West Bengal By Election Result 2024 Updates: বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন, তবে এরপরেও আরজি কর কাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতি ভোটে ইস্যু হতে পারে কিনা তা নিয়ে চর্চাও ছিল। তবে শনিবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল অন্তত এই উপনির্বাচনে বিরোধী বিজেপি থেকে শুরু করে বাম-কংগ্রেসের তুমুল তৃণমূল বিরোধিতা দাগ কাটতেই পারল না ভোটারদের মনে।
উত্তরবঙ্গের মাদারিহাটে ইতিহাস রচনা করল তৃণমূল। এই প্রথম আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা আসনে ফুটল ঘাসফুল। উপনির্বাচনে জয় পেলেন তৃণমূল প্রার্থী। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে BJP-র সাংগঠনিক শক্তি বেশি। একুশের নির্বাচনে মাদারিহাট কেন্দ্রটি বিজেপির দখলেই ছিল। তবে উপনির্বাচনে সেটাও হাতছাড়া হল গেরুয়া শিবিরের।
এদিকে, বাংলার রাজনীতিতে বাম-কংগ্রেস যে এখনও প্রান্তিক শক্তি হিসেবেই রয়ে গিয়েছে এবারের ভোটে সেটা ফের একবার প্রমাণ হল। ৬ কেন্দ্রের কোনওটিতেই দাগ কাটতেই পারলেন না বাম-কংগ্রেসের প্রার্থীরা। হাড়োয়া কেন্দ্রটি এবার ISF-কে ছেড়েছিল বামেরা। ওই কেন্দ্রে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন। বাকি ৫ কেন্দ্রের পাঁচটিতেই বাম প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। এবারের ভোটেও ছন্নছাড়া দশা কংগ্রেসের। উপনির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা না হওয়ায় একাই লড়েছিল কংগ্রেস। কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছিল। ৬টি আসনেই কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হয়েছে।
-
Nov 23, 2024 15:47 ISTWest Bengal By Election Result Live:'২৬-এ বুঝিয়ে দেব পার্থ ভৌমিকদের: অর্জুন
নৈহাটি উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের এই জয়ের পর নৈহাটির তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে একহাত নিলেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুনের হুশিয়ারি, "২০২৬-এ বুঝিয়ে দেব পার্থ ভৌমিকদের। দেখে নেবেন। এখন ওরা অনেক বড় বড় কথা বলছে। পার্থরা তো আমারই প্রোডাক্ট।"
-
Nov 23, 2024 15:03 ISTWest Bengal By Election Result Live: ৬ আসনেই হারব জানতাম: দিলীপ
"৬ আসনেই হারব জানতাম। তবে মাদারিহাটে লড়াই হবে ভেবেছিলাম।" বিধানসভা উপনির্বাচনে দলের এই ভরাডুবির পর এমনই বললেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। েকুশের নির্বাচনে মাদারিহাট কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। এবারের উপনির্বাচনে সেই কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে জোড়াফুল। বাকি ৫ কেন্দ্রে দাগ কাটতে ব্যর্থ গেরুয়া দলের প্রার্থীরা।
-
Nov 23, 2024 14:25 ISTWest Bengal By Election Result Live:বিরাট জয়ের পর কী লিখলেন অভিষেক?
"পশ্চিমবঙ্গে উপনির্বাচনে জয়ের জন্য সব তৃণমূল প্রার্থীদের অভিনন্দন। বাংলার মানুষকে আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার আশীর্বাদ আমাদের আগামীদিনের পথ চলাকে আরও মসৃণ করে তুলবে। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মানুষের আশীর্বাদ নিয়ে থাকতে চাই।"!"
Congratulations to all six @AITCofficial candidates for their decisive victories in the WB bye elections, defying the narratives created by the ZAMINDARS, the media and a section of the Kol HC to defame Bengal for their own vested interests. A special thanks to the people of…
— Abhishek Banerjee (@abhishekaitc) November 23, 2024 -
Nov 23, 2024 14:21 ISTWest Bengal By Election Result Live:নতুন শক্তি নিয়ে এগনোর বার্তা তৃণমূলের
উপনির্বাচনে ৬টি কেন্দ্রেই বিপুল সাফল্য শাসকদল তৃণমূলের। উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্রটি দখলে ছিল বিজেপির। উপনির্বাচনে সেটিও বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে জোড়াফুল। বাকি ৫ কেন্দ্রেও জয় পেয়েছেন জোড়াফুলের প্রার্থীরা। শাসকদলের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, "জনগণের অটুট ভালোবাসা ও বিশ্বাসের দ্বারা চালিত একটি বিজয়! একসাথে, আমরা নতুন করে শক্তি এবং সংকল্প নিয়ে এগিয়ে যাব। জয় বাংলা!"
A triumphant victory driven by the unwavering love and trust of the people!
— All India Trinamool Congress (@AITCofficial) November 23, 2024
Together, we move forward with renewed strength and determination.
Joy Bangla! pic.twitter.com/Tij6QKdV86 -
Nov 23, 2024 14:15 ISTWest Bengal By Election Result Live: উপনির্বাচনে জয়ে উচ্ছ্বসিত মমতা!
