শুভ সপ্তমী! আনন্দে গা ভাসাতে সঙ্গে ছাতা নিতে ভুলবেন না, বাধ সাধতে পারে বৃষ্টি, রইল বিরাট আপডেট

কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
Alipore Weather Office, আলিপুর আবহাওয়া দফতর, Alipore Weather Report Today, আজকের আলিপুরের ওয়েদার রিপোর্ট, Bangla, বাংলা, Bangla Khabor, বাংলা খবর, Bangla Khobor, Bangladesh Weather, বাংলাদেশের আবহাওয়া, Bengal Weather Update, বাংলার আবহাওয়ার পূর্বাভাস, Bengali, বাঙালি, Bengali Khabor, Bengali Khabor, Bengali News, বাঙালির খবর, IMD Weather Update, India Meterogical Department, Kolkata, কলকাতা, Kolkata Weather, কলকাতার আবহাওয়া, Latest Weather Report, সর্বশেষ আবহাওয়ার খবর, Latest Weather Update, Low Pressure, নিম্নচাপ, North Bengal Weather Update, উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, South Bengal, দক্ষিণবঙ্গ, South Bengal Weather Update, দক্ষিণবঙ্গের আবহাওয়ার তথ্য, Weather Forecast Bengal, বাংলার আবহাওয়ার পূর্বাভাস, Kolkata Weather Forecast, কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, Storm, ঝড়, Thunderstorm, বজ্রপাত, Todays Weather Update, আজকের আবহাওয়ার পূর্বাভাস, Weather, আবহাওয়া, Weather News, আবহাওয়ার খবর, Weather Office, Weather Report, ওয়েদার রিপোর্ট, Todays Weather Report, আজকের আবহাওয়ার পূর্বাভাস,

শুভ সপ্তমী! আনন্দে গা ভাসাতে সঙ্গে ছাতা নিতে ভুলবেন না, পুজোর আনন্দে বাধ সাধতে পারে বৃষ্টি? রইল ওয়েদার আপডেট

রাজপথে মানুষের ঢলে। পঞ্চমীর সন্ধ্যা থেকে কলকাতায় উপচে পড়া ভিড়। ষষ্ঠীতে কার্যত জনজোয়ারে ভাসল তিলোত্তমা। ম্যাডক্স স্কোয়ার থেকে সল্টলেক সর্বত্রই একই ছবি। তবে শুধু যে কলকাতা তাই নয় শহরতলীতেও ধরা পড়েছে একই ছবি। উৎসবের আনন্দ যেন চেটেপুটে উপভোগ করতে কোন রকমের খামতি রাখতে চাইছে না ‘হুজুকে বাঙালি’। কিন্তু পুজোর মধ্যেই আবহাওয়ার বড়সড় রদবদলের আভাস শোনাল হাওয়া অফিস। তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটা হলে পুজোর মধ্যেই দুর্যোগ ধেয়ে আসতে পারে।

Advertisment

বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপের জেরেই এবার রাজ্যের একাধিক জেলায় পুজোর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।সপ্তমী থেকেই খেলা শুরু করতে পারে নিন্মচাপ। নবমীতে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তাই উৎসবের এই আনন্দে যে কিছুটা ছেদ পড়তে পারে তা বলাই বাহুল্য। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে নিন্মচাপটি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে, ক্রমেই উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে সেই সঙ্গে শক্তি বাড়াবে নিন্মচাপ। সপ্তমীর সকালেই ঘুর্নাবর্তটি নিন্মচাপে পরিণত হবে। নবমীর দিন তা শক্তিশালী নিন্মচাপে পরিণত হবে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর পর থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। সেক্ষেত্রে আগামী সোমবার অর্থাৎ নবমীর দিনে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। নবমীর দিন শহর কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ওই দিন রাজ্যের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।বিজয়া দশমী এমনকী একাদশীর দিনেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গল ও বুধবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও।তবে স্বস্তির বিষয়, রবিবার পর্যন্ত পরিষ্কার থাকবে আবহাওয়া।

এছাড়াও দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

Advertisment

পুজোয় কবে বৃষ্টি?

হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২২ অক্টোবর অর্থাৎ অষ্ঠমী পর্যন্ত আকাশ ঝলমলে থাকবে। তারপরই দ্রুত আবহাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর সকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার একাধিক জেলায়।  এই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

ষষ্ঠীর দিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ।

weather update