গ্রাম বাংলা তৃণমূলেরই। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ, সবেতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় আসীন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে এবারের নির্বাচনে বেশ কিছু জায়গায় দাঁত ফুটিয়েছে বিরোধীরাও। তবে তৃণমূলের বিপুল সাফ্যল্যের ধারে কাছেও নেই বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ অন্যরা। যদিও বিরোধীদের অভিযোগ, ভোটের ফলে সাধারণ মানুষের মতের প্রতিফলন ঘটেনি। ভোট গ্রহণ পর্বে তো বটেই, বিরোধীরা বেনজির সন্ত্রাসের অভিযোগ তুলেছে ভোট গণনা পর্বেও।
মিটেছে ভোট পর্ব, শেষ ফল প্রকাশের পালাও। এখনও পর্যন্ত ভোটের ফলের সর্বশেষ যে পরিসংখ্যান নির্বাচন কমিশন সূত্রে মিলেছে তা হল:
জেলা পরিষদ- মোট আসন- ৯২৮
তৃণমূল - ৮৮০
বিজেপি - ৩১
কংগ্রেস - ১৩
বামফ্রন্ট - ২
অন্যান্য - ২
আরও পড়ুন- এ কী কাণ্ড ঘটালেন বিজেপি সমর্থক? গাঁয়ের পঞ্চায়েতে পদ্ম পতাকা উড়তেই…
পঞ্চায়েত সমিতি- মোট সংখ্যা- ৩৪১
তৃণমূল - ৩৩১
বিজেপি - ৭
বামফ্রন্ট - ২
অন্যান্য - ৯
ত্রিশঙ্কু- ১১
আরও পড়ুন- ‘এটা ভালো লাগছে না, মমতার সঙ্গে কথা বলবই’, মন ভেঙে চুরমার প্রবীণ মন্ত্রীর!
গ্রাম পঞ্চায়েত- মোট সংখ্যা- ৩৩১৭
তৃণমূল - ২৬৪১
বিজেপি - ২৩০
বামফ্রন্ট - ১৯
কংগ্রেস - ১১
অন্যান্য - ১৪৯
ত্রিশঙ্কু- ২৬৭
যদিও চূড়ান্ত জয়-পরাজয়ের বিষয়টি এখনও আদালতের উপরেই নির্ভরশীল বলে জানা যাচ্ছে। ২০২৩-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পালা শেষ হলেও প্রার্থীদের জয়ের বিষয়টি মামলার রায়ের উপরেই নির্ভরশীল বলে জানিয়েছে কলকাতা হাইেকার্ট। রাজ্যে নির্বাচন সংক্রান্ত হিংসা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারে কাছেও রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।