Advertisment

বাংলায় করোনার নমুনা পরীক্ষা নিম্নমুখী, সংক্রমণে লাগাম, ফের বাড়ল মৃত্যু

পজিটিভিটি রেট সামান্য কমে ১৬.৯০ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal records 883 covid 19 cases in 2 august 2022

পুজোর মাত্র কয়েক মাস আগে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা।

একধাক্কায় বাংলায় দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমল। গতদিন আক্রান্ত হয়েছিলেন ২,৬৫৯ জন। আর তার ২৪ ঘন্টা পর সংক্রমিত হলেন ১,৪৪৯ জন। অর্থাৎ একদিনে আক্রান্ত কমেছে ১,২১০ জন। কমেছে পজিটিভি রেট।

Advertisment

তবে, নমুনা পরীক্ষার সংখ্যায় গত ২৪ ঘন্টায় অনেকটাই কমে গিয়েছে। গতদিন পরীক্ষা হয়েছিল ১৫,৪৯২ নমুনা। এর ২৪ ঘন্টার মধ্যে সেই সংখ্য়া কমে হয়েছে ৮,৫৭৩। বিশেষজ্ঞদের ধারণা, করোনা পরীক্ষা কম হওয়ার জন্যই দৈনিক সংক্রমণের সংখ্যা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে।

রাজ্য স্বাস্থ্যদফতর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০,৭২,৩০৭ জন। পজিটিভিটি রেট সামান্য কমে ১৬.৯০ শতাংশ। সোমবার সুস্থ হয়েছেন ২,৬৫১ জন। সুস্থতার হার ৯৭.৫৫ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। সোমবার করোনায় প্রাণহানি হয়েছে ৬ জনের। করোনার এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২১,২৮২ জনের।

বাংলায় সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত৩৮৮ জন)। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা (আক্রান্ত ৫৭৭ জন)। তালিকার তৃতীয়স্থানে বীরভূম (আক্রান্ত ১১৬ জন)।

একদিনে বাংলায় টিকা পেয়েছেন ৬০,২০৫ জন। সতর্কতামূলক ডোজ প্রয়োগ হয়েছে ৫০,৬০,১৬টি।

সংক্রমণ ঘিরে উদ্বেগ কাটছে না। ভিড়ে এড়িয়ে চলা, বাড়ির বাইরে বেরলে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের। কিন্তু, সচেতনতা এখনও বিশ বাঁও জলে।

West Bengal Bengal Corona Kolkata corona corona West Bengal Coronavirus Update kolkata
Advertisment