Advertisment

মুখ্যমন্ত্রীর ধর্নার মাঝেই বিধানসভায় পেশ রাজ্য বাজেট

বাজেট পেশের আগেই রাজ্যের অর্থমন্ত্রী বলেন, 'জিডিপি বৃদ্ধির হারে বাংলা ১ নম্বরে। এখানে শিল্প বৃদ্ধির হার ১৬.২৯%। যা অন্যান্যদের থেকে অনেক বেশি। বাংলায় কৃষকদের আয়ও ৩ গুণ বেড়েছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
amit mitra

ফ্লিপকার্ট নদিয়ার হরিনঘাটায় লজিস্টিক হাব করবে। নবান্নে জানালেন রাজ্য়ের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। (ফাইল ছবি) ইন্ডিয়ান এক্সপ্রেস

সোমবার দিনভর সরকার চলল মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকেই। সেখানেই হল মন্ত্রিসভার বৈঠক। অন্যদিকে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেট পেশের মুখেই কেন্দ্রকে নিশানা করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বললেন, "আমাদের দেশ ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আনা হচ্ছে। রাজ্যে হস্তক্ষেপ করছে কেন্দ্র"।

Advertisment

দেশের বেকারত্বের অবস্থা ভয়াবহ হলেও তুলনামূলক ভাল জায়গায় দাঁড়িয়ে বাংলা, এমনটাই বলছেন অমিত মিত্র। দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারে সবার ওপরে রয়েছে পশ্চিমবঙ্গ। বাজেট পেশের আগেই তিনি বলেন, 'জিডিপি বৃদ্ধির হারে বাংলা ১ নম্বরে। এখানে শিল্প বৃদ্ধির হার ১৬.২৯%। যা অন্যান্যদের থেকে অনেক বেশি। বাংলায় কৃষকদের আয়ও ৩ গুণ বেড়েছে।'

আরও পড়ুন, বিজেপি-তে ভারতী ঘোষ, দলে যোগ দিয়েই মমতাকে তীব্র আক্রমণ

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য বাজেটের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

*ফসলবিমা যোজনায় ২৪ লাখ কৃষক নথিভুক্ত করা হয়েছে। ফসল বিমার যোজনার তত্ত্বাবধানে এখন থেকে থাকবে রাজ্যেই।

*হরিণঘাটায় ফ্লিপকার্ট লজিস্টিক হাব তৈরির পরিকল্পনা, ১ হাজার কোটি টাকার লগ্নি হবে। দশ হাজার কর্মসংস্থান হবে।

*স্বনির্ভর প্রকল্পে কাজের জন্য উৎসাহিত করতে ৫০ হাজার বেকার যুবককে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য।

*অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের ৫০০ টাকা করে বেতন বৃদ্ধি।

*চা শিল্পের ওপর থেকে সেস মকুব।

Mamata Banerjee
Advertisment