Advertisment

দেশে বিদ্যুৎ পরিবহনে নজির গড়ল রাজ্য বিদ্যুৎ পর্ষদের এই বিভাগ

পরীক্ষায় সসম্মানে পাশ করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের WBSETCL বিভাগ। এই প্রথম পূর্ব ভারতের কোনও সংস্থা সেরা ট্রান্সমিশন সেক্টরের শিরোপা জিতল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL)-এর মুকুটে জুড়ল নয়া পালক। সম্প্রতি ভারতের সেরা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি হিসাবে নির্বাচিত হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের এই বিভাগ, সৌজন্যে IPPAI (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া)। এই প্রথম পূর্ব ভারতের কোনও সংস্থা সেরা ট্রান্সমিশন সেক্টরের শিরোপা জিতল।

Advertisment

ভারতের বিভিন্ন অঞ্চল থেকে তাদের বিভাগকে মনোনীত করে দেশের একাধিক বিদ্যুৎ পর্ষদ। কয়েকদিন ধরে চলে বাছাই পর্ব। একাধিক পরীক্ষা নিরীক্ষা পার করতে হয় রাজ্যের এই বিভাগকে। ফলাফলে জানা যায়, ৯৯.৮৫ শতাংশ বিদ্যুৎ সংবহনের মধ্যে মাত্র ২.৭৭ শতাংশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে। WBSETCL বিভাগের দাবি, ভারতের মধ্যে এ রাজ্যেই সবচেয়ে বেশি জায়গা জুড়ে তারা বিদ্যুৎ সরবরাহ করে। পাশপাশি বৈদ্যুতিক তারের মধ্যে ট্রিপ করে যে যোগাযোগ বিছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে না বললেই চলে।

আরও পড়ুন: বিএসএনএল-কে বঞ্চিত করে জিওর সুবিধে করা কেন? সারা ভারত ধর্মঘটে কর্মীরা

সংস্থার হয়ে এদিন ডিরেক্টর কর্ণাটকের বেলগুন্ডিতে এক অনুষ্ঠানে পুরস্কার নেন। তবে WBSETCL-এর কাছে পুরস্কার কোনও নতুন বিষয় নয়। এর আগেও রাজ্যের এই বিভাগ সংবহনের গুণগত মানের জন্য খেতাব জিতেছিল। সময়টা ছিল ২০০৭ সাল। বিদ্যুৎ মন্ত্রক থেকে পুরস্কার দেওয়া হয়।

government of west bengal
Advertisment