোগ।



  • Jul 08, 2023 09:45 IST
    দিনহাটায় বুথে আগুন

    পঞ্চায়েত নির্বাচন ঘিরে লাগামহীন সন্ত্রাস কোচবিহারের দিনহাটায়। ভোট শুরুর আগেই বুথে চড়াও দুষ্কৃতীরা। গোটা বুথ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে বুথে হামলার অভিযোগ উঠেছে।



  • Jul 08, 2023 09:37 IST
    টেবিলে বোমা রেখে ভোট লুঠ

    উত্তর ২৪ পরগনার আমডাঙায় দেদার ভোট লুঠ। বুথে ঢুকে টেবিলে বোমা রেখে ভোট লুঠ। কার্যত অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয় ভোটকর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। বাধা দিতে গেলে আইএসএফ-এর সঙ্গে ব্যাপক সংঘর্ষ তৃণমূলের।



  • Jul 08, 2023 09:34 IST
    ভাঙড়ে আইএসএফ প্রার্থীর বাড়িতে তালা

    ভাঙড়ের হাতিশালায় এক আইএসএফ প্রার্থীর বাড়িতে তালা ঝোলানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে আইএসএফ প্রার্থীকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আইএসএফ প্রার্থী তাঁর পরিবার নিয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না। এলাকায় চূড়ান্ত আতঙ্কে রয়েছেন সাধারণ ভোটাররা।



  • Jul 08, 2023 09:31 IST
    ভোটের দিনেও ভাঙড়ে গুলি

    ভোটের দিনেও ব্যাপক উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভোটের দিন ভাঙড়ে গুলি চলে। ভাঙড়ের চকমারিয়ায় ২ আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।



  • Jul 08, 2023 09:29 IST
    লাঠির ঘায়ে মাথা ফাটল তৃণমূলকর্মীর

    মুর্শিদাবাদের রানিনগরে চূড়ান্ত উত্তেজনা। এবার সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল তৃণমূল। লাঠির ঘায়ে এক তৃণমূলকর্মীর মাথা ফাটে। এলাকায় ব্যাপক উত্তেজনা।



panchayat election 2023 bengal panchayat election 2023 West Bengal CONGRESS panchayat election CPIM bjp tmc panchayat vote
Advertisment