Advertisment

আমফান-তাণ্ডবের এক সপ্তাহের মাথায় কালবৈশাখী, বাংলায় মৃত ১

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় ঘণ্টায় ৯৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, কলকাতায় কালবৈশাখী, ঝড়-বৃষ্টি, দমকা হাওয়া, আবহাওয়ার খবর, বৃষ্টির পূর্বাভাস, ঝড়-বৃষ্টির পূর্বাভাস, weather news, weather updates, rain, storm, rain forecast, weather latest update, কলকাতায় বৃষ্টি, পশ্চিমবঙ্গের আবহাওয়া, kolkata rain, kolkata weather updates, ammphan, আমফান, আম্পান, আম্ফান, আমপান, উমপুন, উমফুন, উম্পুন

ছবি: উত্তম দত্ত।

মাত্র এক সপ্তাহের ব্য়বধান। আগের বুধবার বাংলার বুকে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। এক সপ্তাহ পর সেই বুধবারেই আবারও ঝড়-বৃষ্টির দাপট চলল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন সন্ধেয় কলকাতা ও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালাল কালবৈশাখী। এদিনের ঝড়-বৃষ্টির জেরে আরামবাগে গাছের ডাল ভেঙে এক ব্য়ক্তির মৃত্য়ু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা যাচ্ছে, মৃত ব্য়ক্তি পেশায় একজন মুরগি ব্য়বসায়ী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালমোহন রায় গুপ্ত (৪০)।

Advertisment

ঝড়ের সময় সাইকেলে বাড়ি ফিরছিলেন আরামবাগের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা প্রৌঢ় আবুল ফজল নূরবাগ। পথে বাসুদেবপুর মোড়ের কাছে একটি গাছ ভেঙে তাঁর মাথায় পড়ে । গুরুতর জখম হন তিনি । মাথায় তাঁর ২২ টি সেলাই পড়েছে বলে খবর। দৌলতপুরে গাছ ভেঙে পড়ায় আহত হয়েছেন এক মহিলা। আরামবাগের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে, উপড়ে গিয়েছে বিদ্য়ুতের খুঁটি।

আরও পড়ুন: আমফানে বিধ্বস্ত ১০৩ শহরের মধ্য়ে ৯৪টিতেই ফিরেছে বিদ্য়ুৎ, দাবি নবান্নের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ৯৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে হাওড়া, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়।

প্রসঙ্গত, গত সপ্তাহে আজকের দিনেই প্রবল গতিতে বাংলার বুকে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলায় তছনছ হয়েছে বাংলার একাংশ। ঝড়ের তাণ্ডবে বহু গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। ভেঙে পড়েছে প্রচুর বিদ্য়ুতের খুঁটি। আমফানের তাণ্ডবে বাংলায় ৮৬ জনের মৃত্য়ু হয়েছে। এক সপ্তাহ পরও রাজ্য়ের একাংশ বিদ্য়ুৎহীন। ক'দিন আগে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির জেরে মালদায় ২ জনের প্রাণহানির খবর মিলেছে। এই আবহে এদিনের দুর্যোগ নতুন করে বঙ্গবাসীর দুশ্চিন্তা বাড়িয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rain weather
Advertisment