Supreme Court: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা, সুপ্রিম কোর্টে ফের পিছল শুনানি

Supreme Court: কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। এক ধাক্কায় প্রায় ২৬ হাজার প্রার্থী চাকরি হারিয়েছিলেন।

Supreme Court: কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। এক ধাক্কায় প্রায় ২৬ হাজার প্রার্থী চাকরি হারিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Case Hearing at supreme court: সুপ্করিম কোর্টে আরজি কর মামলার শুনানি

Supreme Court: সুপ্রিম কোর্ট।

Supreme Court: সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের চাকরি বাতিল হবে, এই দুটি বিষয় আদালত বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, শীর্ষ আদালতে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

Advertisment

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশের জেরে এক ধাক্কায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারায়। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আলাদা করে মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এরই পাশাপাশি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিরহারাদের একাংশ। আজই এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।

প্রায় ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিলের পাশাপাশি সাদা খাতা জমা দিয়ে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সুদ-সহ চার সপ্তাহের মধ্যে সেই বেতনের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মামলার সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পরেই চূড়ান্ত রায় দেওয়া হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: ভারতের মাটি থেকে হাসিনার ইউনুস-বিরোধিতায় সমর্থন নেই দিল্লির, জানালেন বিদেশসচিব

আরও পড়ুন- Sundarbans: সুন্দরবনে বাম্পার পরিকল্পনা রাজ্যের, বিপজ্জনক নদীবাঁধের সংস্কারে দুরন্ত তৎপরতা!

আরও পড়ুন- Bangladesh Unrest: গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে কে? পরিচয় জেনে হতভম্ব BSF জওয়ানরা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের এই মামলায় একাধিকবার শুনানির দিন বদল হয়েছে সুপ্রিম কোর্টে। আজ ১২ ডিসেম্বর এই মামলার ফের শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। তবে আজও ফের একবার পিছিয়ে গেল মামলা শুনানির দিন। আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।

supreme court SSC Bangla News Bengali News Today SSC recruitment WB SSC Scam news in west bengal news of west bengal