কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের আগে জানিয়েছিলেন যে বাজেট 'অভূতপূর্ব' হতে চলেছে। তেমনই বেনজির হতে চলেছে বাংলার বাজেট। এই বাজেট পেশের আগেই চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ রাজ্য বাজেট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী নন যিনি বাজেট পেশ করবেন। এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় বাজেট পেশ করেছিলেন জ্যোতি বসু।
অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্র এ বারের বাজেট সম্ভবত পেশ করতে পারবেন না। তাঁর বদলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট পেশ এমনটাই খবর। রাজনৈতিক মহলের অনুমান, আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে এই বাজেটে কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। থাকতে পারে বেশ কিছু চমকও। এই বাজেট পূর্ণাঙ্গ নয়, ভোট অন অ্যাকাউন্ট। দ্বিতীয় মা-মাটি-সরকারের ((TMC) শেষ বাজেট পেশও বটে।
আরও পড়ুন, “মমতার স্ট্রাইকার, ডিফেন্ডার এখন বিজেপিতে, এ মাসে আসবেন আরও অনেকে”, অকপট দিলীপ
নবান্ন সূত্রে খবর, অর্থমন্ত্রী নিজে রাজ্যপালের কাছে চিঠি লিখে বাজেট পেশ করার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সেই আবেদন মঞ্জুরও হয়েছে। তবে এবার আরেক চমক হল রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু হবে অধিবেশন। ১৯৬৩ সালের পর প্রথমবার বিধানসভায় বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে রাজ্যপালের ভাষণ ছাড়া। এই নিয়ে বিরোধী শিবিরও ক্ষোভ প্রকাশ করেছে। খোদ রাজ্যপালও টুইটারে অসন্তোষ প্রকাশ করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন