Advertisment

নজরদারিতে জোর, 'স্পর্শকাতর' জেলায় পুলিশের বিশেষ বাহিনী, কীসের বার্তা কমিশনের?

কোন কোন জেলায় মোতায়েন করা হচ্ছে পুলিশের বিশেষ বাহিনীকে?

author-image
IE Bangla Web Desk
New Update
remaining 485 companies central force are coming to west bengal for panchayat election 2023 says state election , টালবাহানার ইতি, বাংলায় আসছে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রকের

কেন্দ্রীয় বাহিনী। ফাইল ছবি

পঞ্চায়েত ভোটের সুরক্ষায় রাজ্য নির্বাচন কমিশন প্রতি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কেন্দ্রের কাছে। সেই বাহিনী এখনও বাংলায় পা রাখেনি। তার আগেই পশ্চিমবঙ্গের ৬ জেলায় রাজ্য পুলিশের ৬ কোম্পানি বিশেষ প্রশিক্ষিত বাহিনী নামানো হচ্ছে। তবে ওই বাহিনীতে কোন স্তরের পুলিশকর্মীরা রয়েছেন তার উল্লেখ নেই।

Advertisment

আরও পড়ুন- সুচেতনার নয়া চেতনা, লিঙ্গ বদলাতে অংশ নিলেন এলজিবিটিকিউ কর্মশালায়

রাজ্য পুলিশের নির্দেশে উল্লেখ রয়েছে যে, নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে যে সব স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে, সেখানে এখনই ৬ কোম্পানি বিশেষ বাহিনী পাঠানো হবে। মূলত তিনটি প্রশাসনিক জেলা কোচবিহার, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে এই বিশেষ বাহিনীকে। এছাড়া তিন পুলিশ জেলা মুর্শিদাবাদ, বারুইপুর এবং ইসলামপুরেও তাদের পাঠানো হবে।

আরও পড়ুন- তৃণমূল ছাড়লেন একাধিক পুরস্কারে সম্মানিত বিধায়ক মনোরঞ্জন, বললেন- ‘টাইটানিকের মতো ডুববে দল’

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে বেলাগাম হিংসা দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এই এলাকা আবার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত। এ ছাড়াও মনোনয়ন পর্বে অশান্তি হয়েছে কোচবিহার এবং মুর্শিদাবাদেও। ফলে ওই জেলাগুলোতে রাজ্য পুলিশের এই বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে।

West Bengal Police Central Force State Election Commission bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment