Advertisment

বাংলায় উদ্বেগজনক হারে বাড়ছে দৈনিক সংক্রমণ, পাল্লা দিচ্ছে পজিটিভিটি রেট

মৃত্যুর সংখ্যা গতদিনের মতোই। গতকাল করোনায় প্রাণহানি হয়েছিল ৫ জনের। শুক্রবারও একই সংখ্যাক প্রাণহানি ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal todays corona updates 22 july 2022

রাজ্য়ে ক্রমেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গতদিন সংক্রমিতের সংখ্যা ছিল, ৩০২৯ জন। গত ২৪ ঘন্টায় তা বেডডে হয়েছে ৩০৬৭ জন। পজিটিভিটি রেটও পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী। বাংলায় বর্তমানে করোনার দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৯.৫৪ শতাংশ।

Advertisment

রাজ্যের স্বাস্থ্যদফতরের দেওয়া বৃহস্পতিবার বিকেলের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ২০,৬৫,৩৬০ জন। বঙ্গে বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮,৮৫৬ জন।

গত ২৪ ঘন্টায় করোনা জয়ীর সংখ্যা ১,৮৭৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০,১৪,০৫২ জন। সুস্থতার হার ৯৭.৫২ শতাংশ।

মৃত্যুর সংখ্য়া গতদিনের মতোই। গতকাল করোনায় প্রাণহানি হয়েছিল ৫ জনের। শুক্রবারও একই সংখ্যাক প্রাণহানি ঘটেছে। রাজ্যে মোট মৃত ২১,২৬৫ জন। মৃত্যুহার ১.০৩ শতাংশ।

Advertisment

আরও পড়ুন- আদালতে বিরাট ধাক্কা দালের মেহেন্দির, ২ বছরের জেল সাজা গায়কের

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে এদিনও রাজ্যে তালিকার শীর্ষে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ৬৯৩ জন)। কলকাতা আক্রান্ত (৬৫৩ জন)। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বীরভূম (আক্রান্ত ২৪৯ জন)। দৈনিক আক্রান্তের সংখ্যা একশোর বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, হুগলি, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে।

গত ২৪ ঘন্টায় করোনারটিকা প্রয়োগের সংখ্যা কমেছে। দৈনিক টিকাদানের সংখ্যা ৯৮.৮৯৭ ডোজ। সতর্কতামূলক ডোজ প্রয়োগ হয়েছে ৪৩,৯৪,৮৩৫। নমুনা পরীক্ষার সংখ্যা ১৫,৯৮১ ডোজ।

কেন্দ্রীয় ঘোষণা মত, শুক্রবার থেকে প্রাপ্ত বয়স্কদের সকলকে বিনামূল্যে করোনার সতর্কতামূলক ডোজ দেওয়া শুরু হয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেই এই টিকা দেওয়া হচ্ছে। আগামী ৭৫ দিন এই পরিষেবা পাবেন দেশবাসী।

kolkata West Bengal corona Bengal Corona Corona in bengal Kolkata corona West Bengal Coronavirus Update
Advertisment