পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-র সঙ্গে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের মিল পেয়েছেন মুখ্যমন্ত্রী। যা বুধবারের প্রশাসনিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমানের সরকারি আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক তখন দীর্ঘক্ষণ পেরিয়েছে। অক্লান্ত মুখ্যমন্ত্রী। পুলিশদের থেকে জানতে চাইছিলেন তাঁদের কথা। এক ফাঁকেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডিজির কিছু বলার আছে?’
পরক্ষণেই কিছু বলার চেষ্টা করেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি। সেই সময়ই আলত হাসি মুখে মুখ্যমন্ত্রী বলতে থাকেন, ‘আমাদের ডিজি খুব শান্তশিষ্ট। দেখতে শুনতে দেখো, একেবারে উত্তম কুমারের মতো!’
যা শুনেই সভাজুড়ে হাসির রোল পড়ে যায়। ডিজি-র মুখেও হাসি নজরে পড়ে। এরপরই পরিস্থিতি সামলে নেন ডিজি অমিত মালব্য। জানান যে, আসানসোলের পুলিশ কমিশনার, পূর্ব ও পশ্চিম বর্ধমানের পুলিশ সুপাররা ভালো। তাঁদের সঙ্গে ডিজি নিয়মিত যোগাযোগ রাখেন। এইসব পুলিশ কর্তাদের ভালো কাজের কথা নিজেও মেনে নেন মুখ্যমন্ত্রী।
২০২১ সালের ডিসেম্বরেই রাজ্য পুলিশের ডিজির দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ মালব্য।