Advertisment

Supreme Court: এজেন্সির 'অপব্যবহার' নিয়ে মমতার অভিযোগের মান্যতা, সুপ্রিমে 'জয়' রাজ্য সরকারের!

কেন্দ্রের বিরুদ্ধে মমতা সরকারের তোলপাড় ফেলা অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, west bengal, CBI probe, general consent, indian express

অনুচ্ছেদ 131 কেন্দ্র এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে বিরোধের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের সাথে সম্পর্কিত। (ফাইল)

Supreme Court: এজেন্সির 'অপব্যবহার' নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে মমতা সরকার। আদালত এই আবেদনের শুনানির সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

মমতা সরকারের অভিযোগ, রাজ্যের অধীনে থাকা মামলাগুলি তদন্তের জন্য সিবিআই-এর হাতে পাঠানো হচ্ছে এরপর সেসব মামলা একতরফাভাবে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এসব বিষয়ে হস্তক্ষেপ করে। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সম্মত হয়েছেন যে এই আবেদনের শুনানি হওয়া উচিত। রাজ্য সরকার আরও বলেছে, সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তদন্তের জন্য সিবিআইকে রাজ্যে পাঠাচ্ছে। সিবিআই রাজ্যে ১৫ টিরও বেশি মামলা নথিভুক্ত করেছে।

সুপ্রিম কোর্ট-এ বিরাট স্বস্তি! CBI-কে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। অভিযোগকে 'সবুজ সংকেত' সুপ্রিম কোর্ট-র। রাজ্য সরকারের অনুমতি ছাড়াই রাজ্যে সিবিআইয়ের এফআইআর দায়েরের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনকে 'যোগ্য' বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মমতা সরকার বলেছে যে সিবিআই একটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং কেন্দ্রীয় সরকার সংস্থাকে অপব্যবহার করছে। যদিও কেন্দ্রের দাবি ছিল, রাজ্য সরকারের এই অভিযোগ গ্রহণযোগ্যতা নেই। এদিন তাদের সেই যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১৩ আগস্ট। কেন্দ্রের যুক্তি ছিল সিবিআই একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। তাই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে পারে না।

সিবিআই-এর কথিত অপব্যবহারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা পিটিশন শুনানির যোগ্য বলে বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার অভিযোগ করেছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যের অধীনে আসা মামলাগুলি একতরফাভাবে সিবিআই-এর কাছে পাঠিয়ে হস্তক্ষেপ করছে।

সংবিধানের ১৩১ ধারার অধীনে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে বাংলা সরকার। সিবিআই-এর রাজ্যে তদন্তের এখতিয়ার পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট। রাজ্য বলছে, সম্মতি প্রত্যাহার করার পরেও কেন্দ্রীয় সরকার তদন্তের জন্য সিবিআইকে রাজ্যে পাঠাচ্ছে। সিবিআই পশ্চিমবঙ্গে ১৫ টিরও বেশি মামলা নথিভুক্ত করেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন যে এই মামলাটি রক্ষণাবেক্ষণযোগ্য নয় এবং এটি একেবারে শুরুতেই খারিজ করা উচিত। আবেদনকারীদের সিবিআইকে কেন্দ্রীয় পুলিশ বাহিনী বলা ভুল । কোথায় এবং কীভাবে সিবিআই তদন্ত করে তাতে কেন্দ্রের কোনও ভূমিকা নেই।

আরও পড়ুন- < Kamarhati Case: কামারহাটি ভিডিও কাণ্ডে জয়ন্ত সিংয়ের ৬ সঙ্গী ধৃত, নির্যাতিতদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ >

উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে জমি দখল, নারী নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায় বজায় রেখেছিল শীর্ষ আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। যদিও কেন্দ্রের দাবি ছিল, এই মামলার কোনও ভিত্তি নেই। কেন্দ্রের সেই দাবি এদিন উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানের ১৩১ ধারার অধীনে কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে মূল মামলা দায়ের করেছে।

Mamata Banerjee supreme court cbi
Advertisment