তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটা হলে পুজোর মধ্যেই দুর্যোগ ধেয়ে আসতে পারে। বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপের জেরেই এবার রাজ্যের একাধিক জেলায় পুজোর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
নবমীতে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর পর থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। সেক্ষেত্রে আগামী সোমবার অর্থাৎ নবমীর দিনে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। নবমীর দিন শহর কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ওই দিন রাজ্যের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন- রাতে পুড়ে ছাই মণ্ডপ-প্রতিমা, ‘পুজো হবেই’, ধনুকভাঙা পণে সকাল থেকে ময়দানে উদ্যোক্তারা
দশমীতেও বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়…
বিজয়া দশমী এমনকী একাদশীর দিনেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গল ও বুধবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও।
এছাড়াও দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন- মহাষষ্ঠীতে মানিক পেলেন মহাদুঃসংবাদ! কী এমন ঘটল? যা নিয়ে এত চর্চা!