হোয়াটসঅ্য়াপ ও সোশ্য়াল মিডিয়ায় নিজের বিকৃত ছবি দেখে আত্মঘাতী হল একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায়। ঘর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। আত্মহত্য়া বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, বিকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে নাবালিকাকে হুমকি দেওয়া হয়েছিল।
তবে, প্রথমে হুমকিকে তেমন একটা কেউ আমল দেননি। ছাত্রীর পরিবারের দাবি, পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু গুরুত্ব সহকারে অভিযোগ নেওয়া হয়নি।
এক আধিকারিক জানিয়েছেন, ‘‘ঘর থেকে ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। তদন্ত চলছে। আমরা অভিযোগ পেয়েছি। ছাত্রীর মোবাইল ফোন নেওয়া হয়েছে’’।
আরও পড়ুন: শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে ঢুকতে বাধা, অভিযোগ ওড়াল তৃণমূল
সূত্রের খবর, বন্ধুদের থেকে কিছু হোয়াটসঅ্য়াপ মেসেজ পায় ছাত্রী। বন্ধুরাই তার বিকৃত করা ছবি সম্পর্কে জানায়। পরে, তার আত্মীয়রা এ ব্য়াপারে জানেন।
এ ঘটনায় অপমানে ওই নাবালিকা আত্মহত্য়া করেছে বলে দাবি করেছে পরিবার। সকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার দেহ। মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রীর পড়শি ও বন্ধুরা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান তাঁরা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন