/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Rituparna-Sengupta.jpg)
Rituparna Sengupta: টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
West Bengal Ration Scam Case: রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। গত বুধবারেও তাঁকে তলব করা হয়েছিল। তবে তিনি হাজিরা দেননি।
ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত নেমে এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের আর্থিক লেনদেনের তথ্য রয়েছে তদন্তকারীদের হাতে। তারই ভিত্তিতে এবার ডেকে পাঠানো অভিনেত্রীকে। ঋতুপর্ণাকে ওই আর্থিক লেনদেনের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত বুধবার তাঁকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, কলকাতায় না থাকার কারণে ইডির দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। পরে তাঁকে ডাকা হলে তিনি হাজিরা দিতে তৈরি রয়েছেন বলে জানিয়েছিলেন। সেই মতো এবার আগামী সপ্তাহে ঋতুপর্ণাকে ইডির সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে তলব করা হয়েছে।
আরও পড়ুন- Kolkata Weather Today: ভ্যাপসা গরমে সেদ্ধ দক্ষিণবঙ্গ! স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি নামবে কবে থেকে?
উল্লেখ্য, এর আগেও রোজভ্যালি-কাণ্ডে ২০১৯ সালে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। এবার ফের একবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।