Advertisment

বাংলায় দৈনিক সংক্রমণ ৩ হাজারের গণ্ডি পার, বাড়ল মৃত্যুও

পজিটিভিটি রেটও ঊর্ধ্বমুখী। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal todays corona updates 14 july 2022

সংক্রমণ বাড়লেও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে এখনও অনীহা।

বাংলায় গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ আরও বাড়ল। বাড়তে বাড়তে দৈনিক আক্রান্তের সংক্য়া ৩ হাজার ছাড়িয়ে গেল। বাড়ল মৃত্যুর সংখ্য়াও। পজিটিভিটি রেটও ঊর্ধ্বমুখী। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা।

Advertisment

রাজ্যের স্বাস্থ্যদফতরের দেওয়া বৃহস্পতিবার বিকেলের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ৩,০২৯ জন। মোট আক্রান্ত ২০,৬২,২৯৩ জন। পজিটিভিটি রেট বেড় হয়েছে ১৮.৯৫ শতাংশ। গতকাল যা ছিল, ১৮.৫৯ শতাংশ। বঙ্গে বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮,৮৫৬ জন।

গত ২৪ ঘন্টায় করোনা জয়ীর সংখ্যা ১,৬৬৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০,১২,১৭৭ জন। সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ।

বেড়েছে মৃত্যুর সংখ্য়া। গতকাল করোনায় প্রাণহানি ৪ জনের হলেও বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৫ জন। রাজ্যে মোট মৃত ২১,২৬০ জন।

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে এদিনও রাজ্যে তালিকার শীর্ষে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ৭৩২ জন)। কলকাতা আক্রান্ত (৫৭৪ জন)। তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ২০৮ জন)। চতুর্থে বীরভূম (আক্রান্ত ১৬৭ জন)। পঞ্চম স্তানে রয়েছে পশ্চিম বর্ধমান (আক্রান্ত ১৫২ জন)। এছাড়া পূর্ব বর্ধমান, মালদা ও হুগলিতেও আক্রান্তের সংখ্য়া শতাধিক।

গত ২৪ ঘন্টায় করোনারটিকা প্রয়োগ হয়েছে ১,২৩,০৯৮ ডোজ। সতর্কতামূলক ডোজ প্রয়োগ হয়েছে ৪৩,৪০,২৫৪। নমুনা পরীক্ষার সংখ্যা ১৫,৯৮১টি।

কেন্দ্রীয় ঘোষণা মত, শুক্রবার থেকে প্রাপ্ত বয়স্কদের সকলকে বিনামূল্যে করোনার সতর্কতামূলক ডোজ দেওয়া হবে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেই এই টিকা দেওয়া হবে। আগামী ৭৫ দিন এই পরিষেবা মিলবে।

corona Corona Bengal Corona in bengal Kolkata corona West Bengal Coronavirus Update
Advertisment