বাংলার ৬টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে সাড়া জাগানো ফল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "মা-মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা।"
মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা 🙏🏻 pic.twitter.com/FUQxCI1xW2
— Mamata Banerjee (@MamataOfficial) November 23, 2024 -
Nov 23, 2024 12:34 ISTNaihati By Election Result Live:নৈহাটিতে জয়ী তৃণমূল
নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল। দশম রাউন্ডের গণনা শেষে তৃণমূলের প্রার্থী সনৎ দে ৪৮ হাজার ৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। শুরু থেকেই এই কেন্দ্রে এগিয়ে ছিলেন সনৎ দে। জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, "দায়িত্ব এখন আরও বেড়ে গেল। এই জয় নৈহাটির মানুষের জয়।"
-
Nov 23, 2024 11:04 ISTSitai By Election Result Live:৮০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল
কোচবিহারের সিতাইয়ে বিপুল ভোটে এগিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সিতাইয়ে অষ্টম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী ৮৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সিতাইয়ে সবুজ আবির উড়িয়ে সেলিব্রেশনে মেতেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
-
Nov 23, 2024 10:21 ISTHaroa By Election Result Live:৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
হাড়োয়ায় বিপুল ভোটে এগিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃতীয় রাউন্ডের গণনা শেষে ৩৩,৯৪১ ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম। এই কেন্দ্রে আইএসএফ-এর প্রার্থী পিয়ারুল ইসলাম রয়েছেন দ্বিতীয় স্থানে।
-
Nov 23, 2024 10:09 ISTSitai By Election Result Live:সিতাইয়ে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল
শুরু থেকেই কোচবিহারের এই কেন্দ্রে শাসকদলের প্রার্থী এগিয়ে ছিলেন। সিতাইয়ে তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডের গণনা শেষে সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
-
Nov 23, 2024 10:02 ISTWest Bengal By Election Result Live:ভোটের ফল নিয়ে কমিশনের তথ্য
সিতাই- ২৫,৫২৭ ভোটে এগিয়ে তৃণমূল।
মাদারিহাট- ৯৯৩৪ ভোটে এগিয়ে তৃণমূল।
নৈহাটি- ৯০০৮ ভোটে এগিয়ে তৃণমূল।
হাড়োয়া- ১২৯৭৩ ভোটে এগিয়ে তৃণমূল।
মেদিনীপুর- ১৫৮৩ ভোটে এগিয়ে তৃণমূল। -
Nov 23, 2024 09:16 ISTMadarihat By Election Result Live:মাদারিহাটেও এগিয়ে তৃণমূল
একুশের নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। এবার মাদারিহাট-সহ রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। আজ এই ৬টি কেন্দ্রের ভোট গণনা চলছে। বাকি ৫ কেন্দ্রের পাশাপাশি এবার মাদারিহাট কেন্দ্রেও এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। মাদারিহাটে ৫ হাজার ভোটে এগিয়ে রাজ্যের শাসকদল।
-
Nov 23, 2024 09:08 ISTWB By Election Result Live:হাড়োয়া, নৈহাটি, সিতাই, তালডাংরায় এগিয়ে তৃণমূল
নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে ১৪৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রথম রাউন্ডের গণনা শেষে ১৫ হাজার ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় প্রথম রাউন্ডের গণনা শেষে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল।
-
Nov 23, 2024 08:59 ISTWB By Election Result Live:নৈহাটি, হাড়োয়ায় এগিয়ে তৃণমূল
নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। প্রথম রাউন্ডে হাড়োয়ায় ৭ হাজার ভোটে এগিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ৮,৮৫৩ ভোটে এগিয়ে জোড়াফুল।
-
Nov 23, 2024 08:43 ISTWest Bengal By Election Result Live:৩ কেন্দ্রে এগিয়ে তৃণমূল
আরজি কর কাণ্ডের পর আজ প্রথম কোনও ভোটের ফল প্রকাশ হচ্ছে। রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হচ্ছে আজ। সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। নৈহাটি, মাদারিহাটি, সিতাই, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হচ্ছে। নৈহাটি, হাড়োয়া ও মেদিনীপুর কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল।
-
Nov 23, 2024 08:16 ISTHaroa By Election Result Live:হাড়োয়ায় কড়াকড়ি
উপনির্বাচনের দিনেও হাড়োয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। আইএসএফ হাড়োয়ার ৩৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। নির্বাচন কমিশন সেই দাবিতে আমল দেয়নি। আজ ভোটের ফল প্রকাশের আগে থেকেই থমথমে পরিস্থিতি হাড়োয়ায়। ১৪ রাউন্ডে ভোট গণনা হবে এই কেন্দ্রে। কড়া পুলিশি প্রহরার পাশাপাশি গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রয়েছে।
-
Nov 23, 2024 08:06 ISTWB By Election Result Live:উপনির্বাচনে ৬-এ ৬ তৃণমূল: কুণাল ঘোষ
উপনির্বাচনের ৬টি আসনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দিকে দিকে বিভিন্ন প্রকল্প ও পরিষেবা ছড়িয়ে দিয়েছেন। তার ফল হিসেবেই উপনির্বাচনের ছটি আসনেই তৃণমূল জিতবে।"