scorecardresearch

সরকারি কর্মীদের জন্য সুখবর, বড়-দিনে উপরি ছুটি ঘোষণা নবান্নের

বড় আনন্দ

Mamata Banerjee has ordered DPR to build a bridge over Haldi river, মমতা ব্যানার্জী নন্দীগ্রাম হলদিয়া হলদি নদীর উপর সেতু জিপিআি কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বছর শেষে এবার দেদার আনন্দ সরকারি কর্মীদের। একটানা তিন দিন ছুটি পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। এছাড়া, রাজ্য সরকার অধিকৃত এবং সরকার পোষিত সব প্রতিষ্ঠানের কর্মীরাও এই ছুটি পাবেন।

চলতি বছর ২৫ ডিসেম্বর রবিবার হওয়ায় সেদিন এমনিতেই ছুটি। তার আগের দিন ২৪ ডিসেম্বরও শনিবার পড়েছে। ফলে এমনিতেই বন্ধ থাকবে রাজ্যের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান। এরপরও সোমবার অর্থাৎ ২৬ ডিসেম্বরও ছুটি থাকছে রাজ্য সরকারি কর্মীদের। সুতরাং, ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিনের ছুটি
পাবেন সরকারি কর্মীরা।

২৫শে ডিসেম্বর রবিবার হওয়ায় ছুটি মার গিয়েছে। তা সোমবার (২৬ ডিসেম্বর) ছুটি দিয়ে পুষিয়ে দিল নবান্ন। মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষরিত একটি বি়জ্ঞপ্তিতে এই ছুটির কথা ঘোষণা করা হয়েছে। তবে, সরকারের আপৎকালীন বিভাগের সঙ্গে যুক্ত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

উপরি ছুটির ঘোষণায় যারপরনাই খুশি বেশিরভাগ সরকারি কর্মীরা। তিন দিন ছুটি মেলায় অনেকেই সপরিবারে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে শুরু করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal state govt employees will get special holiday in 26th december for christmas