আজ থেকেই শুরু হয়েছে ছোটদের স্কুল। ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলেছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আজ থেকেই থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খুলে গেছে। সকাল থেকেই কচিকাঁচাদের স্কুলে যাওয়ার উৎসাহ ছিল চোখে পড়ার মত।
প্রায় ২ বছর পরে আজ থেকে ফের রাজ্য খুলেছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। করোনার জন্য ২০২০ থেকে রাজ্যে বন্ধ প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। ১১টার বদলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল কড়াকড়ি। এ বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল চৌধুরী বলেন, "বাচ্চাদের পক্ষে খুব ভালো খবর। এমনকি মা বাবার ক্ষেত্রেও ভাল খবর। বাড়িতে থাকতে থাকতে অনেক বাচ্চাদের বিভিন্ন সাইকোলজিকাল রিঅ্যাকশন হচ্ছিল। স্কুল যদি খুলে যায় তাহলে বন্ধুবান্ধবদের যদি বাচ্চারা পেয়ে যায় তাহলে এটা তাদের পক্ষে খুবই শুভ হবে"।
২ বছর পর বাজল স্কুলের ঘণ্টা। স্কুলে ফিরতে পেরে বেজায় খুশি কচিকাঁচারা।#schools#PrimarySchools
Express Video: Shashi Ghosh pic.twitter.com/pfWHhSGTht— Indian Express Bangla (@ieBangla) February 16, 2022
শিশু মনোবিদ দেবজিতা মজুমদারের মতে, "একটা সময়ে ওদের বাড়ি থেকে বের করার দরকার ছিল, নাহলে সমস্যা! মন সাংঘাতিক জিনিস, ওদের মানসিক চাপ পড়ছিল। ওরা অবশ্যই খুশিই হবে, আগ্রহ তৈরি হবে। পুনরায় আগের দিনে আবার ফিরবে। ভয় তো আমাদের মধ্যে, ওরা তো ভয়াবহতা অতটা বুঝতে পারে না, তাই স্বাস্থ্যবিধি বারবার শেখাতে হবে। মাস্ক পরে থাকার কথা বলতে হবে। স্যানিটাইজার ব্যবহার করা এগুলি শেখাতে হবে তাহলেই ওদের আর কোনও অসুবিধা হবে না।”
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/School-reopen.jpg)
এদিকে এত দিন পর স্কুল খোলায় রীতিমত উচ্ছ্বসিত পড়ুয়ারাও। সকাল সকাল স্নান খাওয়া সেরে কাঁধে ব্যাগ নিয়ে ফের স্কুল মুখো পড়ুয়ারা। বাচ্চাদের এভাবে স্কুলে ফিরতে দেখে খুশি অভিভাবকরাও। দীর্ঘদিন করোনার কারণে ছিল স্কুল। কেমন লাগছে এতদিন পড় ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যেতে দেখে? কৃষ্ণা দাস নামে এক অভিভাবক জানান, "এত দিন দম বন্ধ করা পরিবেশ থেকে অবশেষে মুক্তি। শিশুদের মানসিক স্বাস্থ্যও উন্নত হবে পাশাপাশি স্কুলের যাওয়ার অভ্যাসও আবার ফিরে পাবে। বাচ্চাদের জন্য আজ বড়ই আনন্দের দিন”।